০২ অগাস্ট ২০২৫, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

তাহলে কি যুদ্ধ! মিলিটারি অপারেশনের ঘোষণা পুতিনের, ইউক্রেনে জারি জরুরি অবস্থা  

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৪ ফেব্রুয়ারী ২০২২, বৃহস্পতিবার
  • / 30

পুবের কলম, ওয়েবডেস্কঃ আশঙ্কা কি সত্যি হল! তাহলে কি রাশিয়ার আকাশে কালো মেঘের হাতছানি। বৃহস্পতিবার সাত সকালেই বড়সড় বার্তা দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার তরফ থেকে ইউক্রেন মিলিটারি অপারেশনের ঘোষণা করলেন পুতিন। প্রেসিডেন্ট জানিয়েছেন, কোনও ভাবেই যুদ্ধ এড়ানো সম্ভব নয়।

জানা গেছে, ইউক্রেনের ডনবাসে ইতিমধ্যেই সেনা অভিযান শুরু করে দিয়েছে রাশিয়া। মিসাইল হামলা শুরু হওয়ায় বাতিল হয়েছে ইউক্রেনের সমস্ত বিমান পরিষেবা। মোবাইল পরিষেবাও বিপর্যস্ত। ইউক্রেনে জারি হয়েছে জরুরি অবস্থা।

আরও পড়ুন: রক্তাক্ত সিরিয়া, দু’দিনে মৃত হাজারেরও বেশি

বৃহস্পতিবার ভোরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সকলকে চমকে দিয়ে ঘোষণা করেন,  ‘আমি সামরিক অভিযানের সিদ্ধান্ত নিয়েছি।’ ইউক্রেনের বাহিনীকে অস্ত্র ছেড়ে সীমান্ত থেকে পালানোরও নির্দেশ দেন তিনি। পাশাপাশি আমেরিকা-সহ পশ্চিমী দুনিয়াকে পুতিন হুঁশিয়ারি দিয়ে বলেন,  যে দেশ সেই ‘সামরিক অভিযানে’ হস্তক্ষেপ করবে, তাদের ফল ভুগতে হবে। ‘সামরিক অভিযানের’ ঘোষণা করলে ইউক্রেনকে দখল করার কোনও অভিপ্রায় নেই বলেও দাবি করেছেন তিনি।

আরও পড়ুন: ইউক্রেনকে সামরিক সাহায্য বন্ধ আমেরিকার

পুতিনের অভিযোগ,  ইউক্রেনকে ন্যাটোয় যোগদান থেকে বিরত করার যে দাবি করছিল ক্রেমলিন, তাতে কোনও ভ্রূক্ষেপ করেনি আমেরিকা এবং বন্ধু রাষ্ট্রগুলি। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ কোনওভাবেই এড়ানো সম্ভব নয় দাবি রাশিয়ার প্রেসিডেন্টের।

আরও পড়ুন: ট্রাম্পের প্রস্তাবে সায় পুতিনের, মঙ্গলে সউদিতে ইউক্রেন আলোচনা

অন্যদিকে, রাষ্ট্রসংঘের বৈঠকে ইংল্যান্ডের তরফে বলা হয় যে, ‘গোটা বিশ্ব শান্তি চাইলেও, রাশিয়ার সেই কথা শোনার কোনও অভিপ্রায় নেই।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

তাহলে কি যুদ্ধ! মিলিটারি অপারেশনের ঘোষণা পুতিনের, ইউক্রেনে জারি জরুরি অবস্থা  

আপডেট : ২৪ ফেব্রুয়ারী ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ আশঙ্কা কি সত্যি হল! তাহলে কি রাশিয়ার আকাশে কালো মেঘের হাতছানি। বৃহস্পতিবার সাত সকালেই বড়সড় বার্তা দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার তরফ থেকে ইউক্রেন মিলিটারি অপারেশনের ঘোষণা করলেন পুতিন। প্রেসিডেন্ট জানিয়েছেন, কোনও ভাবেই যুদ্ধ এড়ানো সম্ভব নয়।

জানা গেছে, ইউক্রেনের ডনবাসে ইতিমধ্যেই সেনা অভিযান শুরু করে দিয়েছে রাশিয়া। মিসাইল হামলা শুরু হওয়ায় বাতিল হয়েছে ইউক্রেনের সমস্ত বিমান পরিষেবা। মোবাইল পরিষেবাও বিপর্যস্ত। ইউক্রেনে জারি হয়েছে জরুরি অবস্থা।

আরও পড়ুন: রক্তাক্ত সিরিয়া, দু’দিনে মৃত হাজারেরও বেশি

বৃহস্পতিবার ভোরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সকলকে চমকে দিয়ে ঘোষণা করেন,  ‘আমি সামরিক অভিযানের সিদ্ধান্ত নিয়েছি।’ ইউক্রেনের বাহিনীকে অস্ত্র ছেড়ে সীমান্ত থেকে পালানোরও নির্দেশ দেন তিনি। পাশাপাশি আমেরিকা-সহ পশ্চিমী দুনিয়াকে পুতিন হুঁশিয়ারি দিয়ে বলেন,  যে দেশ সেই ‘সামরিক অভিযানে’ হস্তক্ষেপ করবে, তাদের ফল ভুগতে হবে। ‘সামরিক অভিযানের’ ঘোষণা করলে ইউক্রেনকে দখল করার কোনও অভিপ্রায় নেই বলেও দাবি করেছেন তিনি।

আরও পড়ুন: ইউক্রেনকে সামরিক সাহায্য বন্ধ আমেরিকার

পুতিনের অভিযোগ,  ইউক্রেনকে ন্যাটোয় যোগদান থেকে বিরত করার যে দাবি করছিল ক্রেমলিন, তাতে কোনও ভ্রূক্ষেপ করেনি আমেরিকা এবং বন্ধু রাষ্ট্রগুলি। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ কোনওভাবেই এড়ানো সম্ভব নয় দাবি রাশিয়ার প্রেসিডেন্টের।

আরও পড়ুন: ট্রাম্পের প্রস্তাবে সায় পুতিনের, মঙ্গলে সউদিতে ইউক্রেন আলোচনা

অন্যদিকে, রাষ্ট্রসংঘের বৈঠকে ইংল্যান্ডের তরফে বলা হয় যে, ‘গোটা বিশ্ব শান্তি চাইলেও, রাশিয়ার সেই কথা শোনার কোনও অভিপ্রায় নেই।