২৯ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ইউপির বিধানসভায় ৩৬ মুসলিম প্রার্থী, সকলেই অবশ্য সপা জোটের

মাসুদ আলি
  • আপডেট : ১১ মার্চ ২০২২, শুক্রবার
  • / 44

ইউপিতে জয়ী ৩৬ মুসলিম প্রার্থী

উত্তরপ্রদেশে আসন কমলেও জয় পেয়েছে সেই বিজেপি। মেরুকরণের নির্বাচনী পরিবেশে বিজেপি এবং সমাজবাদী পার্টির (এসপি) মধ্যে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। তবে সব কিছুর মাঝেও ৩৬ জন মুসলিম প্রার্থী জয়ী হয়েছেন।আগে মুসলিম বিধায়কদের সংখ্যা ছিল ২৫। যা বেড়ে হল ৩৬।এই ৩৬ জন মুসলিমের সবাই সমাজবাদী পার্টি এবং তার সহযোগী সুহেলদেব ভারতীয় সমাজ পার্টি (এসবিএসপি) এবং রাষ্ট্রীয় লোক দল (আরএলডি) থেকে প্রার্থী। ৩৬ -এর মধ্যে ৩২ জন প্রার্থী সমাজবাদী পার্টির, অন্যরা আরএলডি এবং এসবিএসপি-এর।

আরও পড়ুন: ‘উর্দু পড়িয়ে বাচ্চাদের মৌলবি বানাতে চান’? বিধানসভায় সপা নেতাকে কদর্য আক্রমণ যোগীর

৪০৩ জন বিধায়কের সাপেক্ষে মুলিম বিধায়কদের সংখ্যা শতাংশের বিচারে ৮ .৯৩ শতাংশ। উত্তরপ্রদেশে মুসলিম জনসংখ্যা প্রায় ১৯ শতাংশ। নির্বাচিত বিশিষ্ট মুসলিম বিধায়কদের মধ্যে রয়েছেন মহম্মদ আজম খান, তাঁর ছেলে আবদুল্লাহ আজম খান, জেলে-গ্যাংস্টার-রাজনীতিবিদ মুখতার আনসারির ছেলে।

আরও পড়ুন: সংবিধান বাঁচাতে দিদির পাশেই থাকবে সপা: অখিলেশ যাদব

রামপুরে, জেলবন্দী এসপি নেতা আজম খান ১,২১৭৫৫ ভোট পেয়ে জয়লাভ করেছেন। এই কেন্দ্রে পরাজিত হয়েছেন বিজেপির আকাশ সাক্সেনা। তিনি পেয়েছেন ৫৬,৩৬৮ ভোট।

আরও পড়ুন: রাজ্যে ২৪ জন আইপিএস বদলি,  বদলির তালিকায় এসপি, ডিআইজি অ্যাডিশনাল এসপি-রা

সুয়ার বিধানসভা কেন্দ্রে, আজম খানের ছেলে আবদুল্লাহ আজম আপনা দলের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করা হায়দার আলী খান ওরফে হামজা মিয়ার বিরুদ্ধে জয়লাভ করেছেন। তিনি পেয়েছেন ১,২৬,১৬২ ভোট। আপনা দলের প্রার্থী পেয়েছেন ৬৫,০৫৯ ভোট।

মৌ বিধানসভা কেন্দ্রে, মুখতার আনসারির ছেলে আব্বাস আনসারি, SBSP-এর টিকিটে লড়াই করে, বিজেপির অশোক কুমার সিংকে ৩৮,২২৭ ভোটে পরাজিত করেছেন।

মোহাম্মদবাদে (গাজিপুর), প্রাক্তন বিধায়ক সিবগাতুল্লা আনসারির ছেলে এবং মুখতারের ভাগ্নে সুহাইব আনসারি ওরফে মান্নু বিজেপির বর্তমান বিধায়ক অলকা রাইকে ১৮,১৯৯ ভোটে পরাজিত করেছেন।

কাইরানা আসনে, বিজেপি প্রার্থী মৃগাঙ্কা সিং পেয়েছেন ১,০৫,১৪৮ ভোট। তাঁর বিরুদ্ধে ১,৩১,০৩৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন সমাজবাদী পার্টির নাহিদ হাসান।

নিজামবাদে (আজমগড়), সমাজবাদী পার্টির ৮৫ বছর বয়সী প্রবীণ, আলম বদি, ৩৪,১৮৭ ভোটের ব্যবধানে বিজেপির মনোজকে পরাজিত করে পুনরায় নির্বাচিত হয়েছেন।

মিরাটের কিথোর বিধানসভা আসনে এসপির শহীদ মাজুর এবং বিজেপির সতভীর সিংয়ের মধ্যে কঠিন লড়াইয়ের পর মজুর ২,১৮০ ভোটের ব্যবধানে আসনটিতে জয়ী হয়েছেন।

কুন্দারকি (মোরাদাবাদ) কেন্দ্রে এসপি সাংসদ শফিকুর রহমান বারকের ছেলে জিয়া-উর-রহমান বিজেপির কমল কুমারকে ৪৩,১৬২ ভোটে পরাজিত করেছেন।

এবারের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে সমাজবাদী পার্টি ৬৪ জন মুসলিম প্রার্থীকে মনোনয়ন দিয়েছিলো। বিএসপি-র মুসলিম প্রার্থী ছিলো ৮৮ জন এবং কংগ্রেস ৭৫ আসনে মুসলিম প্রার্থী দিয়েছিলো। অন্যদিকে হায়দরাবাদের সাংসদ আসাদুদ্দিন ওয়াইসির এআইএমআইএমও ৬০ টিরও বেশি কেন্দ্রে প্রার্থী দেয়। যদিও ভোটের গতিপ্রকৃতি অনুসারে এআইএমআইএম খুব কম আসনেই সমর্থন পেয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে সমাজবাদী পার্টিই মুসলিম ভোটারদের শীর্ষ পছন্দ ছিল।

কিছু আসনে বিএসপি এবং এআইএমআইএমও মুসলিম ভোটারদের সমর্থন পেয়েছেন এবং ভোট কেটেছেন। যার ফলে এইসমস্ত আসনে সমাজবাদী পার্টির প্রার্থীরা সামান্য ব্যবধানে পরাজিত হয়েছেন।

একনজরে দেখে নিন ৩৬ মুসলিম বিধায়কের নাম

  • মেহবুব আলি-এসপি
  • আতাউর রহমান -এসপি
  • ইয়াসার শাহ -এসপি
  • উমর আলি খান -এসপি (ডি)
  • জাহিদ -এসপি
  • শাহ্জিল ইসলাম আনসারী -এসপি (ডি)
  • মুহাম্মদ ফাহিম ইরফান -এসপি
  • নাসির আহমদ খান -এসপি
  • নঈম উল  হাসান -এসপি
  • সৈয়েদা খাতুন-এসপি
  • নাফিস আহমেদ -এসপি
  • হাকিম লাল বিন্দ-এসপি
  • মুহাম্মদ আরশাদ খান -এসপি
  • নাহিদ হাসান -এসপি
  • মোহাম্মদ হাসান-এসপি
  • কামাল আখতার -এসপি
  • শাহিদ মঞ্জুর -এসপি
  • জিয়া উর রহমান-এসপি
  • আরমান খান -এসপি
  • আব্বাস  আনসারী  সুহেলদেব  ভারতীয় সমাজ  পার্টি
  • রফিক  আনসারী -এসপি
  • সুহাইব/ মন্নু  আনসারী- এসপি
  • মুহাম্মদ   ইউসুফ  আনসারী -এসপি
  • মুহাম্মদ নাসির-  এসপি
  • তাসলিম  আহমদ  এসপি (ডি )
  • আলম  বাদি -এসপি
  • নাদিরা  সুলতান   এসপি (ডি )
  • ফরিদ  মাহফুজ  কিদওয়াই  –  এসপি
  • মোহাম্মদ  আজম  খান     –   এসপি
  • ইকবাল  মেহমুদ    –     এসপি
  • জিয়াউদ্দিন  রিজভী –         এসপি (ডি )
  • হাজি   ইরফান  সোলাঙ্কি –    এসপি
  • গুলাম মোহাম্মদ -আরএলডি
  • মোহাম্মদ  আব্দুল্লাহ  আজম  খান-এসপি
  • আশরাফ  আলী   খান -আরএলডি

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইউপির বিধানসভায় ৩৬ মুসলিম প্রার্থী, সকলেই অবশ্য সপা জোটের

আপডেট : ১১ মার্চ ২০২২, শুক্রবার

ইউপিতে জয়ী ৩৬ মুসলিম প্রার্থী

উত্তরপ্রদেশে আসন কমলেও জয় পেয়েছে সেই বিজেপি। মেরুকরণের নির্বাচনী পরিবেশে বিজেপি এবং সমাজবাদী পার্টির (এসপি) মধ্যে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। তবে সব কিছুর মাঝেও ৩৬ জন মুসলিম প্রার্থী জয়ী হয়েছেন।আগে মুসলিম বিধায়কদের সংখ্যা ছিল ২৫। যা বেড়ে হল ৩৬।এই ৩৬ জন মুসলিমের সবাই সমাজবাদী পার্টি এবং তার সহযোগী সুহেলদেব ভারতীয় সমাজ পার্টি (এসবিএসপি) এবং রাষ্ট্রীয় লোক দল (আরএলডি) থেকে প্রার্থী। ৩৬ -এর মধ্যে ৩২ জন প্রার্থী সমাজবাদী পার্টির, অন্যরা আরএলডি এবং এসবিএসপি-এর।

আরও পড়ুন: ‘উর্দু পড়িয়ে বাচ্চাদের মৌলবি বানাতে চান’? বিধানসভায় সপা নেতাকে কদর্য আক্রমণ যোগীর

৪০৩ জন বিধায়কের সাপেক্ষে মুলিম বিধায়কদের সংখ্যা শতাংশের বিচারে ৮ .৯৩ শতাংশ। উত্তরপ্রদেশে মুসলিম জনসংখ্যা প্রায় ১৯ শতাংশ। নির্বাচিত বিশিষ্ট মুসলিম বিধায়কদের মধ্যে রয়েছেন মহম্মদ আজম খান, তাঁর ছেলে আবদুল্লাহ আজম খান, জেলে-গ্যাংস্টার-রাজনীতিবিদ মুখতার আনসারির ছেলে।

আরও পড়ুন: সংবিধান বাঁচাতে দিদির পাশেই থাকবে সপা: অখিলেশ যাদব

রামপুরে, জেলবন্দী এসপি নেতা আজম খান ১,২১৭৫৫ ভোট পেয়ে জয়লাভ করেছেন। এই কেন্দ্রে পরাজিত হয়েছেন বিজেপির আকাশ সাক্সেনা। তিনি পেয়েছেন ৫৬,৩৬৮ ভোট।

আরও পড়ুন: রাজ্যে ২৪ জন আইপিএস বদলি,  বদলির তালিকায় এসপি, ডিআইজি অ্যাডিশনাল এসপি-রা

সুয়ার বিধানসভা কেন্দ্রে, আজম খানের ছেলে আবদুল্লাহ আজম আপনা দলের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করা হায়দার আলী খান ওরফে হামজা মিয়ার বিরুদ্ধে জয়লাভ করেছেন। তিনি পেয়েছেন ১,২৬,১৬২ ভোট। আপনা দলের প্রার্থী পেয়েছেন ৬৫,০৫৯ ভোট।

মৌ বিধানসভা কেন্দ্রে, মুখতার আনসারির ছেলে আব্বাস আনসারি, SBSP-এর টিকিটে লড়াই করে, বিজেপির অশোক কুমার সিংকে ৩৮,২২৭ ভোটে পরাজিত করেছেন।

মোহাম্মদবাদে (গাজিপুর), প্রাক্তন বিধায়ক সিবগাতুল্লা আনসারির ছেলে এবং মুখতারের ভাগ্নে সুহাইব আনসারি ওরফে মান্নু বিজেপির বর্তমান বিধায়ক অলকা রাইকে ১৮,১৯৯ ভোটে পরাজিত করেছেন।

কাইরানা আসনে, বিজেপি প্রার্থী মৃগাঙ্কা সিং পেয়েছেন ১,০৫,১৪৮ ভোট। তাঁর বিরুদ্ধে ১,৩১,০৩৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন সমাজবাদী পার্টির নাহিদ হাসান।

নিজামবাদে (আজমগড়), সমাজবাদী পার্টির ৮৫ বছর বয়সী প্রবীণ, আলম বদি, ৩৪,১৮৭ ভোটের ব্যবধানে বিজেপির মনোজকে পরাজিত করে পুনরায় নির্বাচিত হয়েছেন।

মিরাটের কিথোর বিধানসভা আসনে এসপির শহীদ মাজুর এবং বিজেপির সতভীর সিংয়ের মধ্যে কঠিন লড়াইয়ের পর মজুর ২,১৮০ ভোটের ব্যবধানে আসনটিতে জয়ী হয়েছেন।

কুন্দারকি (মোরাদাবাদ) কেন্দ্রে এসপি সাংসদ শফিকুর রহমান বারকের ছেলে জিয়া-উর-রহমান বিজেপির কমল কুমারকে ৪৩,১৬২ ভোটে পরাজিত করেছেন।

এবারের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে সমাজবাদী পার্টি ৬৪ জন মুসলিম প্রার্থীকে মনোনয়ন দিয়েছিলো। বিএসপি-র মুসলিম প্রার্থী ছিলো ৮৮ জন এবং কংগ্রেস ৭৫ আসনে মুসলিম প্রার্থী দিয়েছিলো। অন্যদিকে হায়দরাবাদের সাংসদ আসাদুদ্দিন ওয়াইসির এআইএমআইএমও ৬০ টিরও বেশি কেন্দ্রে প্রার্থী দেয়। যদিও ভোটের গতিপ্রকৃতি অনুসারে এআইএমআইএম খুব কম আসনেই সমর্থন পেয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে সমাজবাদী পার্টিই মুসলিম ভোটারদের শীর্ষ পছন্দ ছিল।

কিছু আসনে বিএসপি এবং এআইএমআইএমও মুসলিম ভোটারদের সমর্থন পেয়েছেন এবং ভোট কেটেছেন। যার ফলে এইসমস্ত আসনে সমাজবাদী পার্টির প্রার্থীরা সামান্য ব্যবধানে পরাজিত হয়েছেন।

একনজরে দেখে নিন ৩৬ মুসলিম বিধায়কের নাম

  • মেহবুব আলি-এসপি
  • আতাউর রহমান -এসপি
  • ইয়াসার শাহ -এসপি
  • উমর আলি খান -এসপি (ডি)
  • জাহিদ -এসপি
  • শাহ্জিল ইসলাম আনসারী -এসপি (ডি)
  • মুহাম্মদ ফাহিম ইরফান -এসপি
  • নাসির আহমদ খান -এসপি
  • নঈম উল  হাসান -এসপি
  • সৈয়েদা খাতুন-এসপি
  • নাফিস আহমেদ -এসপি
  • হাকিম লাল বিন্দ-এসপি
  • মুহাম্মদ আরশাদ খান -এসপি
  • নাহিদ হাসান -এসপি
  • মোহাম্মদ হাসান-এসপি
  • কামাল আখতার -এসপি
  • শাহিদ মঞ্জুর -এসপি
  • জিয়া উর রহমান-এসপি
  • আরমান খান -এসপি
  • আব্বাস  আনসারী  সুহেলদেব  ভারতীয় সমাজ  পার্টি
  • রফিক  আনসারী -এসপি
  • সুহাইব/ মন্নু  আনসারী- এসপি
  • মুহাম্মদ   ইউসুফ  আনসারী -এসপি
  • মুহাম্মদ নাসির-  এসপি
  • তাসলিম  আহমদ  এসপি (ডি )
  • আলম  বাদি -এসপি
  • নাদিরা  সুলতান   এসপি (ডি )
  • ফরিদ  মাহফুজ  কিদওয়াই  –  এসপি
  • মোহাম্মদ  আজম  খান     –   এসপি
  • ইকবাল  মেহমুদ    –     এসপি
  • জিয়াউদ্দিন  রিজভী –         এসপি (ডি )
  • হাজি   ইরফান  সোলাঙ্কি –    এসপি
  • গুলাম মোহাম্মদ -আরএলডি
  • মোহাম্মদ  আব্দুল্লাহ  আজম  খান-এসপি
  • আশরাফ  আলী   খান -আরএলডি