১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সারাদেশে বিচারবিভাগের ৫৮৫০ শূন্যপদ রয়েছে: রিজিজু

পুবের কলম ওয়েব ডেস্ক: ভারতের আইনমন্ত্রী কিরণ রিজিজুর  মতে, ১৯ ডিসেম্বর ২০২২ পর্যন্ত  দেশব্যাপী জেলা ও নিম্ন  আদালতে বিচার বিভাগীয় কর্মকর্তাদের মোট ৫৮৫০ শূন্যপদ  রয়েছে। সারাদেশে জেলা ও নিম্ন আদালতের বিচার বিভাগের মোট অনুমোদিত পদের সংখ্যা ২৫,০৪২।

 

আরও পড়ুন: ট্রাম্পকে খুশি করতেই দেশে ভাঙচুর, বিক্ষোভকারীদের দাঙ্গাবাজ আখ্যা খামেনির

সংসদে কানিমোঝি সারাদেশের আদালতে বিচারক এবং কর্মীদের শূন্যপদ নিয়ে প্রশ্ন করলে আইনমন্ত্রী একথা জানান। তিনি লোকসভায় এক লিখিত পরিসংখ্যানে জানান, ১.১.২০ থেকে ১৯.১২.২২ পর্যন্ত ভারতের শীর্ষ আদালতে মোট ১২ জন বিচারক নিয়োগ করা হয়েছিল। অন্যদিকে দেশের বিভিন্ন হাইকোর্টে মোট ৩৫১ জন বিচারক নিযুক্ত করা হয়েছে।

আরও পড়ুন: ভগবত গীতাই দেশের ‘আসল সংবিধান’: বির্তকে অন্ধ্রের উপমুখ্যমন্ত্রী, ‘অবুঝ’ বলল কংগ্রেস

 

আরও পড়ুন: অপারেশন ডেভিল হান্ট: বাংলাদেশে গ্রেফতার ১৩০৮

১৯.১২.২২ পর্যন্ত ভারতের সুপ্রিম কোর্টের অনুমোদিত ৩৪ বিচারকের বর্তমানে ২৮ জন নিযুক্ত রয়েছেন। অন্যদিকে, হাইকোর্টে ১১০৮ বিচারকের ৭৭৫ জন কর্মরত রয়েছেন। অর্থাৎ হাইকোর্টে ৩৩৩ জন এবং সুপ্রিম কোর্টে ৬ জন বিচারকের পদ শূন্য রয়েছে।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

নাবালককে বেআইনিভাবে জেল: বিহার সরকারকে ৫ লক্ষ টাকা জরিমানার নির্দেশ আদালতের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সারাদেশে বিচারবিভাগের ৫৮৫০ শূন্যপদ রয়েছে: রিজিজু

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২২, শনিবার

পুবের কলম ওয়েব ডেস্ক: ভারতের আইনমন্ত্রী কিরণ রিজিজুর  মতে, ১৯ ডিসেম্বর ২০২২ পর্যন্ত  দেশব্যাপী জেলা ও নিম্ন  আদালতে বিচার বিভাগীয় কর্মকর্তাদের মোট ৫৮৫০ শূন্যপদ  রয়েছে। সারাদেশে জেলা ও নিম্ন আদালতের বিচার বিভাগের মোট অনুমোদিত পদের সংখ্যা ২৫,০৪২।

 

আরও পড়ুন: ট্রাম্পকে খুশি করতেই দেশে ভাঙচুর, বিক্ষোভকারীদের দাঙ্গাবাজ আখ্যা খামেনির

সংসদে কানিমোঝি সারাদেশের আদালতে বিচারক এবং কর্মীদের শূন্যপদ নিয়ে প্রশ্ন করলে আইনমন্ত্রী একথা জানান। তিনি লোকসভায় এক লিখিত পরিসংখ্যানে জানান, ১.১.২০ থেকে ১৯.১২.২২ পর্যন্ত ভারতের শীর্ষ আদালতে মোট ১২ জন বিচারক নিয়োগ করা হয়েছিল। অন্যদিকে দেশের বিভিন্ন হাইকোর্টে মোট ৩৫১ জন বিচারক নিযুক্ত করা হয়েছে।

আরও পড়ুন: ভগবত গীতাই দেশের ‘আসল সংবিধান’: বির্তকে অন্ধ্রের উপমুখ্যমন্ত্রী, ‘অবুঝ’ বলল কংগ্রেস

 

আরও পড়ুন: অপারেশন ডেভিল হান্ট: বাংলাদেশে গ্রেফতার ১৩০৮

১৯.১২.২২ পর্যন্ত ভারতের সুপ্রিম কোর্টের অনুমোদিত ৩৪ বিচারকের বর্তমানে ২৮ জন নিযুক্ত রয়েছেন। অন্যদিকে, হাইকোর্টে ১১০৮ বিচারকের ৭৭৫ জন কর্মরত রয়েছেন। অর্থাৎ হাইকোর্টে ৩৩৩ জন এবং সুপ্রিম কোর্টে ৬ জন বিচারকের পদ শূন্য রয়েছে।