সারাদেশে বিচারবিভাগের ৫৮৫০ শূন্যপদ রয়েছে: রিজিজু

- আপডেট : ২৪ ডিসেম্বর ২০২২, শনিবার
- / 36
পুবের কলম ওয়েব ডেস্ক: ভারতের আইনমন্ত্রী কিরণ রিজিজুর মতে, ১৯ ডিসেম্বর ২০২২ পর্যন্ত দেশব্যাপী জেলা ও নিম্ন আদালতে বিচার বিভাগীয় কর্মকর্তাদের মোট ৫৮৫০ শূন্যপদ রয়েছে। সারাদেশে জেলা ও নিম্ন আদালতের বিচার বিভাগের মোট অনুমোদিত পদের সংখ্যা ২৫,০৪২।
সংসদে কানিমোঝি সারাদেশের আদালতে বিচারক এবং কর্মীদের শূন্যপদ নিয়ে প্রশ্ন করলে আইনমন্ত্রী একথা জানান। তিনি লোকসভায় এক লিখিত পরিসংখ্যানে জানান, ১.১.২০ থেকে ১৯.১২.২২ পর্যন্ত ভারতের শীর্ষ আদালতে মোট ১২ জন বিচারক নিয়োগ করা হয়েছিল। অন্যদিকে দেশের বিভিন্ন হাইকোর্টে মোট ৩৫১ জন বিচারক নিযুক্ত করা হয়েছে।
১৯.১২.২২ পর্যন্ত ভারতের সুপ্রিম কোর্টের অনুমোদিত ৩৪ বিচারকের বর্তমানে ২৮ জন নিযুক্ত রয়েছেন। অন্যদিকে, হাইকোর্টে ১১০৮ বিচারকের ৭৭৫ জন কর্মরত রয়েছেন। অর্থাৎ হাইকোর্টে ৩৩৩ জন এবং সুপ্রিম কোর্টে ৬ জন বিচারকের পদ শূন্য রয়েছে।