১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সময়মতোই হবে মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক, স্পর্শকাতর পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি

পুবের কলম প্রতিবেদকঃ ২০২২ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা সময় মতোই হবে।  স্পর্শকাতর পরীক্ষার কেন্দ্রগুলিতে সিসিটিভি লাগানো থাকবে। মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক, দুই দফতরের আধিকারিকদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন আধিকারিকরা।

শিক্ষা দফতর জানিয়েছে, পরীক্ষার আগে স্কুলগুলির স্যানিটাইজেশন বাধ্যতামূলক করা হয়েছে। এর পাশাপাশি মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার আগে সাজেশনও বাধ্যতামূলকভাবে দিতে হবে।

আরও পড়ুন: Howrah: বৃদ্ধের রহস্য মৃত্যু

কোভিড বিধি মেনেই নির্ধারিত সূচি অনুযায়ী হবে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা। যে সমস্ত স্পর্শকাতর পরীক্ষাকেন্দ্রগুলি রয়েছে, সেখানে সিসিটিভি লাগানোর নির্দেশ দিয়েছে রাজ্যে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। সংশ্লিষ্ট প্রতিটি জেলার জেলাশাসকদের সঙ্গে মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা প্রসঙ্গে একটি ভার্চুয়াল বৈঠকও করেন রাজ্যের মুখ্যসচিব।

আরও পড়ুন: সব থানার সিসিটিভি সচল রাখার নির্দেশিকা লালবাজারের

উল্লেখ্য, পূর্বের নির্ধারিত সূচি অনুযায়ী মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ৭ মার্চ থেকে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ২ এপ্রিল থেকে।

আরও পড়ুন: নেশা ও মাদকজাত দ্রব্য নিষিদ্ধ, যাদবপুর ক্যাম্পাসে বসছে নারকটিক্স-অ্যালকোহল ডিটেক্টর

সর্বধিক পাঠিত

সপ্তাহান্তে উত্তরবঙ্গকে জোড়া উপহার মুখ্যমন্ত্রীর, শিলান্যাস মহাকাল মন্দিরের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সময়মতোই হবে মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক, স্পর্শকাতর পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি

আপডেট : ২২ ফেব্রুয়ারী ২০২২, মঙ্গলবার

পুবের কলম প্রতিবেদকঃ ২০২২ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা সময় মতোই হবে।  স্পর্শকাতর পরীক্ষার কেন্দ্রগুলিতে সিসিটিভি লাগানো থাকবে। মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক, দুই দফতরের আধিকারিকদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন আধিকারিকরা।

শিক্ষা দফতর জানিয়েছে, পরীক্ষার আগে স্কুলগুলির স্যানিটাইজেশন বাধ্যতামূলক করা হয়েছে। এর পাশাপাশি মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার আগে সাজেশনও বাধ্যতামূলকভাবে দিতে হবে।

আরও পড়ুন: Howrah: বৃদ্ধের রহস্য মৃত্যু

কোভিড বিধি মেনেই নির্ধারিত সূচি অনুযায়ী হবে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা। যে সমস্ত স্পর্শকাতর পরীক্ষাকেন্দ্রগুলি রয়েছে, সেখানে সিসিটিভি লাগানোর নির্দেশ দিয়েছে রাজ্যে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। সংশ্লিষ্ট প্রতিটি জেলার জেলাশাসকদের সঙ্গে মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা প্রসঙ্গে একটি ভার্চুয়াল বৈঠকও করেন রাজ্যের মুখ্যসচিব।

আরও পড়ুন: সব থানার সিসিটিভি সচল রাখার নির্দেশিকা লালবাজারের

উল্লেখ্য, পূর্বের নির্ধারিত সূচি অনুযায়ী মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ৭ মার্চ থেকে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ২ এপ্রিল থেকে।

আরও পড়ুন: নেশা ও মাদকজাত দ্রব্য নিষিদ্ধ, যাদবপুর ক্যাম্পাসে বসছে নারকটিক্স-অ্যালকোহল ডিটেক্টর