২৭ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ১০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

‘বাংলায় বনধ হবে না’,  নাম না করে শিলিগুড়িতে থেকে বিনয় তামাংদের কড়া হুঁশিয়ারি মমতার

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২১ ফেব্রুয়ারী ২০২৩, মঙ্গলবার
  • / 97

পুবের কলম, ওয়েবডেস্ক:  ২১ শে ফেব্রুয়ারির দিন শিলিগুড়ির প্রশাসনিক সভা থেকে ফের সোচ্চার হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, বনধকে সমর্থন করি না। সেটা ১১ বছর ধরে দেখিয়ে দিয়েছি। আন্দোলন করার অধিকার সকলের আছে, কিন্তু বনধকে সমর্থন করি না। বাংলায় বনধ সংস্কৃতি উবে গিয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, সামনেই মাধ্যমিক পরীক্ষা, কেউ রাস্তায় বসে পড়ল আর পরীক্ষা দিতে পারল না। আইন ভাঙলে সরকার পদক্ষেপ নেবে। বাংলায় কোনও বনধ সমর্থন করা হবে না।

এদিন কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে ভাষা দিবসের অনুষ্ঠান থেকেই গোর্খাল্যান্ডের দাবিতে বিনয় তামাংয়ের পাহাড় বনধের ডাক খারিজ করে দেন মুখ্যমন্ত্রী মমতা  বন্দ্যোপাধ্যয়। নাম না করে বিনয় তামাংদের কড়া হুঁশিয়ারি দিয়ে এদিন  মুখ্যমন্ত্রী বলেন,  প্রশাসনের পক্ষ থেকে আমি নির্দেশ দিচ্ছি, যদি কেউ বঙ্গভঙ্গ নিয়ে আন্দোলন করতে যান, তা মেনে নেওয়া হবে না।  মুখ্যমন্ত্রী বলেন, আমরা সব ভাষাকে সম্মান জানাই আমরা বঙ্গভঙ্গ হতে দেব না, আজ বাংলা ভাষা দিবসে এটাই আমার অঙ্গীকার।

আরও পড়ুন: SIR-এ বাংলার ১ কোটি ভুয়ো ভোটার বাদ যাবে: শুভেন্দু

মুখ্যমন্ত্রী বলেন,  আমরা যেমন বনধ সমর্থন করি না,  কলকারখানা বন্ধ করা পছন্দ করি না। তেমনই মনে রাখবেন,  আমরা বঙ্গ ভঙ্গ করতে দেব না। আজ ভাষা দিবসে  একটাই শপথ, একটাই অঙ্গীকার- বঙ্গ ভঙ্গ  করতে দেব না। এদিন সব ধর্ম, সব ভাষা নিয়ে বৈচিত্র্যের মধ্যে ঐক্য গড়ে তোলারও বার্তা দেন মুখ্যমন্ত্রী। এদিন ফের এনআরসি, সিএএ করতে  দেবেন না বলেও সোচ্চার হন তিনি।

আরও পড়ুন: আগামীকাল ঘোষণা বাংলায় এসআইআর-এর দিনক্ষণ, প্রস্তুতিতে রবিবারও খোলা সিইও অফিস

মুখ্যমন্ত্রী কেন্দ্রকে নিশানা করে বলেন, কলকাতা- কোচবিহার বিমানবন্দর করলাম আমরা আর ফ্ল্যাগ নাড়ালো বিজেপি। অন্ডাল পর্যন্ত গ্রিন এয়ারপোর্ট করেছি আমরা।

আরও পড়ুন: অপরাধে ‘জিরো টলারেন্স’ নীতি বাংলার: গণধর্ষণ-কাণ্ডে সরকারের অবস্থান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

‘বাংলায় বনধ হবে না’,  নাম না করে শিলিগুড়িতে থেকে বিনয় তামাংদের কড়া হুঁশিয়ারি মমতার

আপডেট : ২১ ফেব্রুয়ারী ২০২৩, মঙ্গলবার

পুবের কলম, ওয়েবডেস্ক:  ২১ শে ফেব্রুয়ারির দিন শিলিগুড়ির প্রশাসনিক সভা থেকে ফের সোচ্চার হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, বনধকে সমর্থন করি না। সেটা ১১ বছর ধরে দেখিয়ে দিয়েছি। আন্দোলন করার অধিকার সকলের আছে, কিন্তু বনধকে সমর্থন করি না। বাংলায় বনধ সংস্কৃতি উবে গিয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, সামনেই মাধ্যমিক পরীক্ষা, কেউ রাস্তায় বসে পড়ল আর পরীক্ষা দিতে পারল না। আইন ভাঙলে সরকার পদক্ষেপ নেবে। বাংলায় কোনও বনধ সমর্থন করা হবে না।

এদিন কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে ভাষা দিবসের অনুষ্ঠান থেকেই গোর্খাল্যান্ডের দাবিতে বিনয় তামাংয়ের পাহাড় বনধের ডাক খারিজ করে দেন মুখ্যমন্ত্রী মমতা  বন্দ্যোপাধ্যয়। নাম না করে বিনয় তামাংদের কড়া হুঁশিয়ারি দিয়ে এদিন  মুখ্যমন্ত্রী বলেন,  প্রশাসনের পক্ষ থেকে আমি নির্দেশ দিচ্ছি, যদি কেউ বঙ্গভঙ্গ নিয়ে আন্দোলন করতে যান, তা মেনে নেওয়া হবে না।  মুখ্যমন্ত্রী বলেন, আমরা সব ভাষাকে সম্মান জানাই আমরা বঙ্গভঙ্গ হতে দেব না, আজ বাংলা ভাষা দিবসে এটাই আমার অঙ্গীকার।

আরও পড়ুন: SIR-এ বাংলার ১ কোটি ভুয়ো ভোটার বাদ যাবে: শুভেন্দু

মুখ্যমন্ত্রী বলেন,  আমরা যেমন বনধ সমর্থন করি না,  কলকারখানা বন্ধ করা পছন্দ করি না। তেমনই মনে রাখবেন,  আমরা বঙ্গ ভঙ্গ করতে দেব না। আজ ভাষা দিবসে  একটাই শপথ, একটাই অঙ্গীকার- বঙ্গ ভঙ্গ  করতে দেব না। এদিন সব ধর্ম, সব ভাষা নিয়ে বৈচিত্র্যের মধ্যে ঐক্য গড়ে তোলারও বার্তা দেন মুখ্যমন্ত্রী। এদিন ফের এনআরসি, সিএএ করতে  দেবেন না বলেও সোচ্চার হন তিনি।

আরও পড়ুন: আগামীকাল ঘোষণা বাংলায় এসআইআর-এর দিনক্ষণ, প্রস্তুতিতে রবিবারও খোলা সিইও অফিস

মুখ্যমন্ত্রী কেন্দ্রকে নিশানা করে বলেন, কলকাতা- কোচবিহার বিমানবন্দর করলাম আমরা আর ফ্ল্যাগ নাড়ালো বিজেপি। অন্ডাল পর্যন্ত গ্রিন এয়ারপোর্ট করেছি আমরা।

আরও পড়ুন: অপরাধে ‘জিরো টলারেন্স’ নীতি বাংলার: গণধর্ষণ-কাণ্ডে সরকারের অবস্থান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী