০১ অক্টোবর ২০২৫, বুধবার, ১৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

বিমানে ওঠার আগে এবার এই নিয়মগুলি হজযাত্রীদের জন্য বাধ্যতামূলক

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৬ জুন ২০২২, সোমবার
  • / 165

আবদুল ওদুদঃ আগামী ১৭ জুন রাজ্য থেকে হজযাত্রার প্রথম উড়ান কলকাতা নেতাজী সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমান বন্দর থেকে পবিত্র ভূমি মদিনার উদ্দেশ্যে ছেড়ে যাবে। কিন্তু বিমানে ওঠার আগে প্রত্যেক হজযাত্রীর আরটিপিসিআর রির্পোট বাধ্যতামূলক করা হয়েছে। সোমবার রাজ্য হজ কমিটির এক বৈঠক শেষে একথা জানিয়েছেন হজ কমিটির কার্যনির্বাহী আধিকারিক মুহাম্মদ নকি। এদিন তিনি বলেন, প্রত্যেক হজযাত্রীর আরটিপিসিআর বাধ্যতামূলক করা হয়েছে। সউদি বিমানে ওঠার আগে প্রত্যেককে আরটিপিসিআর রির্পোট করাতে হবে। রিপোর্ট নেগেটিভ হলে তবেই সউদি বিমানে ওঠার অনুমতি মিলবে। আর সেই রিপোর্ট ৪৮ ঘণ্টার মধ্যে হতে হবে।

হজযাত্রীরা কোথায় আরটিপিসিআর টেস্ট করাবেন, এ প্রসঙ্গে জনাব নকি বলেন,  রাজ্য হজ কমিটি এক এজেন্সিকে দিয়ে নিউ টাউনের মদিনাতুল হুজ্জাজে আরটিপিসিআর-টেস্ট করানোর ব্যবস্থা করেছে। হজযাত্রীদের বাইরে কোথাও যেতে হবে না। মদিনাতুল হুজ্জাজ-এ আরটিপিসিআর টেস্ট করা হবে। তাদের রিপোর্ট সেখানেই দেওয়া হবে। এই পরীক্ষা একেবারে নিখরচায়। এর জন্য হজযাত্রীদের কোনও খরচ করতে হবে না।

আরও পড়ুন: বৈষ্ণোদেবী যাত্রায় নিহত পুণ্যার্থীদের পরিবারের প্রতি সমবেদনা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

বৈঠকে জানানো হয়,  আগের মতোই মদিনাতুল হুজ্জাজ থেকে হজযাত্রীদের বিমানবন্দর নিয়ে যাওয়া হবে। তাদের জন্য শীতাতপ নিয়ন্ত্রিত বাস থাকবে। সেই বাসে করে বিমানবন্দরে যাবেন হজযাত্রীরা।

আরও পড়ুন: ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই দেশ ত্যাগ করুন: হজযাত্রীদের সতর্ক করল সউদি

এদিন রাজ্য হজ কমিটির বৈঠকে জানানো হয়, হজযাত্রীদের আগের মতোই ৪৮ ঘন্টা আগে রিপোর্ট করতে হবে। প্রত্যেক হজযাত্রীকে মদিনাতুল হুজ্জাজে বিমান ছাড়ার ৪৮ ঘণ্টা আগে আসতে হবে।

আরও পড়ুন: তৎকাল টিকিটে কালোবাজারি রুখতে আইডির সঙ্গে আধারের লিঙ্ক বাধ্যতামূলক, জানাল IRCTC

এবছর মদিনাতুল হুজ্জাজে কেবলমাত্র হজযাত্রী থাকতে পারবেন। কোনও আত্মীয় স্বজনের থাকার ব্যবস্থা থাকছে না হজ কমিটিতে। তবে, মদিনাতুল হুজ্জাজের বাইরে যে জায়গা করা হচ্ছে, সেখানে থাকতে পারবেন হজযাত্রীদের আত্মীয়রা। জনাব নকি আরও বলেন, আরটিপিসিআর-এর জন্য ৪৮ ঘণ্টা আগে হাজীদের মদিনাতুল হুজ্জাজে আসতে হবে।

উল্লেখ্য, করোনা পরিস্থিতি কাটিয়ে এবছর হজযাত্রার কাজ শুরু হয়েছে। বাংলা ছাড়াও বিহার-ঝাড়খণ্ড- ওড়িশা- ত্রিপুরারû হজযত্রীরা কলকাতা থেকে হজ সম্পন্ন করতে যাবেন। তারই প্রস্তুতি সম্পন্ন করছে রাজ্য হজ কমিটি। বৈঠকে চেয়ারম্যান নাদিমুল হক ছাড়াও উপস্থিত ছিলেন, হাজি নুরুল ইসলাম, বিধায়ক আমিরুল ইসলাম, আবু সুফিয়ান, মেহবুব রহমান প্রমুখ।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিমানে ওঠার আগে এবার এই নিয়মগুলি হজযাত্রীদের জন্য বাধ্যতামূলক

আপডেট : ৬ জুন ২০২২, সোমবার

আবদুল ওদুদঃ আগামী ১৭ জুন রাজ্য থেকে হজযাত্রার প্রথম উড়ান কলকাতা নেতাজী সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমান বন্দর থেকে পবিত্র ভূমি মদিনার উদ্দেশ্যে ছেড়ে যাবে। কিন্তু বিমানে ওঠার আগে প্রত্যেক হজযাত্রীর আরটিপিসিআর রির্পোট বাধ্যতামূলক করা হয়েছে। সোমবার রাজ্য হজ কমিটির এক বৈঠক শেষে একথা জানিয়েছেন হজ কমিটির কার্যনির্বাহী আধিকারিক মুহাম্মদ নকি। এদিন তিনি বলেন, প্রত্যেক হজযাত্রীর আরটিপিসিআর বাধ্যতামূলক করা হয়েছে। সউদি বিমানে ওঠার আগে প্রত্যেককে আরটিপিসিআর রির্পোট করাতে হবে। রিপোর্ট নেগেটিভ হলে তবেই সউদি বিমানে ওঠার অনুমতি মিলবে। আর সেই রিপোর্ট ৪৮ ঘণ্টার মধ্যে হতে হবে।

হজযাত্রীরা কোথায় আরটিপিসিআর টেস্ট করাবেন, এ প্রসঙ্গে জনাব নকি বলেন,  রাজ্য হজ কমিটি এক এজেন্সিকে দিয়ে নিউ টাউনের মদিনাতুল হুজ্জাজে আরটিপিসিআর-টেস্ট করানোর ব্যবস্থা করেছে। হজযাত্রীদের বাইরে কোথাও যেতে হবে না। মদিনাতুল হুজ্জাজ-এ আরটিপিসিআর টেস্ট করা হবে। তাদের রিপোর্ট সেখানেই দেওয়া হবে। এই পরীক্ষা একেবারে নিখরচায়। এর জন্য হজযাত্রীদের কোনও খরচ করতে হবে না।

আরও পড়ুন: বৈষ্ণোদেবী যাত্রায় নিহত পুণ্যার্থীদের পরিবারের প্রতি সমবেদনা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

বৈঠকে জানানো হয়,  আগের মতোই মদিনাতুল হুজ্জাজ থেকে হজযাত্রীদের বিমানবন্দর নিয়ে যাওয়া হবে। তাদের জন্য শীতাতপ নিয়ন্ত্রিত বাস থাকবে। সেই বাসে করে বিমানবন্দরে যাবেন হজযাত্রীরা।

আরও পড়ুন: ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই দেশ ত্যাগ করুন: হজযাত্রীদের সতর্ক করল সউদি

এদিন রাজ্য হজ কমিটির বৈঠকে জানানো হয়, হজযাত্রীদের আগের মতোই ৪৮ ঘন্টা আগে রিপোর্ট করতে হবে। প্রত্যেক হজযাত্রীকে মদিনাতুল হুজ্জাজে বিমান ছাড়ার ৪৮ ঘণ্টা আগে আসতে হবে।

আরও পড়ুন: তৎকাল টিকিটে কালোবাজারি রুখতে আইডির সঙ্গে আধারের লিঙ্ক বাধ্যতামূলক, জানাল IRCTC

এবছর মদিনাতুল হুজ্জাজে কেবলমাত্র হজযাত্রী থাকতে পারবেন। কোনও আত্মীয় স্বজনের থাকার ব্যবস্থা থাকছে না হজ কমিটিতে। তবে, মদিনাতুল হুজ্জাজের বাইরে যে জায়গা করা হচ্ছে, সেখানে থাকতে পারবেন হজযাত্রীদের আত্মীয়রা। জনাব নকি আরও বলেন, আরটিপিসিআর-এর জন্য ৪৮ ঘণ্টা আগে হাজীদের মদিনাতুল হুজ্জাজে আসতে হবে।

উল্লেখ্য, করোনা পরিস্থিতি কাটিয়ে এবছর হজযাত্রার কাজ শুরু হয়েছে। বাংলা ছাড়াও বিহার-ঝাড়খণ্ড- ওড়িশা- ত্রিপুরারû হজযত্রীরা কলকাতা থেকে হজ সম্পন্ন করতে যাবেন। তারই প্রস্তুতি সম্পন্ন করছে রাজ্য হজ কমিটি। বৈঠকে চেয়ারম্যান নাদিমুল হক ছাড়াও উপস্থিত ছিলেন, হাজি নুরুল ইসলাম, বিধায়ক আমিরুল ইসলাম, আবু সুফিয়ান, মেহবুব রহমান প্রমুখ।