০৫ নভেম্বর ২০২৫, বুধবার, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আরসিবির অধিনায়ক হিসেবে এটাই আমার শেষ আইপিএল : কোহলি

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২১, সোমবার
  • / 23

পুবের কলম, ওয়েবডেস্কঃ ভারতীয় দলের টি-২০ দলের অধিনায়ক পদ ছাড়ার কথা ঘোষণার পর এবার আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলের অধিনায়কত্বও ছাড়ার কথা জানিয়ে দিলেন বিরাট কোহলি। চলতি আইপিএলের আসর শেষে ব্যাঙ্গালোর দলের অধিনায়ক থেকে সরে যাবেন কোহলি। আরসিবি’র পোস্ট করা একটি ভিডিওর মাধ্যমে কোহলি তিনি নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন। ২০১৩ সালে অধিনায়ক হওয়ার পর ব্যাঙ্গালোরের হয়ে একটাও শিরোপা জিততে পারেননি তিনি। সেটা মাথায় রেখে কোহলি বলেন, ‘আরসিবি পরিবার, ব্যাঙ্গালোর অসাধারণ সমর্থকদের উদ্দেশ্যে আজ আমি একটা ঘোষণা করতে চাই। আজ বিকেলেই পুরো দলের সঙ্গে আমার কথা হয়েছে। আইপিএলের দ্বিতীয় পর্ব শুরু হওয়ার আগে আমি সবাইকে জানাতে চাই যে, এটাই অধিনায়ক হিসেবে আরসিবিতে আমার শেষ মরশুম। বিকেলেই দল পরিচালনা কমিটির সঙ্গে আমার কথা হয়েছে। বেশ কিছুদিন ধরেই এই সিদ্ধান্তের কথা চিন্তাভাবনা করছিলাম।’

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আরসিবির অধিনায়ক হিসেবে এটাই আমার শেষ আইপিএল : কোহলি

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২১, সোমবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ ভারতীয় দলের টি-২০ দলের অধিনায়ক পদ ছাড়ার কথা ঘোষণার পর এবার আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলের অধিনায়কত্বও ছাড়ার কথা জানিয়ে দিলেন বিরাট কোহলি। চলতি আইপিএলের আসর শেষে ব্যাঙ্গালোর দলের অধিনায়ক থেকে সরে যাবেন কোহলি। আরসিবি’র পোস্ট করা একটি ভিডিওর মাধ্যমে কোহলি তিনি নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন। ২০১৩ সালে অধিনায়ক হওয়ার পর ব্যাঙ্গালোরের হয়ে একটাও শিরোপা জিততে পারেননি তিনি। সেটা মাথায় রেখে কোহলি বলেন, ‘আরসিবি পরিবার, ব্যাঙ্গালোর অসাধারণ সমর্থকদের উদ্দেশ্যে আজ আমি একটা ঘোষণা করতে চাই। আজ বিকেলেই পুরো দলের সঙ্গে আমার কথা হয়েছে। আইপিএলের দ্বিতীয় পর্ব শুরু হওয়ার আগে আমি সবাইকে জানাতে চাই যে, এটাই অধিনায়ক হিসেবে আরসিবিতে আমার শেষ মরশুম। বিকেলেই দল পরিচালনা কমিটির সঙ্গে আমার কথা হয়েছে। বেশ কিছুদিন ধরেই এই সিদ্ধান্তের কথা চিন্তাভাবনা করছিলাম।’