১২ অগাস্ট ২০২৫, মঙ্গলবার, ২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

শূন্যের কাছে পৌঁছাল তাপমাত্রা, বন্যায় ভাসার পর ঠান্ডায় কাঁপছে তামিলনাডু

সামিমা এহসানা
  • আপডেট : ১৮ জানুয়ারী ২০২৪, বৃহস্পতিবার
  • / 21

পুবের কলম ওয়েব ডেস্ক: ‘হিমাঙ্ক’ যেন কাশ্মীরের গুলমার্গের পথ ভুলে গিয়ে দক্ষিণ ভারতে ঢুকে পড়েছে। উত্তরের গুলমার্গে বরফের মোটা চাদরের দেখা না পেয়ে হা পিত্যেশ করছে পর্যটকরা। ওদিকে মোটা শীতবস্ত্র না নিয়ে গিয়ে হাত কামড়াচ্ছে উটির পর্যটকরা। তামিলনাডুর উটির তাপমাত্রা শূন্যের কাছাকাছি পৌঁছে গেছে। ভুগছে তামিলনাডুর অন্যান্য এলাকাও। কান্থাল, থালাইকুন্থার তাপমাত্রা এখন ১ ডিগ্রি সেলসিয়াস। জল যেন বরফ হওয়ার অপেক্ষায়। ওদিকে বোটানিক্যাল গার্ডেনের তাপমাত্রা ২ ও স্যান্ডিনাল্লার তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস।

শীতের এই খামখেয়ালি আচরণ দেখে চিন্তিত পরিবেশবিদরা। ডিসেম্বরে বন্যায় ভেসেছে সে রাজ্যের মানুষ। তারপর জানুয়ারিতে এখন ঠান্ডার কোপ।

কুয়াশায় ঢাকা পড়েছে বিভিন্ন এলাকা। স্বাস্থ্য সমস্যায় ভুগছেন অনেকে। আগুন পোহাতে দেখা যাচ্ছে অনেককেই।

নিলগিরি এনভায়রনমেন্ট সোশ্যাল ট্রাস্টের ভি শিবদাসের মতে, বিশ্ব উষ্ণায়ন ও এল নিনোর প্রভাবেই প্রকৃতির খামখেয়ালিপনা দেখছে তামিলনাডু। এর ফলে চা চাষে ক্ষতি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন বিশেষজ্ঞরা। বন্যার সময়ও ক্ষতি হয়েছিল চা চাষীদের। প্রচণ্ড ঠান্ডায় বাঁধাকপি চাষে ক্ষতি হয়েছে বলে জানিয়েছে সেখানকার চাষিরা।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

শূন্যের কাছে পৌঁছাল তাপমাত্রা, বন্যায় ভাসার পর ঠান্ডায় কাঁপছে তামিলনাডু

আপডেট : ১৮ জানুয়ারী ২০২৪, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েব ডেস্ক: ‘হিমাঙ্ক’ যেন কাশ্মীরের গুলমার্গের পথ ভুলে গিয়ে দক্ষিণ ভারতে ঢুকে পড়েছে। উত্তরের গুলমার্গে বরফের মোটা চাদরের দেখা না পেয়ে হা পিত্যেশ করছে পর্যটকরা। ওদিকে মোটা শীতবস্ত্র না নিয়ে গিয়ে হাত কামড়াচ্ছে উটির পর্যটকরা। তামিলনাডুর উটির তাপমাত্রা শূন্যের কাছাকাছি পৌঁছে গেছে। ভুগছে তামিলনাডুর অন্যান্য এলাকাও। কান্থাল, থালাইকুন্থার তাপমাত্রা এখন ১ ডিগ্রি সেলসিয়াস। জল যেন বরফ হওয়ার অপেক্ষায়। ওদিকে বোটানিক্যাল গার্ডেনের তাপমাত্রা ২ ও স্যান্ডিনাল্লার তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস।

শীতের এই খামখেয়ালি আচরণ দেখে চিন্তিত পরিবেশবিদরা। ডিসেম্বরে বন্যায় ভেসেছে সে রাজ্যের মানুষ। তারপর জানুয়ারিতে এখন ঠান্ডার কোপ।

কুয়াশায় ঢাকা পড়েছে বিভিন্ন এলাকা। স্বাস্থ্য সমস্যায় ভুগছেন অনেকে। আগুন পোহাতে দেখা যাচ্ছে অনেককেই।

নিলগিরি এনভায়রনমেন্ট সোশ্যাল ট্রাস্টের ভি শিবদাসের মতে, বিশ্ব উষ্ণায়ন ও এল নিনোর প্রভাবেই প্রকৃতির খামখেয়ালিপনা দেখছে তামিলনাডু। এর ফলে চা চাষে ক্ষতি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন বিশেষজ্ঞরা। বন্যার সময়ও ক্ষতি হয়েছিল চা চাষীদের। প্রচণ্ড ঠান্ডায় বাঁধাকপি চাষে ক্ষতি হয়েছে বলে জানিয়েছে সেখানকার চাষিরা।