১৫ জুলাই ২০২৫, মঙ্গলবার, ৩০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

এবার জেদ্দায় সিনেমার উৎসব, হাজির হলিউডের তারকারা

ইমামা খাতুন
  • আপডেট : ৫ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার
  • / 42

জেদ্দা, ৫ ডিসেম্বরঃ কয়েক সপ্তাহ আগেই রিয়াদে অশ্লীল, প্রায় নগ্ন ফ্যাশন শোয়ের আয়োজনের অনুমতি দিয়ে পশ্চিমা দুনিয়ার বাহবা কুড়িয়েছিলেন যুবরাজ মুহাম্মদ বিন সালমান। এবার জেদ্দায় ফিল্ম ফেস্টিভ্যালের আয়োজন করলেন তিনি। এই জেদ্দাকে বলা হয় পবিত্র মক্কার প্রবেশদ্বার। সেখানেই ১০ দিন ধরে চলবে বিনোদন জগতের নাচ, গান আর ঢালাও খুল্লমখুল্লা সিনেমা উৎসব। নাদিদামি হলিউডি, বলিউডি তারকারা উপস্থিত হচ্ছেন সেখানে। মদসহ নানা পানীয়, বার ডান্সের ব্যবস্থাও থাকবে অতিথিদের জন্য। বিন সালমান ফের একবার প্রশংসায় ভাসবেন নিশ্চয়!

কয়েক বছর ধরে সউদি আরব হয়ে উঠেছে উদার দেশ। বার থেকে সিনেমা হল, সবকিছুই চলছে দেদারে। এখন আবার বিশ্ব সিনেমার অন্যতম প্রাণকেন্দ্র। তারা নিজেরা অবশ্য ফিল্ম বানাতে পারে না। কিন্তু পেট্রোডলার ছড়িয়ে সেখানে সিনেমাকেন্দ্রিক নানা আয়োজন চলে। চলচ্চিত্রের ক্ষেত্রে সৌদির সবচেয়ে বড় আয়োজন রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। বৃহস্পতিবার থেকে জেদ্দায় শুরু হল উৎসবের চতুর্থ আসর। ১০ দিনের এ উৎসবে অংশ নিচ্ছে বিভিন্ন দেশের সিনেমা।

মিসরের নির্মাতা করিম সেনাভির ‘দ্য টেল অব দায়িস ফ্যামিলি’ দিয়ে শুরু হয় এবারের রেড সি উৎসব। এ সিনেমায় দেখানো হয়েছে দায়ি নামের ১৪ বছর বয়সী এক বালকের গল্প। শ্বেতরোগে আক্রান্ত সে, তবে তার কণ্ঠ অসাধারণ। সংগীতবিষয়ক এক রিয়েলিটি শোয়ে অংশ নিতে কায়রোর উদ্দেশে রওনা হয়। সঙ্গে তার পরিবার। পথে নানা প্রতিকূলতার মুখে পড়ে তারা। উৎসবের সমাপনী সিনেমা হিসেবে রয়েছে ব্রিটিশ পপ গায়ক রবি উইলিয়ামসের বায়োপিক ‘বেটার ম্যান’।

 

মাইকেল গ্রেসি নির্মিত এ সিনেমা দিয়ে ১৪ ডিসেম্বর শেষ হবে এবারের রেড সি উৎসব। প্রতিবছর এ উৎসবে বলিউডের একাধিক তারকা হাজির থাকেন। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। থাকছেন হলিউডেরও একাধিক অভিনয়শিল্পী ও পরিচালক। হলিউড অভিনেত্রী ইভা লঙ্গোরিয়া হাজির থাকবেন এ ধরনের আরেক আয়োজনে। বলিউড অভিনেতা রণবীর কাপুর থাকবেন উৎসবের চতুর্থ দিন। এ ছাড়া বিভিন্ন দিনে উৎসবে দেখা যাবে মিসরীয় অভিনেত্রী মোনা জাকি, হলিউড অভিনেত্রী ভায়োলা ডেভিস, নির্মাতা স্পাইক লি, হলিউড অভিনেতা অ্যান্ড্রু গারফিল্ডসহ অনেককে।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

এবার জেদ্দায় সিনেমার উৎসব, হাজির হলিউডের তারকারা

আপডেট : ৫ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার

জেদ্দা, ৫ ডিসেম্বরঃ কয়েক সপ্তাহ আগেই রিয়াদে অশ্লীল, প্রায় নগ্ন ফ্যাশন শোয়ের আয়োজনের অনুমতি দিয়ে পশ্চিমা দুনিয়ার বাহবা কুড়িয়েছিলেন যুবরাজ মুহাম্মদ বিন সালমান। এবার জেদ্দায় ফিল্ম ফেস্টিভ্যালের আয়োজন করলেন তিনি। এই জেদ্দাকে বলা হয় পবিত্র মক্কার প্রবেশদ্বার। সেখানেই ১০ দিন ধরে চলবে বিনোদন জগতের নাচ, গান আর ঢালাও খুল্লমখুল্লা সিনেমা উৎসব। নাদিদামি হলিউডি, বলিউডি তারকারা উপস্থিত হচ্ছেন সেখানে। মদসহ নানা পানীয়, বার ডান্সের ব্যবস্থাও থাকবে অতিথিদের জন্য। বিন সালমান ফের একবার প্রশংসায় ভাসবেন নিশ্চয়!

কয়েক বছর ধরে সউদি আরব হয়ে উঠেছে উদার দেশ। বার থেকে সিনেমা হল, সবকিছুই চলছে দেদারে। এখন আবার বিশ্ব সিনেমার অন্যতম প্রাণকেন্দ্র। তারা নিজেরা অবশ্য ফিল্ম বানাতে পারে না। কিন্তু পেট্রোডলার ছড়িয়ে সেখানে সিনেমাকেন্দ্রিক নানা আয়োজন চলে। চলচ্চিত্রের ক্ষেত্রে সৌদির সবচেয়ে বড় আয়োজন রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। বৃহস্পতিবার থেকে জেদ্দায় শুরু হল উৎসবের চতুর্থ আসর। ১০ দিনের এ উৎসবে অংশ নিচ্ছে বিভিন্ন দেশের সিনেমা।

মিসরের নির্মাতা করিম সেনাভির ‘দ্য টেল অব দায়িস ফ্যামিলি’ দিয়ে শুরু হয় এবারের রেড সি উৎসব। এ সিনেমায় দেখানো হয়েছে দায়ি নামের ১৪ বছর বয়সী এক বালকের গল্প। শ্বেতরোগে আক্রান্ত সে, তবে তার কণ্ঠ অসাধারণ। সংগীতবিষয়ক এক রিয়েলিটি শোয়ে অংশ নিতে কায়রোর উদ্দেশে রওনা হয়। সঙ্গে তার পরিবার। পথে নানা প্রতিকূলতার মুখে পড়ে তারা। উৎসবের সমাপনী সিনেমা হিসেবে রয়েছে ব্রিটিশ পপ গায়ক রবি উইলিয়ামসের বায়োপিক ‘বেটার ম্যান’।

 

মাইকেল গ্রেসি নির্মিত এ সিনেমা দিয়ে ১৪ ডিসেম্বর শেষ হবে এবারের রেড সি উৎসব। প্রতিবছর এ উৎসবে বলিউডের একাধিক তারকা হাজির থাকেন। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। থাকছেন হলিউডেরও একাধিক অভিনয়শিল্পী ও পরিচালক। হলিউড অভিনেত্রী ইভা লঙ্গোরিয়া হাজির থাকবেন এ ধরনের আরেক আয়োজনে। বলিউড অভিনেতা রণবীর কাপুর থাকবেন উৎসবের চতুর্থ দিন। এ ছাড়া বিভিন্ন দিনে উৎসবে দেখা যাবে মিসরীয় অভিনেত্রী মোনা জাকি, হলিউড অভিনেত্রী ভায়োলা ডেভিস, নির্মাতা স্পাইক লি, হলিউড অভিনেতা অ্যান্ড্রু গারফিল্ডসহ অনেককে।