এবার বাংলাদেশের পাশে ভারত, চিকিৎসা সংক্রান্ত বিষয়ে পূর্ণ সহায়তা

- আপডেট : ২৩ জুলাই ২০২৫, বুধবার
- / 36
পুবের কলম ওয়েবডেস্ক: বাংলাদেশের ঢাকার উত্তরায়, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের যে ঘটনা ঘটেছে তা সত্যিই দুঃখজনক। এবার সেই আহতদের পাশে দাড়াল ভারত সরকার। এই ঘটনায় আহতদের চিকিৎসায় সহায়তার করার জন্য, ভারত সরকারের তরফ থেকে কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও বিশেষ কিছু চিকিৎসা সরঞ্জাম পাঠানো হচ্ছে।
বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি সমবেদনা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বাংলাদেশ সরকারকে আশ্বস্ত করে জানিয়েছেন অগ্নিদগ্ধদের সঠিক চিকিৎসা করার জন্য ভারতীয় চিকিৎসকদের দল পৌছে যাবে সেখানে। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনের পক্ষ থেকে এই খবরটি নিশ্চিত করা হয়েছে। তিনি আরও জানিয়েছেন, ভারতীয় চিকিৎসকের দল খুব শীঘ্রই বাংলাদেশে গিয়ে পৌছোবে।
গত ২১শে জুলাই এই বিমান দুর্ঘটনাটি ঘটেছিল, তখনই ভারত সরকার সম্পূর্ণ সহায়তা ও সহযোগিতা করার জানিয়েছিলেন। ভারত থেকে যে বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সদের দল ঢাকায় পৌছোবে তারা রোগীদের ভালো করে সেবা করার চেষ্টা করবে। এমনকি প্রয়োজনে ভারত থেকে চিকিৎসার জন্য আরও বেশি চিকিৎসক পাঠানো হবে বলে জানানো হয়াছে।
চিকিৎসা সংক্রান্ত সহায়তার বিষয়ে জরুরি ভিত্তিতে তথ্য চেয়ে পাঠিয়ে, বাংলাদেশ সরকারকে চিঠি দিয়েছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন। মঙ্গলবার (২২ জুলাই) ভারতের পক্ষ থেকে এই বিমান দুর্ঘটনায় হতাহতদের দ্রুত চিকিৎসা ও সাহায্য সংক্রান্ত বিষয়টি নিশ্চিত করা হয়।