০২ মে ২০২৫, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

এবার পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগ দিতে চান মেসি

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১১ অগাস্ট ২০২১, বুধবার
  • / 16

পুবের কলম, ওয়েবডেস্কঃ বার্সেলোনার জার্সিতে সেই ২০১৪-১৫ মরশুমে সর্বশেষ চ্যাম্পিয়ন্স লিগের খেতাব জিতেছিলেন মেসি। এরপর আর পারেননি। তবে এবারে তাদের সামনে একটা সুবর্ণ সুযোগ এসে গিয়েছে। এখন তিনি বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দিয়েছেন। যেখানে নেইমার, এমবাপ্পের মত বিশ্বসেরা ফুটবলার রয়েছেন। তাদেরকে সঙ্গে নিয়ে আবারও চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাটা তুলে ধরতে চান আর্জেন্টাইন ফুটবল তারকা মেসি। এদিন পিএসজির সঙ্গে চুক্তি স্বাক্ষরের পর  প্রথম আনুষ্ঠানিক সংবাদিক সম্মেলনে যোগ দেন মেসি। পাশে ছিলেন পিএসজি সভাপতি নাসের আল খেলাইফি। সংবাদিক সম্মেলনে মেসি জানান, বিশ্বের সেরা একটি দলের হয়ে খেলবেন এখন তিনি। দারুণ এক অভিজ্ঞতা নিতে মুখিয়ে রয়েছেন তিনি। এ বিষয়ে তিনি বলেন, ‘আমি অন্য যে কোনও সময়ের চেয়ে বেশি আগ্রহী এখন, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের জন্য। এটাই এখন আমার একমাত্র লক্ষ্য এবং এ জন্য আমি একটা আদর্শ জায়গা খুজে পেয়েছি।’

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

এবার পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগ দিতে চান মেসি

আপডেট : ১১ অগাস্ট ২০২১, বুধবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ বার্সেলোনার জার্সিতে সেই ২০১৪-১৫ মরশুমে সর্বশেষ চ্যাম্পিয়ন্স লিগের খেতাব জিতেছিলেন মেসি। এরপর আর পারেননি। তবে এবারে তাদের সামনে একটা সুবর্ণ সুযোগ এসে গিয়েছে। এখন তিনি বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দিয়েছেন। যেখানে নেইমার, এমবাপ্পের মত বিশ্বসেরা ফুটবলার রয়েছেন। তাদেরকে সঙ্গে নিয়ে আবারও চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাটা তুলে ধরতে চান আর্জেন্টাইন ফুটবল তারকা মেসি। এদিন পিএসজির সঙ্গে চুক্তি স্বাক্ষরের পর  প্রথম আনুষ্ঠানিক সংবাদিক সম্মেলনে যোগ দেন মেসি। পাশে ছিলেন পিএসজি সভাপতি নাসের আল খেলাইফি। সংবাদিক সম্মেলনে মেসি জানান, বিশ্বের সেরা একটি দলের হয়ে খেলবেন এখন তিনি। দারুণ এক অভিজ্ঞতা নিতে মুখিয়ে রয়েছেন তিনি। এ বিষয়ে তিনি বলেন, ‘আমি অন্য যে কোনও সময়ের চেয়ে বেশি আগ্রহী এখন, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের জন্য। এটাই এখন আমার একমাত্র লক্ষ্য এবং এ জন্য আমি একটা আদর্শ জায়গা খুজে পেয়েছি।’