খোদ রাণীর খাস তালুকে এবার মেট্রো স্টেশনের নাম বাংলায়
- আপডেট : ১২ মার্চ ২০২২, শনিবার
- / 77
পুবের কলম ওয়েবডেস্কঃ খোদ রাণীর দেশের টিউব রেল বা মেট্রোরেল স্টেশনে বাংলা হরফে জ্বলজ্বল করছে নাম।পূর্ব লন্ডনের বাংলাদেশী অধ্যুষিত এক এলাকার মেট্রো রেলস্টেশনের নাম লেখা হয়েছে বাংলায়। শুক্রবার থেকে ব্যস্ততম হোয়াইটচ্যাপেল স্টেশনটির নাম ইংরেজির পাশাপাশি বাংলা অক্ষরেও শোভা পাচ্ছে।
হোয়াইটচ্যাপেল স্টেশনের নামটি বাংলায় লেখার সিদ্ধান্ত নেয় ট্রান্সফোর্ড ফর লন্ডন অথরিটি (টিএফএল)। লন্ডনের ব্যস্ততম এই এলাকার স্টেশনটির নাম বাংলায় লেখার বিষয়টিকে অত্যন্ত গৌরবের বলে মনে করছেন প্রবাসীরা।
দীর্ঘদিন ধরেই প্রবাসী বাঙালিদের দাবি ছিল হোয়াইটচ্যাপেল স্টেশনটির নাম বাংলায় করা হোক।লন্ডনের ট্রান্সফোর্ড ফর লন্ডন অথরিটির (টিএফএল) পক্ষ থেকে এই স্টেশনের নাম ইংরেজির পাশাপাশি বাংলায় লেখার সিদ্ধান্ত নিন।




















































