০২ জানুয়ারী ২০২৬, শুক্রবার, ১৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

খোদ রাণীর খাস তালুকে এবার মেট্রো স্টেশনের নাম বাংলায়

 

পুবের কলম ওয়েবডেস্কঃ খোদ রাণীর দেশের টিউব রেল বা মেট্রোরেল স্টেশনে বাংলা হরফে জ্বলজ্বল করছে নাম।পূর্ব লন্ডনের বাংলাদেশী অধ্যুষিত এক এলাকার মেট্রো রেলস্টেশনের নাম লেখা হয়েছে বাংলায়। শুক্রবার থেকে ব্যস্ততম হোয়াইটচ্যাপেল স্টেশনটির নাম ইংরেজির পাশাপাশি বাংলা অক্ষরেও শোভা পাচ্ছে।খোদ রাণীর খাস তালুকে এবার মেট্রো স্টেশনের নাম বাংলায়

আরও পড়ুন: গাজা যুদ্ধ বন্ধের দাবিতে ইউরোপজুড়ে তুমুল বিক্ষোভ, লন্ডনে ৫০০ গ্রেফতার

হোয়াইটচ্যাপেল স্টেশনের নামটি বাংলায় লেখার সিদ্ধান্ত নেয় ট্রান্সফোর্ড ফর লন্ডন অথরিটি (টিএফএল)। লন্ডনের ব্যস্ততম এই এলাকার স্টেশনটির নাম বাংলায় লেখার বিষয়টিকে অত্যন্ত গৌরবের বলে মনে করছেন প্রবাসীরা।

আরও পড়ুন: এশিয়ার কালো টাকার নিরাপদ আশ্রয় লন্ডন!

দীর্ঘদিন ধরেই প্রবাসী বাঙালিদের দাবি ছিল হোয়াইটচ্যাপেল স্টেশনটির নাম বাংলায় করা হোক।লন্ডনের ট্রান্সফোর্ড ফর লন্ডন অথরিটির (টিএফএল) পক্ষ থেকে এই স্টেশনের নাম ইংরেজির পাশাপাশি বাংলায় লেখার সিদ্ধান্ত নিন।

আরও পড়ুন: কাটল জমিজট, খিদিরপুর স্টেশন তৈরিতে জমি দিল রাজ্য সরকার 

 

 

সর্বধিক পাঠিত

রাশিয়ায় আছড়ে পড়ল ইউক্রেনীয় ড্রোন, হামলা নিহত ২৪ জন নাগরিক

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

খোদ রাণীর খাস তালুকে এবার মেট্রো স্টেশনের নাম বাংলায়

আপডেট : ১২ মার্চ ২০২২, শনিবার

 

পুবের কলম ওয়েবডেস্কঃ খোদ রাণীর দেশের টিউব রেল বা মেট্রোরেল স্টেশনে বাংলা হরফে জ্বলজ্বল করছে নাম।পূর্ব লন্ডনের বাংলাদেশী অধ্যুষিত এক এলাকার মেট্রো রেলস্টেশনের নাম লেখা হয়েছে বাংলায়। শুক্রবার থেকে ব্যস্ততম হোয়াইটচ্যাপেল স্টেশনটির নাম ইংরেজির পাশাপাশি বাংলা অক্ষরেও শোভা পাচ্ছে।খোদ রাণীর খাস তালুকে এবার মেট্রো স্টেশনের নাম বাংলায়

আরও পড়ুন: গাজা যুদ্ধ বন্ধের দাবিতে ইউরোপজুড়ে তুমুল বিক্ষোভ, লন্ডনে ৫০০ গ্রেফতার

হোয়াইটচ্যাপেল স্টেশনের নামটি বাংলায় লেখার সিদ্ধান্ত নেয় ট্রান্সফোর্ড ফর লন্ডন অথরিটি (টিএফএল)। লন্ডনের ব্যস্ততম এই এলাকার স্টেশনটির নাম বাংলায় লেখার বিষয়টিকে অত্যন্ত গৌরবের বলে মনে করছেন প্রবাসীরা।

আরও পড়ুন: এশিয়ার কালো টাকার নিরাপদ আশ্রয় লন্ডন!

দীর্ঘদিন ধরেই প্রবাসী বাঙালিদের দাবি ছিল হোয়াইটচ্যাপেল স্টেশনটির নাম বাংলায় করা হোক।লন্ডনের ট্রান্সফোর্ড ফর লন্ডন অথরিটির (টিএফএল) পক্ষ থেকে এই স্টেশনের নাম ইংরেজির পাশাপাশি বাংলায় লেখার সিদ্ধান্ত নিন।

আরও পড়ুন: কাটল জমিজট, খিদিরপুর স্টেশন তৈরিতে জমি দিল রাজ্য সরকার