০১ অগাস্ট ২০২৫, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

এবার কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে চলেছে জুম, ইবে!  এক ধাক্কায় চাকরি খোয়াবে হাজার হাজার কর্মী

ইমামা খাতুন
  • আপডেট : ৮ ফেব্রুয়ারী ২০২৩, বুধবার
  • / 99

পুবের কলম ওয়েবডেস্ক: বিশ্ব জুড়ে কর্মী ছাঁটাই প্রক্রিয়া অব্যাহত। টেক কোম্পানি  থেকে শুরু করে অনলাইন খাবার ডেলিভারি  সংস্থা সকলেই কমিয়ে ফেলছে তাদের কর্মী সংখ্যা। রাতারাতি বেকার হয়ে পড়েছেন হাজার হাজার কর্মী। এবার সেই তালিকায় নাম লেখালো জনপ্রিয় ভিডিও কলিং প্রদানকারী সংস্থা ‘জুম’  ও  বিশ্বের অন্যতম ই কমার্স সেক্টর ‘ইবে’। আগেই শোনা গিয়েছিল ১৩০০ কর্মী ছাঁটাই করছে জুম। যা কোম্পানির ১৫ শতাংশ। এবার ই কমার্স সেক্টরের কর্মীরা ছাঁটাইয়ের আশঙ্কার প্রহর গুনছে। সূত্রের খবর অনুসারে, প্রায় ৫০০ জন কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে এই সংস্থা যা কোম্পানির ৪ শতাংশ।

কর্মী ছাঁটাই প্রসঙ্গে সংস্থাগুলির নির্মাতারা জানিয়েছেন, কোম্পানির ব্যবসা কমেছে। এছাড়া বিশ্ব জুড়ে আর্থিক পরিস্থিতির কথা ভেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়া  মূল্যবৃদ্ধির জেরে খরচ কমাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চাকরি থেকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিলেও, ছাঁটাই হতে চলা কর্মীদের কঠোর পরিশ্রমী বলে উল্লেখ করেছেন সংস্থার নির্মাতারা।

আরও পড়ুন: ধ্বংস হবে কলকাতা, ৬১ হাজার কিমি বেগে ধেয়ে আসছে এই গ্রহাণু!

আরও পড়ুন: ৫ বছর আইনি লড়াই করার পর শিক্ষকতায় চাকরি পেলেন ১৫ জন

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

এবার কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে চলেছে জুম, ইবে!  এক ধাক্কায় চাকরি খোয়াবে হাজার হাজার কর্মী

আপডেট : ৮ ফেব্রুয়ারী ২০২৩, বুধবার

পুবের কলম ওয়েবডেস্ক: বিশ্ব জুড়ে কর্মী ছাঁটাই প্রক্রিয়া অব্যাহত। টেক কোম্পানি  থেকে শুরু করে অনলাইন খাবার ডেলিভারি  সংস্থা সকলেই কমিয়ে ফেলছে তাদের কর্মী সংখ্যা। রাতারাতি বেকার হয়ে পড়েছেন হাজার হাজার কর্মী। এবার সেই তালিকায় নাম লেখালো জনপ্রিয় ভিডিও কলিং প্রদানকারী সংস্থা ‘জুম’  ও  বিশ্বের অন্যতম ই কমার্স সেক্টর ‘ইবে’। আগেই শোনা গিয়েছিল ১৩০০ কর্মী ছাঁটাই করছে জুম। যা কোম্পানির ১৫ শতাংশ। এবার ই কমার্স সেক্টরের কর্মীরা ছাঁটাইয়ের আশঙ্কার প্রহর গুনছে। সূত্রের খবর অনুসারে, প্রায় ৫০০ জন কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে এই সংস্থা যা কোম্পানির ৪ শতাংশ।

কর্মী ছাঁটাই প্রসঙ্গে সংস্থাগুলির নির্মাতারা জানিয়েছেন, কোম্পানির ব্যবসা কমেছে। এছাড়া বিশ্ব জুড়ে আর্থিক পরিস্থিতির কথা ভেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়া  মূল্যবৃদ্ধির জেরে খরচ কমাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চাকরি থেকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিলেও, ছাঁটাই হতে চলা কর্মীদের কঠোর পরিশ্রমী বলে উল্লেখ করেছেন সংস্থার নির্মাতারা।

আরও পড়ুন: ধ্বংস হবে কলকাতা, ৬১ হাজার কিমি বেগে ধেয়ে আসছে এই গ্রহাণু!

আরও পড়ুন: ৫ বছর আইনি লড়াই করার পর শিক্ষকতায় চাকরি পেলেন ১৫ জন