তিন লক্ষ ভোট লিড পাবো, শাসনের সভা থেকে আসা প্রকাশ হাজী নুরুলের

- আপডেট : ১৮ মে ২০২৪, শনিবার
- / 0
রফিকুল হাসান, শাসন: মানুষ উন্নয়ন দেখে ভোট দেবে। ভোটের সময় অশান্তি করে মানুষের মন জেতা যায় না। এবার লোকসভা ভোটে আড়াই থেকে তিন লক্ষ ভোট লিড পাবো। এমনটাই আশা প্রকাশ করলেন বসিরহাট লোকসভার তৃণমূল প্রার্থী হাজী নুরুল ইসলাম। শনিবার শাসনে পদযাত্রা করে তৃণমূল। এই পদযাত্রায় পা মেলান বসিরহাটের তৃণমূল প্রার্থী হাজী নুরুল ইসলাম, জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ, বারাসাত দুই ব্লক তৃণমূলের সভাপতি শম্ভু ঘোষ, বারাসাত দুই পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা বিবি, প্রাক্তন সভাপতি ইফতিখার উদ্দিন, জেলা পরিষদের সদস্য সাবিনা খাতুন, শাসন গ্রাম পঞ্চায়েত এর প্রধান মৌসুমী ঘোষ, উপপ্রধান জিয়াউল ইসলাম সহ অন্যান্যরা। এদিন পদযাত্রা শেষে বৃষ্টি মাথায় পথসভা করে তৃণমূল।
এদিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাজী নুরুল ইসলাম বলেন, জয় শুধু সময়ের অপেক্ষা। কত ভোটে লিড পাবো সেটা নিজে মুখে না বলায় ভালো, তবুও যেভাবে মানুষজনের সাড়া পাচ্ছি তাতে আড়াই থেকে তিন লক্ষ ভোট লিড পাবো বলে তিনি আশাব্যক্ত করেন। পাশাপাশি শাসনে তৃণমূলের পার্টি অফিস ভাঙ্গা প্রসঙ্গে তিনি বলেন, কিছু সমাজবিরোধী আইএসএফ এর নাম করে শান্ত শাসনকে অশান্ত করছে। প্রশাসনের উপর আস্থা আছে তাঁরা দেখবে। একেএম ফারহাদ তাঁর বক্তব্যে হাজী নুরুল ইসলামকে জিতিয়ে ফের এমপি করার আহ্বান জানান সকলের কাছে। শাসন গ্রাম পঞ্চায়েত এর উপপ্রধান জিয়াউল ইসলাম বলেন, শাসন সহ গোটা বারাসাত দুই ব্লক থেকে আমরা হাজী নুরুল ইসলামকে সবচেয়ে বেশি ভোট লিড দেবো।