পুবের কলম, ওয়েবডেস্ক: ফের বিমানে বোমা হামলার হুমকি। তিনটি বিমানে বোমা হামলার হুমকি দিয়ে ইমেল পাঠানো হয়েছে। সূত্রের খবর, রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে দুটি আন্তর্জাতিক বিমানসহ তিনটি বিমানে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। রবিবার গভীর রাতে বিমানবন্দরটি হিথ্রো থেকে ব্রিটিশ এয়ারওয়েজের (বিএ ২৭৭), ফ্রাঙ্কফুর্ট থেকে লুফথানসার (এলএইচ ৭৫২) এবং কান্নুর থেকে ইন্ডিগোর ৬ ই ৭১৭৮ কে লক্ষ্য করে ইমেল করা হয়েছিল।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, সব ফ্লাইট নিরাপদে অবতরণ করেছে। সোমবার ভোরে দুটি আন্তর্জাতিক ফ্লাইট এখানে অবতরণ করে। তিনটি বিমানের জন্য স্ট্যান্ডার্ড সেফটি প্রোটোকল চালু করা হয়েছে। স্ট্যান্ডার্ড সেফটি প্রোটোকলের মধ্যে রয়েছে বিমানের আইসোলেশন, লাগেজ এবং যাত্রীদের স্ক্রিনিং, ফায়ার ইঞ্জিন প্রস্তুত রাখা এবং স্নিফার ডগ দিয়ে তল্লাশি চালানো।
উল্লেখ্য, গত সপ্তাহে আরজিআইএ দুবাই-হায়দরাবাদ এমিরেটস ফ্লাইট এবং ইন্ডিগোর মদিনা-হায়দরাবাদ এবং শারজাহ-হায়দরাবাদ ফ্লাইটে বোমা হামলার হুমকি ইমেল পাঠানো হয়েছিল। হুমকি পাওয়ার পর মদিনা-হায়দরাবাদকে আহমেদাবাদ বিমানবন্দরে ঘুরিয়ে দেওয়া হয়।





























