১২ অগাস্ট ২০২৫, মঙ্গলবার, ২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সিগনালিং এর কাজ করতে গিয়ে আর বাড়ি ফেরা হল না তিন রেলকর্মীর

সামিমা এহসানা
  • আপডেট : ২৩ জানুয়ারী ২০২৪, মঙ্গলবার
  • / 7

পুবের কলম ওয়েব ডেস্ক: ট্রেনের সিগনালিং এর সমস্যা ছিল। সেটা ঠিক করতে গিয়ে আর বাড়ি ফেরা হল না তিন রেলকর্মীর। ওয়েস্টার্ন রেলওয়ের কর্মী তারা। মুম্বই এর পালঘর জেলার ভাসাই রোড ও নাইগাঁও স্টেশনের মাঝে সিগন্যালিং এর কাজ করছিলেন ওই তিনজন। তখনই লোকাল ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় তাদের। যে লাইনে কাজ চলছিল, সেখানে কিভাবে ট্রেনের ধাক্কায় কর্মীদের প্রাণ গেল, সেকথা ভাবাচ্ছে সকলকে। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে রেলওয়ে। যে তিন কর্মী প্রাণ হারিয়েছেন, তাদের নাম বাসু মিত্র,  সোমনাথ উত্তম লাম্বুত্রে ও শচীন ওয়াংখেড়ে। দূর্ঘটনাটি ঘটে সোমবার রাত ৮.৫৫ নাগাদ।

মৃত কর্মীদের পরিবারের প্রত্যেক সদস্যকে ৫৫ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। সেই হিসেবে বাসু মিত্রের পরিবারকে মোট ১.২৪ কোটি ও অন্য দুই মৃতের পরিবারকে ৪০ লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে রেলের পক্ষ থেকে। ।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সিগনালিং এর কাজ করতে গিয়ে আর বাড়ি ফেরা হল না তিন রেলকর্মীর

আপডেট : ২৩ জানুয়ারী ২০২৪, মঙ্গলবার

পুবের কলম ওয়েব ডেস্ক: ট্রেনের সিগনালিং এর সমস্যা ছিল। সেটা ঠিক করতে গিয়ে আর বাড়ি ফেরা হল না তিন রেলকর্মীর। ওয়েস্টার্ন রেলওয়ের কর্মী তারা। মুম্বই এর পালঘর জেলার ভাসাই রোড ও নাইগাঁও স্টেশনের মাঝে সিগন্যালিং এর কাজ করছিলেন ওই তিনজন। তখনই লোকাল ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় তাদের। যে লাইনে কাজ চলছিল, সেখানে কিভাবে ট্রেনের ধাক্কায় কর্মীদের প্রাণ গেল, সেকথা ভাবাচ্ছে সকলকে। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে রেলওয়ে। যে তিন কর্মী প্রাণ হারিয়েছেন, তাদের নাম বাসু মিত্র,  সোমনাথ উত্তম লাম্বুত্রে ও শচীন ওয়াংখেড়ে। দূর্ঘটনাটি ঘটে সোমবার রাত ৮.৫৫ নাগাদ।

মৃত কর্মীদের পরিবারের প্রত্যেক সদস্যকে ৫৫ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। সেই হিসেবে বাসু মিত্রের পরিবারকে মোট ১.২৪ কোটি ও অন্য দুই মৃতের পরিবারকে ৪০ লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে রেলের পক্ষ থেকে। ।