০২ মে ২০২৫, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

   শনিবার পর্যন্ত রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টি চলবে, সপ্তাহান্তে বাড়বে তাপমাত্রা  

ইমামা খাতুন
  • আপডেট : ২৬ মে ২০২৩, শুক্রবার
  • / 17

পুবের কলম,ওয়েবডেস্ক:সকাল থেকে রোদের তেজ থাকলেও, গত কয়েক দিন ধরে জেলায় জেলায় বিকেল গড়াতেই কালো মেঘে ঘনিয়ে যাচ্ছে বাংলার আকাশ।  বৃহস্পতিবার বিকেল থেকে রাত্রি পর্যন্ত রাজ্যের একাধিক জেলায় ঝড়-বৃষ্টি হয়েছে।

 এছাড়াও, বিকেলে ঘন্টায় ৬৩ কিলোমিটার বেগে কয়েকমিনিটের কালবৈশাখীও হয়।  আজ শুক্রবার কালবৈশাখীর সম্ভাবনা অনেকটা কম বলে জানা গেছে। তবে আজ ও কাল শনিবার রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টি চলবে  বলেই হাওয়া অফিস সূত্রে খবর। তবে রবিবার থেকে ফের তাপমাত্রা বাড়বে বলে জানানো হয়।

উত্তরবঙ্গ:  উত্তরবঙ্গে তিন জেলায় আজ, শুক্রবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহার এবং কালিম্পং জেলার কিছু অংশে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দার্জিলিং ও জলপাইগুড়ি সহ পার্বত্য এলাকায়।রবিবার থেকে বাড়বে তাপমাত্রা।

দক্ষিণবঙ্গ:  দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ ও কাল বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও গতকালের পর আজ ঝড়-বৃষ্টির প্রভাব কিছুটা কম থাকবে। তবে ৩০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্ত দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।

কলকাতা: আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। বেলা বাড়লে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা সামান্য।

মহানগর ছাড়াও বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম মুর্শিদাবাদ, ঝাড়্গ্রাম সহ বঙ্গের একাধিক জেলায় শিলা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া।  শুক্র নয় শুধু, বিকেলের দিকে আবহাওয়ার পরিবর্তনে স্বস্তির পূর্বাভাস রয়েছে শনিবারেও। টানা বৃষ্টির কারণে নামবে তাপমাত্রা।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

   শনিবার পর্যন্ত রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টি চলবে, সপ্তাহান্তে বাড়বে তাপমাত্রা  

আপডেট : ২৬ মে ২০২৩, শুক্রবার

পুবের কলম,ওয়েবডেস্ক:সকাল থেকে রোদের তেজ থাকলেও, গত কয়েক দিন ধরে জেলায় জেলায় বিকেল গড়াতেই কালো মেঘে ঘনিয়ে যাচ্ছে বাংলার আকাশ।  বৃহস্পতিবার বিকেল থেকে রাত্রি পর্যন্ত রাজ্যের একাধিক জেলায় ঝড়-বৃষ্টি হয়েছে।

 এছাড়াও, বিকেলে ঘন্টায় ৬৩ কিলোমিটার বেগে কয়েকমিনিটের কালবৈশাখীও হয়।  আজ শুক্রবার কালবৈশাখীর সম্ভাবনা অনেকটা কম বলে জানা গেছে। তবে আজ ও কাল শনিবার রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টি চলবে  বলেই হাওয়া অফিস সূত্রে খবর। তবে রবিবার থেকে ফের তাপমাত্রা বাড়বে বলে জানানো হয়।

উত্তরবঙ্গ:  উত্তরবঙ্গে তিন জেলায় আজ, শুক্রবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহার এবং কালিম্পং জেলার কিছু অংশে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দার্জিলিং ও জলপাইগুড়ি সহ পার্বত্য এলাকায়।রবিবার থেকে বাড়বে তাপমাত্রা।

দক্ষিণবঙ্গ:  দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ ও কাল বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও গতকালের পর আজ ঝড়-বৃষ্টির প্রভাব কিছুটা কম থাকবে। তবে ৩০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্ত দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।

কলকাতা: আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। বেলা বাড়লে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা সামান্য।

মহানগর ছাড়াও বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম মুর্শিদাবাদ, ঝাড়্গ্রাম সহ বঙ্গের একাধিক জেলায় শিলা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া।  শুক্র নয় শুধু, বিকেলের দিকে আবহাওয়ার পরিবর্তনে স্বস্তির পূর্বাভাস রয়েছে শনিবারেও। টানা বৃষ্টির কারণে নামবে তাপমাত্রা।