২৯ অক্টোবর ২০২৫, বুধবার, ১১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
ভারত-অস্ট্রেলিয়া দু’টি ম্যাচের টিকিট শেষ
চামেলি দাস
- আপডেট : ২৬ জুন ২০২৫, বৃহস্পতিবার
- / 164
পুবের কলম ওয়েবডেস্কঃ ভারত-অস্ট্রেলিয়ার মধ্যে আয়োজিত হতে চলা ওয়ানডে ও টি-২০ ক্রিকেট সিরিজের দুটি ম্যাচের টিকিট পুরোপুরি বিক্রি হয়ে গিয়েছে। অক্টোবরে ভারত যাবে অস্ট্রেলিয়ায়ার মাটিতে। আর এই সময়টায় তিনটি ওয়ানডে খেলবে ভারত ও অস্ট্রেলিয়ায়া। যার প্রথমটি আয়োজিত হবে পারথে।
দ্বিতীয় ওয়ানডে অ্যাডিলেডে ও তৃতীয় ওয়ানডে আয়োজিত হতে চলেছে সিডনিতে। আর সেই সিরিজের সিডনি ওয়ানডের টিকিট মাত্র দুসপ্তাহের মধ্যে পুরোপুরি বিক্রি হয়ে গিয়েছে। তার মধ্যে ভারতীয় ফ্যান ক্লাব কিনেছে প্রায় ১৬ শতাংশ টিকিট। শুধু সিডনির ওয়ানডে নয়,মানুকা ওভালে আয়োজিত হতে চলা প্রথম টি-২০ ম্যাচের টিকিটওসব বিক্রি হয়ে গিয়েছে। ক্রিকেট অস্ট্রেলিয়ায়ার ইভেন্ট ম্যানেডার কোয়েল মরিসন জানিয়েছেন, ‘দীর্ঘ সময় বাদে অস্ট্রেলিয়ায়ার মাটিতে ওয়ানডে খেলছে ভারত। তাও আবার সিডনিতে। তাই এই সুযোগ উে হাতছাড়া করতে চান নি। টিকিট বিক্রি শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই তা শেষও হয়ে গিয়েছে।’
Tag :
odi india australia




























