১৯ জুন ২০২৫, বৃহস্পতিবার, ৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

১৫ বছর পর বাড়লো সুন্দরবনের বাঘের সংখ্যা

সুস্মিতা
  • আপডেট : ৫ মার্চ ২০২৫, বুধবার
  • / 637

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, সুন্দরবন : ১৫ বছর পর বাড়লো সুন্দরবনের দক্ষিন রায়ের সংখ্যা।বিগতকয়েক দিন ধরে সুন্দরবনের লোকালয় থেকে শুরু করে সুন্দরবনে ঘুরতে আসা পর্যটকরা বাঘের দেখা পায়।মৈপীঠের লোকালয়ে এমনকি বাড়ির উঠোনে বাঘ ঢুকে পড়ছে, সেই খবর বারবার শিরোনামে উঠে এসেছে। বাঘ ধরতে গিয়ে মৈপীঠে বন কর্মীরা বাঘের থাবায় আঘাতও পেয়েছে। শেষে সব রকম খোঁজ নিয়ে দেখা যায় এই উপদ্রবের কারণ আসলে বাঘের সংখ্যা বেড়েছে। গত ১৫ বছরে রয়‍্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা বেড়েছে ২৮ টি।২০২৫ সালের ব্যাঘ্র শুমারির রিপোর্টে এই খবর প্রকাশ্যে এসেছে। এতে দেখা যাচ্ছে, সুন্দরবনে বাঘের সংখ্যা পেরলো ১০০। ২০১০সালে বাঘ ছিল ৭৪ টি। ২০২৫-এ তা বেড়ে হল ১০২। তার মধ্যে সুন্দরবনেই ১০১টি। রাজ্যের বন দফতরের প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা বলেন, সুন্দরবনের জঙ্গল বেড়েছে। ফলে বাঘের সংখ্যা ও ক্রমশ বাড়ছে। ২০২৫ সালের ব্যাঘ্র গণনা অনুযায়ী বাংলায় বাঘের সংখ্যা ১০২।কিন্তু বাঘ বাড়লেও খাদ্যের সংস্থান কমে যাওয়ার খাদ্যের টানে বারবার লোকালয়ে চলে আসছে এই দক্ষিন রায় বলে মনে করছেন বন্যপ্রেমীরা।

আরও পড়ুন: অবশেষে কুলতলিতে খাঁচা বন্দি সুন্দরবনের বাঘ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

১৫ বছর পর বাড়লো সুন্দরবনের বাঘের সংখ্যা

আপডেট : ৫ মার্চ ২০২৫, বুধবার

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, সুন্দরবন : ১৫ বছর পর বাড়লো সুন্দরবনের দক্ষিন রায়ের সংখ্যা।বিগতকয়েক দিন ধরে সুন্দরবনের লোকালয় থেকে শুরু করে সুন্দরবনে ঘুরতে আসা পর্যটকরা বাঘের দেখা পায়।মৈপীঠের লোকালয়ে এমনকি বাড়ির উঠোনে বাঘ ঢুকে পড়ছে, সেই খবর বারবার শিরোনামে উঠে এসেছে। বাঘ ধরতে গিয়ে মৈপীঠে বন কর্মীরা বাঘের থাবায় আঘাতও পেয়েছে। শেষে সব রকম খোঁজ নিয়ে দেখা যায় এই উপদ্রবের কারণ আসলে বাঘের সংখ্যা বেড়েছে। গত ১৫ বছরে রয়‍্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা বেড়েছে ২৮ টি।২০২৫ সালের ব্যাঘ্র শুমারির রিপোর্টে এই খবর প্রকাশ্যে এসেছে। এতে দেখা যাচ্ছে, সুন্দরবনে বাঘের সংখ্যা পেরলো ১০০। ২০১০সালে বাঘ ছিল ৭৪ টি। ২০২৫-এ তা বেড়ে হল ১০২। তার মধ্যে সুন্দরবনেই ১০১টি। রাজ্যের বন দফতরের প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা বলেন, সুন্দরবনের জঙ্গল বেড়েছে। ফলে বাঘের সংখ্যা ও ক্রমশ বাড়ছে। ২০২৫ সালের ব্যাঘ্র গণনা অনুযায়ী বাংলায় বাঘের সংখ্যা ১০২।কিন্তু বাঘ বাড়লেও খাদ্যের সংস্থান কমে যাওয়ার খাদ্যের টানে বারবার লোকালয়ে চলে আসছে এই দক্ষিন রায় বলে মনে করছেন বন্যপ্রেমীরা।

আরও পড়ুন: অবশেষে কুলতলিতে খাঁচা বন্দি সুন্দরবনের বাঘ