বাংলাভাষী নির্যাতনের প্রতিবাদে টাকিতে মহা মিছিল তৃণমূল কংগ্রেসের

- আপডেট : ৩ অগাস্ট ২০২৫, রবিবার
- / 23
ইনামুল হক, বসিরহাট : ভিন রাজ্যে বাংলাভাষীদের বাংলাদেশী দাগিয়ে অপমান অত্যাচার ও খুনের প্রতিবাদে টাকিতে তৃণমূল কংগ্রেসের মহা মিছিল হল রবিবার।
উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার, বসিরহাট ১ নম্বর ব্লক ও টাকি পৌরসভার বসিরহাট দক্ষিণের বিধায়ক ড. সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়, উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শাহানুর মন্ডল, টাকি পৌরসভার ভাইস চেয়ারম্যান ফারুক গাজী, চেয়ারম্যান সোমনাথ মুখোপাধ্যায়ের নেতৃত্বে হাসনাবাদের বনবিবি সেতু থেকে টাকী রাজবাড়ি ঘাট পর্যন্ত এক মহা মিছিলের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস।
যেভাবে ভিন রাজ্যে বাংলা পরিযায়ী শ্রমিক খুন হেনস্থা ও অত্যাচারের পাশাপাশি বাংলাভাষীদের বাংলাদেশী বলে দাগিয়ে দেওয়া ও অপমান করা হচ্ছে। তারই প্রতিবাদে এই মহা মিছিলে প্রত্যেকের হাতে প্ল্যাকার্ড, ফেস্টুন, ব্যানার নিয়ে পদযাত্রার মধ্য দিয়ে প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে পর্যন্ত লাগাতার এই প্রতিবাদ আন্দোলন কর্মসূচি চলবে বলে জানিয়েছেন তৃণমূল নেতৃত্ব।