০৮ নভেম্বর ২০২৫, শনিবার, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আগরতলায় হামলার প্রতিবাদে ত্রিপুরায় পাঁচ সদস্যের প্রতিনিধি দল পাঠাচ্ছে তৃণমূল

মোক্তার হোসেন মন্ডল
  • আপডেট : ৮ অক্টোবর ২০২৫, বুধবার
  • / 203

পুবের কলম ওয়েবডেস্ক: ত্রিপুরায় তৃণমূল কংগ্রেস কার্যালয়ে দুষ্কৃতীদের হামলার ঘটনায় রাজ্যজুড়ে তীব্র প্রতিক্রিয়া ছড়িয়েছে। এই ঘটনার প্রতিবাদে বুধবার সকালে কলকাতা থেকে ত্রিপুরার উদ্দেশে রওনা দেয় তৃণমূলের পাঁচ সদস্যের প্রতিনিধি দল। দলে রয়েছেন কুণাল ঘোষ, সায়নী ঘোষ, সুদীপ রাহা-সহ শীর্ষ নেতারা।

রওনা দেওয়ার আগে কলকাতা বিমানবন্দরে কুণাল ঘোষ বলেন, “অতীতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে হামলা হয়েছে। এবারও নানা হুমকি আসছে, কিন্তু ভয় পাবে না তৃণমূল।” সায়নী ঘোষের বক্তব্য, “ত্রিপুরার কর্মীদের পাশে আমরা ছিলাম, আছি, থাকব। এভাবে দমানো যাবে না।”

উল্লেখ্য, মঙ্গলবার আগরতলার তৃণমূল কার্যালয়ে দুষ্কৃতীরা ভাঙচুর চালায়। তৃণমূলের অভিযোগ, এই হামলার নেপথ্যে বিজেপি। এক্স হ্যান্ডেলে দল জানায়, “এটা গণতন্ত্রের ওপর সরাসরি আঘাত, বিজেপি তাদের ভয় ও নৈতিক দেউলিয়াত্বের পরিচয় দিচ্ছে।”

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আগরতলায় হামলার প্রতিবাদে ত্রিপুরায় পাঁচ সদস্যের প্রতিনিধি দল পাঠাচ্ছে তৃণমূল

আপডেট : ৮ অক্টোবর ২০২৫, বুধবার

পুবের কলম ওয়েবডেস্ক: ত্রিপুরায় তৃণমূল কংগ্রেস কার্যালয়ে দুষ্কৃতীদের হামলার ঘটনায় রাজ্যজুড়ে তীব্র প্রতিক্রিয়া ছড়িয়েছে। এই ঘটনার প্রতিবাদে বুধবার সকালে কলকাতা থেকে ত্রিপুরার উদ্দেশে রওনা দেয় তৃণমূলের পাঁচ সদস্যের প্রতিনিধি দল। দলে রয়েছেন কুণাল ঘোষ, সায়নী ঘোষ, সুদীপ রাহা-সহ শীর্ষ নেতারা।

রওনা দেওয়ার আগে কলকাতা বিমানবন্দরে কুণাল ঘোষ বলেন, “অতীতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে হামলা হয়েছে। এবারও নানা হুমকি আসছে, কিন্তু ভয় পাবে না তৃণমূল।” সায়নী ঘোষের বক্তব্য, “ত্রিপুরার কর্মীদের পাশে আমরা ছিলাম, আছি, থাকব। এভাবে দমানো যাবে না।”

উল্লেখ্য, মঙ্গলবার আগরতলার তৃণমূল কার্যালয়ে দুষ্কৃতীরা ভাঙচুর চালায়। তৃণমূলের অভিযোগ, এই হামলার নেপথ্যে বিজেপি। এক্স হ্যান্ডেলে দল জানায়, “এটা গণতন্ত্রের ওপর সরাসরি আঘাত, বিজেপি তাদের ভয় ও নৈতিক দেউলিয়াত্বের পরিচয় দিচ্ছে।”