১৯ জুলাই ২০২৫, শনিবার, ৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

কালীগঞ্জে সুবজ ঝড়! উচ্ছ্বসিত তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়

চামেলি দাস
  • আপডেট : ২৩ জুন ২০২৫, সোমবার
  • / 153

পুবের কলম ওয়েবডেস্ক: কালীগঞ্জের উপনির্বাচনে ফের সবুজ ঝড়। ৪৭ হাজারের বেশি ব্যবধানে নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থীকে পরাজিত করেন প্রয়াত বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের মেয়ে আলিফা আহমেদ। কালীগঞ্জের জয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডলে পোস্ট করে মা-মাটি-মানুষকে কৃতজ্ঞতা জানিয়েছেন মমতা। পাশাপাশি এই জয় প্রয়াত বিধায়ক নাসিরুদ্দিন আহমেদকে স্মরণ করে উৎসর্গ করেছেন মা-মাটি-মানুষকে।

 

আরও পড়ুন: ভিনরাজ্যে বাঙালিদের হেনস্তার প্রতিবাদে আজ পথে নামছেন মমতা-অভিষেক

কালীগঞ্জের তৃণমূল বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের মৃত্যুতে গত ১৯ জুন উপনির্বাচন হয়। সোমবার প্রকাশিত হয় ফল। গণনার শুরু থেকেই এগিয়ে ছিলেন তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ। অষ্টাদশ রাউন্ডের পরই দেখা যায়, ২০২১-এর বিধানসভা নির্বাচনে প্রয়াত বিধায়কের ব্যবধান ছাপিয়ে গিয়েছেন তাঁর মেয়ে আলিফা। সবুজ আবির উড়িয়ে অকাল দোল শুরু হয় কালীগঞ্জে।

আরও পড়ুন: কলকাতার ইসকনে মুখ্যমন্ত্রী, আরতি করলেন তিনি

কালীগঞ্জের উপনির্বাচনের জয় নিয়ে এক্স হ্যান্ডলে পোস্ট করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, “কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে এলাকার সব ধর্ম, সব বর্ণ, সব জাতি এবং সর্বস্তরের মানুষ তাঁদের ভোটাধিকার প্রয়োগ করে আমাদের বিপুলভাবে আশীর্বাদ করেছেন। আমি নতমস্তকে তাঁদের আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। এই জয়ের প্রধান কারিগর মা-মাটি-মানুষ।
আমার কালীগঞ্জের সহকর্মীরা এর জন্য প্রাণপাত পরিশ্রম করেছেন। তাঁদেরও আমি আমি আমার আন্তরিক অভিনন্দন জানাই। সবার জন্য রইল আমার প্রণাম ও সালাম। প্রয়াত বিধায়ক নাসিরুদ্দিন আহমেদকে স্মরণ করে আমি এই জয় বাংলার মা-মাটি-মানুষকে উৎসর্গ করছি।”

আরও পড়ুন: ধান উৎপাদনে দেশের মধ্যে শীর্ষে বাংলা, কৃষকদের শুভেচ্ছা জানিয়ে বার্তা মুখ্যমন্ত্রীর

বছর গড়ালেই বিধানসভা নির্বাচন। তার আগে কালীগঞ্জ উপনির্বাচনের জয় কার্যত অ্যাসিড টেস্ট শাসক, বিরোধী সব শিবিরের কাছেই। প্রয়াত বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের যোগ্য মেয়ে হিসেবে ভরসা রেখেছেন আলিফা আহমেদ। কমিশন সূত্রে খবর, আলিফার প্রাপ্ত ভোট ১ লক্ষ ২,১৭৯। যা  ২০২১-এর ব্যবধানের চেয়ে বেশি। ছাব্বিশের আগে এই জয় ঘাসফুল শিবিরে  অক্সিজেন জোগাল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কালীগঞ্জে সুবজ ঝড়! উচ্ছ্বসিত তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়

আপডেট : ২৩ জুন ২০২৫, সোমবার

পুবের কলম ওয়েবডেস্ক: কালীগঞ্জের উপনির্বাচনে ফের সবুজ ঝড়। ৪৭ হাজারের বেশি ব্যবধানে নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থীকে পরাজিত করেন প্রয়াত বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের মেয়ে আলিফা আহমেদ। কালীগঞ্জের জয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডলে পোস্ট করে মা-মাটি-মানুষকে কৃতজ্ঞতা জানিয়েছেন মমতা। পাশাপাশি এই জয় প্রয়াত বিধায়ক নাসিরুদ্দিন আহমেদকে স্মরণ করে উৎসর্গ করেছেন মা-মাটি-মানুষকে।

 

আরও পড়ুন: ভিনরাজ্যে বাঙালিদের হেনস্তার প্রতিবাদে আজ পথে নামছেন মমতা-অভিষেক

কালীগঞ্জের তৃণমূল বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের মৃত্যুতে গত ১৯ জুন উপনির্বাচন হয়। সোমবার প্রকাশিত হয় ফল। গণনার শুরু থেকেই এগিয়ে ছিলেন তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ। অষ্টাদশ রাউন্ডের পরই দেখা যায়, ২০২১-এর বিধানসভা নির্বাচনে প্রয়াত বিধায়কের ব্যবধান ছাপিয়ে গিয়েছেন তাঁর মেয়ে আলিফা। সবুজ আবির উড়িয়ে অকাল দোল শুরু হয় কালীগঞ্জে।

আরও পড়ুন: কলকাতার ইসকনে মুখ্যমন্ত্রী, আরতি করলেন তিনি

কালীগঞ্জের উপনির্বাচনের জয় নিয়ে এক্স হ্যান্ডলে পোস্ট করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, “কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে এলাকার সব ধর্ম, সব বর্ণ, সব জাতি এবং সর্বস্তরের মানুষ তাঁদের ভোটাধিকার প্রয়োগ করে আমাদের বিপুলভাবে আশীর্বাদ করেছেন। আমি নতমস্তকে তাঁদের আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। এই জয়ের প্রধান কারিগর মা-মাটি-মানুষ।
আমার কালীগঞ্জের সহকর্মীরা এর জন্য প্রাণপাত পরিশ্রম করেছেন। তাঁদেরও আমি আমি আমার আন্তরিক অভিনন্দন জানাই। সবার জন্য রইল আমার প্রণাম ও সালাম। প্রয়াত বিধায়ক নাসিরুদ্দিন আহমেদকে স্মরণ করে আমি এই জয় বাংলার মা-মাটি-মানুষকে উৎসর্গ করছি।”

আরও পড়ুন: ধান উৎপাদনে দেশের মধ্যে শীর্ষে বাংলা, কৃষকদের শুভেচ্ছা জানিয়ে বার্তা মুখ্যমন্ত্রীর

বছর গড়ালেই বিধানসভা নির্বাচন। তার আগে কালীগঞ্জ উপনির্বাচনের জয় কার্যত অ্যাসিড টেস্ট শাসক, বিরোধী সব শিবিরের কাছেই। প্রয়াত বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের যোগ্য মেয়ে হিসেবে ভরসা রেখেছেন আলিফা আহমেদ। কমিশন সূত্রে খবর, আলিফার প্রাপ্ত ভোট ১ লক্ষ ২,১৭৯। যা  ২০২১-এর ব্যবধানের চেয়ে বেশি। ছাব্বিশের আগে এই জয় ঘাসফুল শিবিরে  অক্সিজেন জোগাল বলেই মনে করছে রাজনৈতিক মহল।