০৭ অগাস্ট ২০২৫, বৃহস্পতিবার, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

নির্লজ্জভাবে ভোটারদের অধিকার কাড়তে উদ্যত কমিশন : অভিষেক বন্দ্যোপাধ্যায়

ইমামা খাতুন
  • আপডেট : ৭ অগাস্ট ২০২৫, বৃহস্পতিবার
  • / 17

বিশেষ প্রতিনিধি : তৃণমূল এর লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন। সাংবাদিকদের কাছে তিনি বলেন, সাংবিধানিক নিরপেক্ষতার সঙ্গে আপস করে কমিশন প্রকৃত ভোটদাতাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করতে চাইছে।

 

আরও পড়ুন: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘সেবাশ্রয়’ মডেল এবার বসিরহাটে

বৃহস্পতিবার অভিষেক দিল্লি রওনা হন কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বাড়িতে এক নৈশভোজের আসরে কমিশনের বিশেষ ভোটার তালিকা সংশোধন নিয়ে আলোচনা করতে। যাওয়ার আগে তিনি সাংবাদিকদের বলেন, উপরাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী দলগুলির তরফে সম্মিলিত ভাবে কাউকে প্রার্থী করার ব্যাপারেও কথা হবে। নির্বাচন কমিশন প্রসঙ্গে তিনি বলেন, কমিশনকে বুঝতে হবে যে এটি এক নিরপেক্ষ এবং পক্ষপাতিত্বমুক্ত প্রতিষ্ঠান।

আরও পড়ুন: সাধারণ মানুষের পাশে দাঁড়ানোই তৃণমূলের আসল রাজনীতি: অভিষেক

 

আরও পড়ুন: লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়

সংবিধানে যেভাবে বলা হয়েছে সেভাবেই কমিশনকে কাজ করতে হবে। কিন্তু তা না করে কমিশন বৈধ ভোটদাতাদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিতে নির্লজ্জ এবং সক্রিয় ভাবে কাজ করে চলেছে। গতকালই একটা খবর দেখলাম, ডোনাল্ড ট্রাম্পের নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু করা হয়েছে। সাংবাদিকদের তিনি বলেন, আমাদের প্রশ্ন না করে কমিশনকে এই বিষয়ে প্রশ্ন করুন।

 

কীকরে এটা হয়? অভিষেক বলেন, বিজেপি কমিশনকে ব্যবহার করে যারা প্রতিষ্ঠিত বাঙালি, বাংলায় কথা বলেন, পশ্চিমবঙ্গে বাস করেন তাঁদের ভোটাধিকার থেকে বঞ্চিত করতে চাইছে। কমিশন নিজের এক্তিয়ারের বাইরে গিয়ে কাজ করছে। পশ্চিমবঙ্গে এক নির্বাচিত সরকার রয়েছে।

 

২০২১ সালে ১২ কোটি মানুষ ভোট দিয়ে এই সরকারকে ক্ষমতাসীন করেছে। সরকার ওই ১২ কোটি মানুষের স্বার্থ দেখতে দায়বদ্ধ, কোনও রাজনৈতিক দল বা কেন্দ্রীয় সরকারের কাছে এই সরকারের কোনও দায় নেই।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নির্লজ্জভাবে ভোটারদের অধিকার কাড়তে উদ্যত কমিশন : অভিষেক বন্দ্যোপাধ্যায়

আপডেট : ৭ অগাস্ট ২০২৫, বৃহস্পতিবার

বিশেষ প্রতিনিধি : তৃণমূল এর লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন। সাংবাদিকদের কাছে তিনি বলেন, সাংবিধানিক নিরপেক্ষতার সঙ্গে আপস করে কমিশন প্রকৃত ভোটদাতাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করতে চাইছে।

 

আরও পড়ুন: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘সেবাশ্রয়’ মডেল এবার বসিরহাটে

বৃহস্পতিবার অভিষেক দিল্লি রওনা হন কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বাড়িতে এক নৈশভোজের আসরে কমিশনের বিশেষ ভোটার তালিকা সংশোধন নিয়ে আলোচনা করতে। যাওয়ার আগে তিনি সাংবাদিকদের বলেন, উপরাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী দলগুলির তরফে সম্মিলিত ভাবে কাউকে প্রার্থী করার ব্যাপারেও কথা হবে। নির্বাচন কমিশন প্রসঙ্গে তিনি বলেন, কমিশনকে বুঝতে হবে যে এটি এক নিরপেক্ষ এবং পক্ষপাতিত্বমুক্ত প্রতিষ্ঠান।

আরও পড়ুন: সাধারণ মানুষের পাশে দাঁড়ানোই তৃণমূলের আসল রাজনীতি: অভিষেক

 

আরও পড়ুন: লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়

সংবিধানে যেভাবে বলা হয়েছে সেভাবেই কমিশনকে কাজ করতে হবে। কিন্তু তা না করে কমিশন বৈধ ভোটদাতাদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিতে নির্লজ্জ এবং সক্রিয় ভাবে কাজ করে চলেছে। গতকালই একটা খবর দেখলাম, ডোনাল্ড ট্রাম্পের নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু করা হয়েছে। সাংবাদিকদের তিনি বলেন, আমাদের প্রশ্ন না করে কমিশনকে এই বিষয়ে প্রশ্ন করুন।

 

কীকরে এটা হয়? অভিষেক বলেন, বিজেপি কমিশনকে ব্যবহার করে যারা প্রতিষ্ঠিত বাঙালি, বাংলায় কথা বলেন, পশ্চিমবঙ্গে বাস করেন তাঁদের ভোটাধিকার থেকে বঞ্চিত করতে চাইছে। কমিশন নিজের এক্তিয়ারের বাইরে গিয়ে কাজ করছে। পশ্চিমবঙ্গে এক নির্বাচিত সরকার রয়েছে।

 

২০২১ সালে ১২ কোটি মানুষ ভোট দিয়ে এই সরকারকে ক্ষমতাসীন করেছে। সরকার ওই ১২ কোটি মানুষের স্বার্থ দেখতে দায়বদ্ধ, কোনও রাজনৈতিক দল বা কেন্দ্রীয় সরকারের কাছে এই সরকারের কোনও দায় নেই।