০৫ অগাস্ট ২০২৫, মঙ্গলবার, ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
BRAKING :
তৃণমূল স্তরে প্রগতির জোয়ার আনতে, আজ থেকে আমি শুরু করতে চলেছি ‘জন সংযোগ যাত্রা’

বিপাশা চক্রবর্তী
- আপডেট : ২৫ এপ্রিল ২০২৩, মঙ্গলবার
- / 20
পুবের কলম প্রতিবেদক: তৃণমূল স্তরে প্রগতির জোয়ার আনতে, আজ থেকে আমি শুরু করতে চলেছি ‘জন সংযোগ যাত্রা’।
অভিষেক বলেন, শুরুতেই আমি সাক্ষাৎ করলাম বিএসএফের গুলিতে নিহত স্বর্গীয় প্রেমকুমার বর্মণ এবং মোজাফ্ফর হোসেনের পরিবারের সঙ্গে। তাঁদের পরিবারের যে ক্ষতি বিএসএফ করেছে, তা পরিশোধ করার মতো শক্তি, ক্ষমতা কোনোটাই আমার নেই। এই ক্ষতি অপূরণীয়। কিন্তু সবরকম সাহায্য নিয়ে পরিবারের পাশে রয়েছি আমি এবং আমার দলের প্রত্যেকে।
বিজেপি সরকারের ক্রূরতা সীমাহীন। আর এই সীমাহীন স্বৈরাচারিতাকে শেষ করতেই আমরা গড়তে চাই তৃণমূল স্তরে সাধারণ মানুষের পঞ্চায়েত।