কেন্দ্রের বড় ঘোষণা, ৫০ শতাংশ কমেছে টোল ট্যাক্স, স্বস্তির খবর গাড়ি চালকদের

- আপডেট : ৫ জুলাই ২০২৫, শনিবার
- / 65
পুবের কলম ওয়েবডেস্ক: সরকারের বড় ঘোষণা। গাড়ি চালকদের জন্য স্বস্তির খবর। জাতীয় সড়কের নির্দিষ্ট অংশে টোলের হার প্রায় ৫০ শতাংশ পর্যন্ত কমানো হয়েছে বলে জানা গিয়েছে। জাতীয় সড়কের যে সব অংশে ব্যয়বহুল টানেল, সেতু, উড়ালপুল বা উঁচু রাস্তা রয়েছে সে সব অংশ প্রায় ৫০ শতাংশ টোল ট্যাক্স কমানো হচ্ছে বলে খবর।
সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রক ২০০৮ সালের নিয়মে সংশোধন আনতে চলেছে। টোল ট্যাক্সের জন্য একটি নতুন পদ্ধতি চালু করতে চলেছে কেন্দ্রীয় সরকার। বর্তমানে ২০০৮ সালের নিয়ম অনুযায়ী টোল প্লাজাগুলোতে ভাড়া নেওয়া হত। ২ জুলাই টোল ট্যাক্স নিয়ে একটি সরকারি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “জাতীয় মহাসড়কের যে অংশটি ব্যবহার করা হয় সেখানে কোন কাঠামো থাকলে তার সঙ্গে জাতীয় সড়কের অংশের দৈর্ঘ্যের কাঠামোর দশ গুণ যোগ করে টোল নেওয়া হত। এবার থেকে তা পাঁচ গুণ কম টোল ট্যাক্স নেওয়া হবে।”
বর্তমানে জাতীয় সড়কের টোল ট্যাক্সের নিয়ম অনুযায়ী জাতীয় সড়ক বা বাইপাসে যদি ফ্লাইওভার, আন্ডারপাস বা টানেল থাকে, তাহলে সাধারণ টোলের তুলনায় ১০ গুণ বেশি টোল নেওয়া হয়। পরিকাঠামো তৈরির খরচ আদায়ের জন্যই এই অতিরিক্ত টোল নেওয়া হত। এবার তা অর্ধেক করে দেওয়া হল।
জাতীয় মহাসড়ক মন্ত্রকের এক অধিকারিক জানিয়েছেন, জাতীয় সড়কের উপর নির্মিত বিভিন্ন পরিকাঠামোর খরচ তোলার জন্য এই ধরনের টোল নেওয়া হত। সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রকের জারি করা সংশোধিত বিজ্ঞপ্তিতে ফ্লাইওভার, আন্ডারপাস এবং টানেলের মতো অংশের জন্য টোল ট্যাক্স ৫০ শতাংশ পর্যন্ত কমানো হয়েছে বলে মন্ত্রকের আধিকারিকরা জানিয়েছেন।