১৫ জুলাই ২০২৫, মঙ্গলবার, ৩০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

অন্ধ্রের জঙ্গলে ধুন্ধুমার গুলির লড়াই, নিহত শীর্ষ মাওবাদী নেতা উদয়, অরুণা

চামেলি দাস
  • আপডেট : ১৮ জুন ২০২৫, বুধবার
  • / 139

পুবের কলম ওয়েবডেস্ক: মাওবাদী অভিযানে ফের বড়সড় সাফল্য। ছত্তিসগড়ের পরে এবার অন্ধ্রপ্রদেশ। মাওবাদীদের বিরুদ্ধে গ্রেহাউন্ড বাহিনীর অভিযান। বুধবার ভোরে এলিট ফোর্স ‘গ্রেহাউন্ড’ বাহিনীর সঙ্গে মাওবাদীদের গুলির লড়াই চলে। মেরেদুমিল্লির গভীর জঙ্গলে একটানা গুলির লড়াই নিহত মাওবাদী নেতা ও সংগঠনের সেন্ট্রাল কমিটির সদস্য গজরালা রবি ওরফে উদয় ওরফে বিরুসু। উদয় সেন্ট্রাল কমিটির সদস্য ছাড়াও অন্ধ্র-ওড়িশা বর্ডার স্পেশাল জোনাল কমিটিরও সদস্য ছিলেন। তাঁর মাথার দাম ছিল ২৫ লক্ষ টাকা।

গুলির লড়াইয়ে উদয়ের সঙ্গেই নিহত হয়েছেন অরুণা ওরফে বেঙ্কট রবিলক্ষ্মী চৈতন্য ওরফে রবি চৈতন্য। অরুণা মাওবাদীদের অন্ধ্রপ্রদেশ জোনাল কমিটির সদস্য ছিলেন। তিনি ছিলেন নিহত মাওবাদী কমান্ডার ও সেন্ট্রাল কমিটির মেম্বার রামাচন্দ্র রেড্ডি ওরফে আপ্পা রাও ওরফে চালাপথি-র স্ত্রী।তাঁর মাথার দাম ছিল ২৫ লক্ষ টাকা।

অন্ধ্রপ্রদেশের আল্লুরি সীতারামারাজু জেলার মেরেদুমিল্লির গভীর জঙ্গলে বুধবার ভোররাতে গুলির লড়াই শুরু হয়।  গুলির লড়াইয়ে মাওবাদীদের আরও এক নেতা নিহত হয়েছেন বলে খবর। তবে এখনও পর্যন্ত ওই নেতার সঠিক পরিচয় জানা যায়নি। তবে, স্থানীয় সূত্রে খবর, ওই নেতার নাম এসিএম অঞ্জু। তিনি স্পেশাল জোনাল কমিটির সদস্য ছিলেন। ঘটনাস্থল থেকে  একে-৪৭ রাইফেল এবং আরও কয়েকটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে বলে পুলিশ জানিয়েছে, নিহত তিন মাওবাদীর মৃতদেহ রাম্পাচোডাভরম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই ময়নাতদন্ত হবে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন: ফের অশান্ত মণিপুর, বন্দুকবাজের গুলিতে মৃত্যু ৪ জনের

 

আরও পড়ুন: ছত্তিশগড়ে খতম ২ মাওবাদী নেত্রী

 

আরও পড়ুন: বীরভূমে ফের রক্তাক্ত সংঘর্ষ: হাথিয়া গ্রামে এলাকা দখলকে কেন্দ্র করে বোমাবাজি, নিহত ৩

 

 

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অন্ধ্রের জঙ্গলে ধুন্ধুমার গুলির লড়াই, নিহত শীর্ষ মাওবাদী নেতা উদয়, অরুণা

আপডেট : ১৮ জুন ২০২৫, বুধবার

পুবের কলম ওয়েবডেস্ক: মাওবাদী অভিযানে ফের বড়সড় সাফল্য। ছত্তিসগড়ের পরে এবার অন্ধ্রপ্রদেশ। মাওবাদীদের বিরুদ্ধে গ্রেহাউন্ড বাহিনীর অভিযান। বুধবার ভোরে এলিট ফোর্স ‘গ্রেহাউন্ড’ বাহিনীর সঙ্গে মাওবাদীদের গুলির লড়াই চলে। মেরেদুমিল্লির গভীর জঙ্গলে একটানা গুলির লড়াই নিহত মাওবাদী নেতা ও সংগঠনের সেন্ট্রাল কমিটির সদস্য গজরালা রবি ওরফে উদয় ওরফে বিরুসু। উদয় সেন্ট্রাল কমিটির সদস্য ছাড়াও অন্ধ্র-ওড়িশা বর্ডার স্পেশাল জোনাল কমিটিরও সদস্য ছিলেন। তাঁর মাথার দাম ছিল ২৫ লক্ষ টাকা।

গুলির লড়াইয়ে উদয়ের সঙ্গেই নিহত হয়েছেন অরুণা ওরফে বেঙ্কট রবিলক্ষ্মী চৈতন্য ওরফে রবি চৈতন্য। অরুণা মাওবাদীদের অন্ধ্রপ্রদেশ জোনাল কমিটির সদস্য ছিলেন। তিনি ছিলেন নিহত মাওবাদী কমান্ডার ও সেন্ট্রাল কমিটির মেম্বার রামাচন্দ্র রেড্ডি ওরফে আপ্পা রাও ওরফে চালাপথি-র স্ত্রী।তাঁর মাথার দাম ছিল ২৫ লক্ষ টাকা।

অন্ধ্রপ্রদেশের আল্লুরি সীতারামারাজু জেলার মেরেদুমিল্লির গভীর জঙ্গলে বুধবার ভোররাতে গুলির লড়াই শুরু হয়।  গুলির লড়াইয়ে মাওবাদীদের আরও এক নেতা নিহত হয়েছেন বলে খবর। তবে এখনও পর্যন্ত ওই নেতার সঠিক পরিচয় জানা যায়নি। তবে, স্থানীয় সূত্রে খবর, ওই নেতার নাম এসিএম অঞ্জু। তিনি স্পেশাল জোনাল কমিটির সদস্য ছিলেন। ঘটনাস্থল থেকে  একে-৪৭ রাইফেল এবং আরও কয়েকটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে বলে পুলিশ জানিয়েছে, নিহত তিন মাওবাদীর মৃতদেহ রাম্পাচোডাভরম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই ময়নাতদন্ত হবে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন: ফের অশান্ত মণিপুর, বন্দুকবাজের গুলিতে মৃত্যু ৪ জনের

 

আরও পড়ুন: ছত্তিশগড়ে খতম ২ মাওবাদী নেত্রী

 

আরও পড়ুন: বীরভূমে ফের রক্তাক্ত সংঘর্ষ: হাথিয়া গ্রামে এলাকা দখলকে কেন্দ্র করে বোমাবাজি, নিহত ৩