‘হোয়াই আই কিলড গান্ধি ’ ছবির মুক্তিতে স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টে মামলা

- আপডেট : ২৯ জানুয়ারী ২০২২, শনিবার
- / 36
পুবের কলম ওয়েবডেস্ক : আজ ৩০ জানুয়ারি মহাত্মা গান্ধির হত্যার দিবস। দেশের অন্যতম কলঙ্কজনক দিন। অথচ এই দিনই ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ করার কথা ‘হোয়াই আই কিল্ড গান্ধী’ ফিল্মটি।যার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দায়ের হয়েছে মামলা। ছবিটি যাতে ওটিটি কিংবা সোশ্যাল সাইটে প্রদর্শিত না হয় তার আর্জি জানিয়েই মামলা। জনস্বার্থ মামলায় সুপ্রিম কোর্টের কাছে স্থগিতাদেশের আর্জি জানানো হয়েছে।
সমস্ত অনলাইন প্ল্যাটফর্ম থেকে বিতর্কিত ফিল্মের বিষয়বস্তু সরিয়ে ফেলার দাবি করা হয়েছে। সুপ্রিম কোর্টে মামলাকারী সিকান্দার বহল। তাঁর হয়ে মালা লড়ছেন অ্যাডভোকেট অনুজ ভান্ডারি।আবেদনে বলা হয়েছে সিনেমাটির মুক্তি ও প্রদর্শন বন্ধ না করা হলে তা জাতির পিতার ভাবমূর্তিকে অপূরণীয়ভাবে কলঙ্কিত করবে এবং জনমনে অস্থিরতা ও বিদ্বেষ ও বৈষম্য সৃষ্টি করবে।সিনেমাটির মুক্তি ও প্রদর্শন বন্ধ না করা হলে তা জাতির পিতার ভাবমূর্তিকে কলঙ্কিত করবে।জনমনে অস্থিরতা, বিদ্বেষ ও বৈষম্য সৃষ্টি করবে। আবেদনে এমনটাই বলা হয়েছে।
আবেদনে ওটিটি প্ল্যাটফর্মে বিষয়বস্তু নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তার উপর জোর দেওয়া হয়েছে । দুই মিনিট বিশ সেকেন্ডের ট্রেলারে ভারত বিভাজন,পাকিস্তানে হিন্দুদের উপর নৃশংসতার জন্য মহাত্মা গান্ধীকে দায়ী করার চেষ্টা করা হয়েছে ছবিটিতে। মহাত্মার হত্যাকে বৈধতা দেওয়ার চেষ্টা করা হয়েছে।
গত বছর, শীর্ষ আদালতের পর্যবেক্ষণ ছিল যে ওটিটি প্ল্যাটফর্মে ফিল্মগুলি “অনিয়ন্ত্রিত এবং আনস্ক্রিন ” এটা একটা সমস্যা। অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একটি চিঠি দিয়ে এই চলচ্চিত্রটির উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞার দাবি জানিয়েছে। এই ছবি গান্ধি ঘাতক নাথুরাম গডসেকে মহিমান্বিত করছে বলে অভিযোগ। সে কারণেই এর মুকরি ও প্রদর্শনী বন্ধের আর্জি জানানো হয়েছে।