০১ অক্টোবর ২০২৫, বুধবার, ১৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

উত্তরপ্রদেশে ২০ জন কৃষককে নিয়ে ট্রাক্টর পড়ল নদীতে, নিখোঁজ ১০

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৭ অগাস্ট ২০২২, শনিবার
  • / 50

পুবের কলম, ওয়েবডেস্ক: কুড়ি জন কৃষককে নিয়ে নদীতে পড়ল ট্রাক্টর। ঘটনায় এখনও পর্যন্ত নিখোঁজ ১০ জন কৃষক। বাজার থেকে শসা বিক্রি করে একটি ট্রাক্টর করে ফিরছিলেন তারা। মাঝপথে সেই ট্রাক্টরের চাকা খুলে গিয়ে গিয়ে নদীতে পড়ে। ঘটনায় এখনও পর্যন্ত ১০ জন নিখোঁজ রয়েছেন বলে খবর।

শনিবার সকালে উত্তর প্রদেশের হারদোই জেলার গারা নদীতে এই দুর্ঘটনা ঘটে। তাদের মধ্যে ১৩ জন কৃষক সাঁতরে নদী প্রাণে বাঁচে। বাকিদের এখনও খোঁজ মেলেনি। বাকিদের খোঁজে উদ্ধার অভিযান শুরু হয়েছে। নিজেদের গ্রামের কাছাকাছি বাজারে গিয়েছিলেন কৃষকেরা। সেখানে বাজার থেকে শসা বিক্রি করে ফেরার সময় এই দুর্ঘটনা ঘটে। নিজেদের গ্রামের কাছাকাছি মান্ডিতে গিয়েছিলেন কৃষকরা। মান্ডিতে নিজেদের উৎপাদিত শসা বিক্রি করেন তাঁরা।

আরও পড়ুন: উত্তরপ্রদেশের যুবক সনুকে ছয় মাস পর পরিবারের কাছে ফিরিয়ে দিল পুলিশ

এই ঘটনার প্রত্যক্ষদর্শী শ্যাম সিং জানিয়েছেন,  একটার পর একটা রেলিং ভেঙে ট্রলি ও সওয়ারি কৃষকদের নিয়ে জলে পড়ে যায় ট্রাক্টর। ঘটনাস্থলে পুলিশ আসে। ২০ জনের বেশি কৃষক এই দুর্ঘটনার ফলে নদীতে পড়ে  গিয়েছিলেন। তাঁদের মধ্যে ১৩ জন কোনরকমে পাড়ে উঠে আসে। ঘটনাস্থলে আসেন জেলা শাসক অবিনাশ কুমার।

আরও পড়ুন: ট্রাক্টর-ট্রলির দুর্ঘটনায় উত্তরপ্রদেশে মৃত্যু ৮ পুণ্যার্থীর

জেলা শাসক অবিনাশ কুমার জানিয়েছেন, ‘যাঁরা বেরিয়ে এসেছেন তাঁরা নিজেদের সঙ্গে থাকা আরও ৬ জনকে চিহ্নিত করেছেন। এর থেকে বোঝা যায়, আরও অনেকে নিখোঁজ রয়েছেন এখনও।

আরও পড়ুন: একমাত্র আয়ের উৎস ট্যাক্সি বিক্রি করে অচেনা মেয়ের প্রাণ বাঁচিয়েছিলেন চালক, তারপর কি হল?

তাঁদের খোঁজে উদ্ধারকাজ চলছে। সেখানে উপস্থিত অফিসার বলেছেন,  ‘আমরা ডুবুরিদের জানিয়েছি। ট্রাক্টরটিকে এখনও পর্যন্ত খুঁজে বের করা সম্ভব হয়নি। ট্রাক্টরটিকে বের করে আনার জন্য ক্রেন প্রস্তুত রাখা হয়েছে।’ সেতুর তলায় জাল বিছিয়ে রাখা হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চলছে। খবর দেওয়া হয়েছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীকে।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

উত্তরপ্রদেশে ২০ জন কৃষককে নিয়ে ট্রাক্টর পড়ল নদীতে, নিখোঁজ ১০

আপডেট : ২৭ অগাস্ট ২০২২, শনিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: কুড়ি জন কৃষককে নিয়ে নদীতে পড়ল ট্রাক্টর। ঘটনায় এখনও পর্যন্ত নিখোঁজ ১০ জন কৃষক। বাজার থেকে শসা বিক্রি করে একটি ট্রাক্টর করে ফিরছিলেন তারা। মাঝপথে সেই ট্রাক্টরের চাকা খুলে গিয়ে গিয়ে নদীতে পড়ে। ঘটনায় এখনও পর্যন্ত ১০ জন নিখোঁজ রয়েছেন বলে খবর।

শনিবার সকালে উত্তর প্রদেশের হারদোই জেলার গারা নদীতে এই দুর্ঘটনা ঘটে। তাদের মধ্যে ১৩ জন কৃষক সাঁতরে নদী প্রাণে বাঁচে। বাকিদের এখনও খোঁজ মেলেনি। বাকিদের খোঁজে উদ্ধার অভিযান শুরু হয়েছে। নিজেদের গ্রামের কাছাকাছি বাজারে গিয়েছিলেন কৃষকেরা। সেখানে বাজার থেকে শসা বিক্রি করে ফেরার সময় এই দুর্ঘটনা ঘটে। নিজেদের গ্রামের কাছাকাছি মান্ডিতে গিয়েছিলেন কৃষকরা। মান্ডিতে নিজেদের উৎপাদিত শসা বিক্রি করেন তাঁরা।

আরও পড়ুন: উত্তরপ্রদেশের যুবক সনুকে ছয় মাস পর পরিবারের কাছে ফিরিয়ে দিল পুলিশ

এই ঘটনার প্রত্যক্ষদর্শী শ্যাম সিং জানিয়েছেন,  একটার পর একটা রেলিং ভেঙে ট্রলি ও সওয়ারি কৃষকদের নিয়ে জলে পড়ে যায় ট্রাক্টর। ঘটনাস্থলে পুলিশ আসে। ২০ জনের বেশি কৃষক এই দুর্ঘটনার ফলে নদীতে পড়ে  গিয়েছিলেন। তাঁদের মধ্যে ১৩ জন কোনরকমে পাড়ে উঠে আসে। ঘটনাস্থলে আসেন জেলা শাসক অবিনাশ কুমার।

আরও পড়ুন: ট্রাক্টর-ট্রলির দুর্ঘটনায় উত্তরপ্রদেশে মৃত্যু ৮ পুণ্যার্থীর

জেলা শাসক অবিনাশ কুমার জানিয়েছেন, ‘যাঁরা বেরিয়ে এসেছেন তাঁরা নিজেদের সঙ্গে থাকা আরও ৬ জনকে চিহ্নিত করেছেন। এর থেকে বোঝা যায়, আরও অনেকে নিখোঁজ রয়েছেন এখনও।

আরও পড়ুন: একমাত্র আয়ের উৎস ট্যাক্সি বিক্রি করে অচেনা মেয়ের প্রাণ বাঁচিয়েছিলেন চালক, তারপর কি হল?

তাঁদের খোঁজে উদ্ধারকাজ চলছে। সেখানে উপস্থিত অফিসার বলেছেন,  ‘আমরা ডুবুরিদের জানিয়েছি। ট্রাক্টরটিকে এখনও পর্যন্ত খুঁজে বের করা সম্ভব হয়নি। ট্রাক্টরটিকে বের করে আনার জন্য ক্রেন প্রস্তুত রাখা হয়েছে।’ সেতুর তলায় জাল বিছিয়ে রাখা হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চলছে। খবর দেওয়া হয়েছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীকে।