২২ অক্টোবর ২০২৫, বুধবার, ৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সিকিমে চালু হচ্ছে এআই প্রযুক্তি নির্ভর ট্রাফিকনিয়ন্ত্রণ

আবুল খায়ের
  • আপডেট : ১৭ মে ২০২৪, শুক্রবার
  • / 41

পুবের কলম, ওয়েব ডেস্কঃ পড়শি রাজ্য সিকিমের ট্রাফিক নিয়ন্ত্রণে চালু হতে চলছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তি। আগামী ২৫ মে থেকে এই প্রযুক্তিতে যান নিয়ন্ত্রণ শুরু হতে চলছে। সিকিমের অর্থনীতির একটা বিরাট অংশ নির্ভর করে আছে পর্যটনের উপর। পর্যটনের মরসুমে এখানে যানজট স্বাভাবিক নিয়মে পরিণত হয়েছিল। তবে অত্যাধুনিক এই প্রযুক্তি নির্ভর ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু হলে জট যন্ত্রণা থেকে মুক্তি মিলবে বলে দাবি করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে।

ইতিমধ্যে পরিবহণ দফতরের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যাদের গাড়ির নথিপত্র আপডেট করা নেই তারা যাতে অবিলম্বে তা আপডেট করিয়ে নেন। কারণ, শুধুমাত্র যান নিয়ন্ত্রণ নয় গাড়ির নথিপত্রও এই  প্রযুক্তিতে পরীক্ষা করা হবে। সেই সঙ্গে নিয়ন্ত্রণ গাড়ির চালকদেরও চিহ্নিত করা হবে।

দেশে একমাত্র দিল্লিতে এই পদ্ধতিতে যান নিয়ন্ত্রণ করা হয়। এবার চালু হবে সিকিমেও। পর্যটনের মরসুমে সিকিমের স্থানীয় গাড়ির পাশাপাশি বাইরের প্রচুর গাড়ি রাজ্যে প্রবেশ করে। তার উপর পাহাড়ি এলাকার সংকীর্ণ রাস্তার কারণে যানজট মারাত্মক আকার ধারণ করে। পর্যটন নির্ভর অর্থনীতির পক্ষে যানজট ভুল বার্তা দিতে পারে। তাই এই সমস্যা সমাধানে সচেষ্ট রাজ্য প্রশাসন। ইতিমধ্যে গ্যাংটকের এমজি মার্গের পাশেই আরিথান এলাকায় তৈরি করা হয়েছে অত্যাধুনিক পার্কিং লট। যে পার্কিং লটের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং। প্রায় ৩.৭৫ লাখ বর্গফুট এলাকা জুড়ে তৈরি হয়েছে এই পার্কিং লট। এটা বহুতল পার্কিং লট। আইআইটি গুয়াহাটি ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এই পার্কিং লট তৈরিতে সহযোগিতা করেছেন। ভূমিকম্পের জেরে এই পার্কিং লটের যাতে কোনও ক্ষতি না হয় সেকারণে বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ২৬ বছরের লিজে পিপিপি মডেলে এই পার্কিং লটের দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে বেসরকারি সংস্থাকে। ১৯৬ কোটি টাকা ২৬ বছরের জন্য লিজে এটা দেওয়া হয়েছে।

 

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সিকিমে চালু হচ্ছে এআই প্রযুক্তি নির্ভর ট্রাফিকনিয়ন্ত্রণ

আপডেট : ১৭ মে ২০২৪, শুক্রবার

পুবের কলম, ওয়েব ডেস্কঃ পড়শি রাজ্য সিকিমের ট্রাফিক নিয়ন্ত্রণে চালু হতে চলছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তি। আগামী ২৫ মে থেকে এই প্রযুক্তিতে যান নিয়ন্ত্রণ শুরু হতে চলছে। সিকিমের অর্থনীতির একটা বিরাট অংশ নির্ভর করে আছে পর্যটনের উপর। পর্যটনের মরসুমে এখানে যানজট স্বাভাবিক নিয়মে পরিণত হয়েছিল। তবে অত্যাধুনিক এই প্রযুক্তি নির্ভর ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু হলে জট যন্ত্রণা থেকে মুক্তি মিলবে বলে দাবি করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে।

ইতিমধ্যে পরিবহণ দফতরের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যাদের গাড়ির নথিপত্র আপডেট করা নেই তারা যাতে অবিলম্বে তা আপডেট করিয়ে নেন। কারণ, শুধুমাত্র যান নিয়ন্ত্রণ নয় গাড়ির নথিপত্রও এই  প্রযুক্তিতে পরীক্ষা করা হবে। সেই সঙ্গে নিয়ন্ত্রণ গাড়ির চালকদেরও চিহ্নিত করা হবে।

দেশে একমাত্র দিল্লিতে এই পদ্ধতিতে যান নিয়ন্ত্রণ করা হয়। এবার চালু হবে সিকিমেও। পর্যটনের মরসুমে সিকিমের স্থানীয় গাড়ির পাশাপাশি বাইরের প্রচুর গাড়ি রাজ্যে প্রবেশ করে। তার উপর পাহাড়ি এলাকার সংকীর্ণ রাস্তার কারণে যানজট মারাত্মক আকার ধারণ করে। পর্যটন নির্ভর অর্থনীতির পক্ষে যানজট ভুল বার্তা দিতে পারে। তাই এই সমস্যা সমাধানে সচেষ্ট রাজ্য প্রশাসন। ইতিমধ্যে গ্যাংটকের এমজি মার্গের পাশেই আরিথান এলাকায় তৈরি করা হয়েছে অত্যাধুনিক পার্কিং লট। যে পার্কিং লটের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং। প্রায় ৩.৭৫ লাখ বর্গফুট এলাকা জুড়ে তৈরি হয়েছে এই পার্কিং লট। এটা বহুতল পার্কিং লট। আইআইটি গুয়াহাটি ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এই পার্কিং লট তৈরিতে সহযোগিতা করেছেন। ভূমিকম্পের জেরে এই পার্কিং লটের যাতে কোনও ক্ষতি না হয় সেকারণে বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ২৬ বছরের লিজে পিপিপি মডেলে এই পার্কিং লটের দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে বেসরকারি সংস্থাকে। ১৯৬ কোটি টাকা ২৬ বছরের জন্য লিজে এটা দেওয়া হয়েছে।