জম্মু-কাশ্মীরে উত্তেজনার মধ্যেই সফলভাবে হল স্পেশাল ট্রেনের ট্রায়াল

- আপডেট : ১৫ মে ২০২৫, বৃহস্পতিবার
- / 119
পুবের কলম, ওয়েবডেস্ক: মাইলফলক ছুঁলো ভারতীয় রেল। জম্মু-কাশ্মীরে উত্তেজনার মধ্যেই বুধবার ভারতীয় রেল কাটরা-কাজিগুন্ড এলাকায় স্পেশাল ট্রেনের ট্রায়াল চালালো। যা কাশ্মীর উপত্যকাকে দেশের বাকি অংশের সঙ্গে যোগাযোগ রাখতে সাহায্য করবে।
প্রথমবার কোনও যাত্রীবাহী ট্রেন চেনাব সেতু পার করল। বিমান বাতিলে আটকে পড়া সৈন্যদের নিয়ে বিশ্বের সর্বোচ্চ রেলওয়ে খিলান এবং জম্মু ও কাশ্মীর দিয়ে ট্রেন পারাপার করল। সকাল ১০টা নাগাদ ট্রেনটি কাটরা ছাড়ে এবং সন্ধ্যা ৬টা নাগাদ ফিরে আসে। একজন কর্মকর্তা জানিয়েছেন, “ট্রেন চলাচল কেবল কাটরা-কাজিগুন্ড সেকশনের মধ্যেই সীমাবদ্ধ ছিল। কাজিগুন্ড এবং বারামুল্লার মধ্যে স্বাভাবিক ট্রেন চলাচল চলছে।” ভারত-পাকিস্তানের সংঘাতের মাঝেই ট্রেন চলাচলে কোনও প্রভাব পড়েনি।
কাশ্মীর উপত্যকায় যোগাযোগের জন্য শ্রীনগর-জম্মু সড়কের উপর অনেক বেশি নির্ভরশীল। ভূমিধস এবং তুষারপাতের কারণে প্রায়শই এই পথটি ব্যাহত হয়। নতুন রেললাইনটি তৈরির মাধ্যমে সেনা, সরঞ্জাম এবং বেসামরিক নাগরিকদের দ্রুত চলাচল নিশ্চিত করা যাবে, যা আগে দুর্গম ছিল। আগে বন্দেভারত ট্রেন পরীক্ষামূলকভাবে চালানো হয়েছিল কিন্তু তাতে কোনও যাত্রী ছিল না।