০২ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে নাচবে বাংলার আদিবাসী দল

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৩ জুলাই ২০২২, শনিবার
  • / 82

পুবের কলম প্রতিবেদক: বাংলার আদিবাসী সাঁওতাল সম্প্রদায়ের ২৭ জনের একটি দল দিল্লিতে রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে নাচ পরিবেশন করবে। রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে নাচের অনুষ্ঠান দেখাবে এই আদিবাসী দল। আদিবাসী সম্প্রদায় থেকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় এরাজ্যে রাজনৈতিক ফায়দা পেতে চেষ্টা করছে বিজেপি। এরই মধ্যে রাজ্য থেকে আদিবাসী সাঁওতাল সম্প্রদায় থেকে ২৭ জনের একটি দল দিল্লি যাচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর শপথগ্রহণ অনুষ্ঠানে তাঁরা লোকনৃত্য পরিবেশন করবে। এই সুযোগ পেয়ে স্বভাতই আনন্দ প্রকাশ করেছেন হুগলি বিজেপির এসটি সেলের সভাপতি সোমলাল মুর্মু।

সাঁওতাল লোক সংস্কৃতি নৃত্য পরিবেশন করবে হুগলির পান্ডুয়ার দলটি। সোমলাল মুর্মুর নেতৃত্ব ২৭ জনের দল পূর্বা এক্সপ্রেসে রওনা দিয়েছে দিল্লি। সোমলাল মুর্মু বলেন, এই দলে ২৭ জনের মধ্যে থাকছে ১৩ জন মহিলা ১৪ জন পুরুষ। নৃত্যদলের প্রত্যেকের বাড়ি পান্ডুয়া বিধানসভা এলাকায়। এখানকার তিনটে দল দিল্লি যাওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছিল। কিন্তু দিল্লি যাওয়ার অনুমোদন পেয়েছে একটি টিম।’

আরও পড়ুন: গ্যারেজের ছেলেটি আজ স্কুলের অধ্যক্ষ, রাষ্ট্রপতির হাত থেকে পিএইচডি ডিগ্রি পেলেন গুজরাতের ইরফান শেখ

পান্ডুয়ার এই দলটি মূলত জেলাতেই অনুষ্ঠান করে। কলকাতায় একটি অনুষ্ঠান করেছে। এবার একেবারে দিল্লি সফর। তার ওপর রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে অংশগ্রহণ। সোমলাল মুর্মু বলেন, দিল্লিতে আদিবাসী নৃত্য করবে এই দল। মাথায় থাকবে ঘটি। বাজবে ধামসা-মাদল। বাজনার তালে তালে নৃত্য করবে। দলের ২৫ জন পারফর্ম করবে। এই টিমটা ৭-৮ বছর ধরে অনুষ্ঠান করছে। এই প্রথমবার বাংলার বাইরে।’

আরও পড়ুন: রাষ্ট্রপতি কি প্রধানমন্ত্রীকে সরাতে পারেন? প্রশ্ন Asaduddin Owaisi-র

বিজেপির এই আদিবাসী নেতা জানান, এই নাচ তো আমাদের প্রত্যেক দিনের অভ্যাস।

আরও পড়ুন: মেছুয়া বাজারে বিধ্বংসী আগুনে ১৫ জনের মৃত্যু, শোকপ্রকাশ মুর্মুর

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে নাচবে বাংলার আদিবাসী দল

আপডেট : ২৩ জুলাই ২০২২, শনিবার

পুবের কলম প্রতিবেদক: বাংলার আদিবাসী সাঁওতাল সম্প্রদায়ের ২৭ জনের একটি দল দিল্লিতে রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে নাচ পরিবেশন করবে। রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে নাচের অনুষ্ঠান দেখাবে এই আদিবাসী দল। আদিবাসী সম্প্রদায় থেকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় এরাজ্যে রাজনৈতিক ফায়দা পেতে চেষ্টা করছে বিজেপি। এরই মধ্যে রাজ্য থেকে আদিবাসী সাঁওতাল সম্প্রদায় থেকে ২৭ জনের একটি দল দিল্লি যাচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর শপথগ্রহণ অনুষ্ঠানে তাঁরা লোকনৃত্য পরিবেশন করবে। এই সুযোগ পেয়ে স্বভাতই আনন্দ প্রকাশ করেছেন হুগলি বিজেপির এসটি সেলের সভাপতি সোমলাল মুর্মু।

সাঁওতাল লোক সংস্কৃতি নৃত্য পরিবেশন করবে হুগলির পান্ডুয়ার দলটি। সোমলাল মুর্মুর নেতৃত্ব ২৭ জনের দল পূর্বা এক্সপ্রেসে রওনা দিয়েছে দিল্লি। সোমলাল মুর্মু বলেন, এই দলে ২৭ জনের মধ্যে থাকছে ১৩ জন মহিলা ১৪ জন পুরুষ। নৃত্যদলের প্রত্যেকের বাড়ি পান্ডুয়া বিধানসভা এলাকায়। এখানকার তিনটে দল দিল্লি যাওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছিল। কিন্তু দিল্লি যাওয়ার অনুমোদন পেয়েছে একটি টিম।’

আরও পড়ুন: গ্যারেজের ছেলেটি আজ স্কুলের অধ্যক্ষ, রাষ্ট্রপতির হাত থেকে পিএইচডি ডিগ্রি পেলেন গুজরাতের ইরফান শেখ

পান্ডুয়ার এই দলটি মূলত জেলাতেই অনুষ্ঠান করে। কলকাতায় একটি অনুষ্ঠান করেছে। এবার একেবারে দিল্লি সফর। তার ওপর রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে অংশগ্রহণ। সোমলাল মুর্মু বলেন, দিল্লিতে আদিবাসী নৃত্য করবে এই দল। মাথায় থাকবে ঘটি। বাজবে ধামসা-মাদল। বাজনার তালে তালে নৃত্য করবে। দলের ২৫ জন পারফর্ম করবে। এই টিমটা ৭-৮ বছর ধরে অনুষ্ঠান করছে। এই প্রথমবার বাংলার বাইরে।’

আরও পড়ুন: রাষ্ট্রপতি কি প্রধানমন্ত্রীকে সরাতে পারেন? প্রশ্ন Asaduddin Owaisi-র

বিজেপির এই আদিবাসী নেতা জানান, এই নাচ তো আমাদের প্রত্যেক দিনের অভ্যাস।

আরও পড়ুন: মেছুয়া বাজারে বিধ্বংসী আগুনে ১৫ জনের মৃত্যু, শোকপ্রকাশ মুর্মুর