২১ শে জুলাইকে সামনে রেখে তৃনমূল কংগ্রেসের প্রস্তুতি সভা হয়ে গেল জয়নগরে

- আপডেট : ১১ জুলাই ২০২৫, শুক্রবার
- / 249
উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : সামনে বিধানসভার নির্বাচন, আর তার আগে সামনে ২১ শে জুলাই শহীদ দিবস। আর সেই শহীদ দিবসকে সামনে রেখে বৃহস্পতিবার বিকালে জয়নগর শিবনাথ শাস্ত্রী সদনে তৃনমূল কংগ্রেসের উদ্যোগে প্রস্তুতি সভা হয়ে গেল।
জেলা পরিষদ সদস্য খান জিয়াউল হক ও তৃনমূল নেতৃত্ব মতিউর সেখের যৌথ উদ্যোগে এদিনের এই সভায় উপস্থিত ছিলেন জয়নগরের সাংসদ প্রতিমা মন্ডল,জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ হাসনাবানু শেখ, জেলা পরিষদ সদস্য খান জিয়াউল হক,তৃনমূল কংগ্রেসের মুখপাত্র ড: ঋজু দও,তৃনমূল কংগ্রেসের আই টি সেলের সাধারণ সম্পাদক নীলাঞ্জন দাস,এস টি এস সি সেলের দ:২৪ পরগনার জেলার সভাপতি বাপন নস্কর,মতিউর সেখ সহ আরো অনেকে।
এদিন সাংসদ প্রতিমা মন্ডল বলেন, কেন্দ্রের বিজেপি সরকার রাতের বেলায় ওয়াকাফ বিল পাস করিয়ে নিয়ে সংখ্যা লঘু মানুষের অধিকার কেড়ে নিয়েছে।বিজেপি আজ পরিযায়ী শ্রমিকদের আটকে দিচ্ছে।ভোটাধিকার প্রয়োগ আটকাতে চেয়েছিলেন কিন্তু সুপ্রীম কোর্ট তা বাতিল করে দিয়েছে।আর এই সব কিছুর জন্য সারাদেশের মধ্যে সবার প্রথম প্রতিবাদ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়।তিনি আছেন তাই আপনারা সুরক্ষিত।
এবারের ২১ শে জুলাইয়ে শহীদ দিবস হবে মহা সমাবেশ।এদিনের এই প্রস্তুতি সভা কার্যত জনজোয়ারের চেহারা নেয়।হাজার হাজার কর্মসমর্থক এদিনের এই সভায় অংশ নেন।