অশান্ত মণিপুরে তৃণমূলের প্রতিনিধি দল, রয়েছেন ডেরেক, দোলা সেন, কাকলি, কল্যাণ

- আপডেট : ১৯ জুলাই ২০২৩, বুধবার
- / 14
পুবের কলম, ওয়েবডেস্ক: অশান্ত মণিপুরে পৌঁছলেন তৃণমূলের প্রতিনিধি দল। প্রতিনিধি দলে আছেন ডেরেক ও’ব্রায়েন, দোলা সেন, কাকলি ঘোষ দস্তিদার, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সুস্মিতা দেবরা। উপদ্রুত এলাকা ঘুরে দেখার কথা তৃণমূলের প্রতিনিধিদের।
বিগত দু মাসের বেশি সময় ধরে উত্তপ্ত মণিপুর। প্রায় ১০০-রও বেশি মানুষের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বহু মানুষ। তৃণমূল কংগ্রেসের ৫ সদস্যের সংসদীয় প্রতিনিধি দলের মণিপুর সফরে যাওয়ার কথা ছিল আগামী ১৪-১৫ জুলাই। সূত্রের দাবি, সফরসূচি চূড়ান্ত হওয়ায় পরেই মণিপুর সরকারের তরফে লিখিত আর্জি আসে পরিস্থিতির নিরিখে সফরের দিনক্ষণ তিন-চারদিন পিছিয়ে দেওয়ার জন্য।
বীরেন সিং সরকারের সেই লিখিত আর্জি মেনেই মণিপুর সফর পিছিয়ে দেয় তৃণমূল। অবশেষে এদিন সেই মণিপুর পৌঁছলেন।