২২ অক্টোবর ২০২৫, বুধবার, ৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

রাজভবন অভিযানের ডাক তৃণমূল শিক্ষাসেলের    

আবুল খায়ের
  • আপডেট : ১৫ মে ২০২৪, বুধবার
  • / 35

পুবের কলম, ওয়েব ডেস্কঃ রাজ্যপাল ইস্যুতে চাপ বাড়াচ্ছে তৃণমূল। শুক্রবার রাজভবন অভিযানের ডাক দিয়েছে তৃণমূল শিক্ষাসেলের কর্মীরা। যৌন নিগ্রহ বিতর্কে রাজ্যপালের পদত্যাগের দাবিতে সরব রাজ্যের শাসকদল।

ওয়েবকুপার সদস্য মণিশঙ্কর মণ্ডল বলেন, “রাজ্যপালের পদত্যাগের দাবিতে আমরা রাজভবন অভিযান করব। সেই অনুমতি নেওয়ার জন্য আমরা কলকাতা পুলিশের দ্বারস্থ হয়েছিলাম। আইন মেনে ধর্মতলা ওয়াই চ্যানেলে জমায়েত করে আগামী দিন রাজভবন অভিযান করব।”

প্রথমে শ্লীলতাহানি। তারপর ধর্ষণ। গুরুতর অভিযোগ উঠছে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে। ধর্ষণের যে অভিযোগে এই আভিযানের ডাক দেওয়া হয়েছে তা ২০২৩ সালের। গত বছর অক্টোবরে, রাজ্যপালের বিরুদ্ধে নবান্নে ধর্ষণের অভিযোগ জানান এক নৃত্যশিল্পী। পুলিশের কাছে তিনি অভিযোগ করেছিলেন, বিবাহবিচ্ছেদ সংক্রান্ত মামলায় সাহায্যের আশ্বাসের ছলে রাজ্যপাল সিভি আনন্দ বোস তাঁকে নয়াদিল্লির এক হোটেলে ধর্ষণ করেছেন।

ওই নৃত্যশিল্পীর অভিযোগ, রাজ্যপালের এক আত্মীয়ই তাঁর বিমানের টিকিট কেটে দিয়েছিলেন। দিল্লির এক পাঁচতারা হোটেলের ঘর বুক করা হয়েছিল। সেখানেই নিরাপত্তারক্ষী ছাড়া দিল্লির বঙ্গভবন থেকে রাজ্যপাল পৌঁছন। আর, সেখানেই তাঁকে ধর্ষণ করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এমনটাই অভিযোগ ওই নৃত্যশিল্পীর। তাঁর ওই অভিযোগ নবান্ন থেকে লালবাজারে পাঠিয়ে দেওয়া হয়েছিল। ডিসি পদমর্যাদার এক অফিসার প্রাথমিক তদন্ত করে রিপোর্টও জমা দিয়েছেন। যার ভিত্তিতে নবান্নে রিপোর্ট পাঠিয়েছেন কলকাতার নগরপাল।

কিন্তু, রাজ্যপাল একটি সাংবিধানিক পদ। সেই পদে থাকা কারও বিরুদ্ধে সংবিধানে ফৌজদারি মামলা দায়েরের অনুমতিই নেই। সেই কারণে, রাজ্যপালের বিরুদ্ধে কোনও ব্যবস্থা লালবাজার নিতে পারেনি। তবে, রাজ্যপালের যে আত্মীয় ওই মহিলার বিমানের টিকিট কেটে দিয়েছিলেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় কি না, খতিয়ে দেখছেন তদন্তকারীরা। সম্প্রতি রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনেছেন রাজভবনেরই এক অস্থায়ী কর্মী। সেই অভিযোগ ঘিরে রাজ্য রাজনীতিতে রীতিমতো শোরগোল চলছে।

 

 

 

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রাজভবন অভিযানের ডাক তৃণমূল শিক্ষাসেলের    

আপডেট : ১৫ মে ২০২৪, বুধবার

পুবের কলম, ওয়েব ডেস্কঃ রাজ্যপাল ইস্যুতে চাপ বাড়াচ্ছে তৃণমূল। শুক্রবার রাজভবন অভিযানের ডাক দিয়েছে তৃণমূল শিক্ষাসেলের কর্মীরা। যৌন নিগ্রহ বিতর্কে রাজ্যপালের পদত্যাগের দাবিতে সরব রাজ্যের শাসকদল।

ওয়েবকুপার সদস্য মণিশঙ্কর মণ্ডল বলেন, “রাজ্যপালের পদত্যাগের দাবিতে আমরা রাজভবন অভিযান করব। সেই অনুমতি নেওয়ার জন্য আমরা কলকাতা পুলিশের দ্বারস্থ হয়েছিলাম। আইন মেনে ধর্মতলা ওয়াই চ্যানেলে জমায়েত করে আগামী দিন রাজভবন অভিযান করব।”

প্রথমে শ্লীলতাহানি। তারপর ধর্ষণ। গুরুতর অভিযোগ উঠছে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে। ধর্ষণের যে অভিযোগে এই আভিযানের ডাক দেওয়া হয়েছে তা ২০২৩ সালের। গত বছর অক্টোবরে, রাজ্যপালের বিরুদ্ধে নবান্নে ধর্ষণের অভিযোগ জানান এক নৃত্যশিল্পী। পুলিশের কাছে তিনি অভিযোগ করেছিলেন, বিবাহবিচ্ছেদ সংক্রান্ত মামলায় সাহায্যের আশ্বাসের ছলে রাজ্যপাল সিভি আনন্দ বোস তাঁকে নয়াদিল্লির এক হোটেলে ধর্ষণ করেছেন।

ওই নৃত্যশিল্পীর অভিযোগ, রাজ্যপালের এক আত্মীয়ই তাঁর বিমানের টিকিট কেটে দিয়েছিলেন। দিল্লির এক পাঁচতারা হোটেলের ঘর বুক করা হয়েছিল। সেখানেই নিরাপত্তারক্ষী ছাড়া দিল্লির বঙ্গভবন থেকে রাজ্যপাল পৌঁছন। আর, সেখানেই তাঁকে ধর্ষণ করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এমনটাই অভিযোগ ওই নৃত্যশিল্পীর। তাঁর ওই অভিযোগ নবান্ন থেকে লালবাজারে পাঠিয়ে দেওয়া হয়েছিল। ডিসি পদমর্যাদার এক অফিসার প্রাথমিক তদন্ত করে রিপোর্টও জমা দিয়েছেন। যার ভিত্তিতে নবান্নে রিপোর্ট পাঠিয়েছেন কলকাতার নগরপাল।

কিন্তু, রাজ্যপাল একটি সাংবিধানিক পদ। সেই পদে থাকা কারও বিরুদ্ধে সংবিধানে ফৌজদারি মামলা দায়েরের অনুমতিই নেই। সেই কারণে, রাজ্যপালের বিরুদ্ধে কোনও ব্যবস্থা লালবাজার নিতে পারেনি। তবে, রাজ্যপালের যে আত্মীয় ওই মহিলার বিমানের টিকিট কেটে দিয়েছিলেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় কি না, খতিয়ে দেখছেন তদন্তকারীরা। সম্প্রতি রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনেছেন রাজভবনেরই এক অস্থায়ী কর্মী। সেই অভিযোগ ঘিরে রাজ্য রাজনীতিতে রীতিমতো শোরগোল চলছে।