কলকাতাFriday, 9 July 2021
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

বামশূন্য বিধানসভায় বামেদের ‘মিস’ করছে তৃণমূল

mtik
July 9, 2021 4:29 pm
Link Copied!

পুবের কলম ওয়েব ডেস্ক:  বিধানসভা নির্বাচনে বামেদের ওপর থেকে আস্থা হারিয়েছে আমজনতা।  তবে অপেক্ষাকৃত অনেকটাই ভালো ফল করেছে বিজেপি। এদিকে বামেরা একটি আসনও না পাওয়ায় বিধানসভা বামশূন্য। বিজেপিকে বিরোধী আসনে দেখে বামেদের ‘মিস’ করছেন সুব্রত মুখোপাধ্যায়। “বামেরা ছাড়া বিধানসভা ভালো লাগে না’, শুক্রবার একথাই বললেন রাজ্যের মন্ত্রী। যদিও বামেদের নিয়ে সমালোচনা করতেও ছাড়েননি তিনি। খোঁচা দিয়েছেন বিজেপিকে। পাশাপাশি তুলে ধরলেন তৃণমূল সরকারের একাধিক সাফল্যের কথা।

শুক্রবার বিধানসভায় সুব্রত মুখোপাধ্যায় বলেন, “আজ সিপিআইএম নেই তার প্রধান কারণ, পঞ্চায়েত ব্যবস্থার অপব্যবহার। আমরা পঞ্চায়েত ব্যবস্থা তৈরি করে গেলাম। আর বামেরা তার অপব্যবহার করল। আমি কংগ্রেস আমলে পঞ্চায়েত আইন তৈরি করেছি। সিদ্ধার্থশঙ্কর রায় পাশ করেদিলেন। কিন্তু কার্যকর করলেন না। বাম সরকার এসে তা করল। কিন্তু তার অপব্যবহার করল। সেই কারণেই আজ ওরা মুছে গিয়েছে। তবু বলব ওরা না থাকলে এই হাউস ভালো লাগে না। আমরা এসে থেকে ওদের দেখেছি। ওরা খারাপ ভাল যাই হোক, বিধানসভার সব নিয়ম ওরা জানে। তর্ক-বিতর্কে ওদের সঙ্গে অংশ নেওয়া যায়। কিন্তু এখন যাঁরা আছে, তারা কিছুই জানে না।” এভাবেই নাম না করে বিঁধলেন বিজেপিকে।