১০ নভেম্বর ২০২৫, সোমবার, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

তৃণমূলে যোগ সুস্মিতা দেবের,পেতে পারেন ত্রিপুরা- অসমের গুরু দায়িত্ব

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১৬ অগাস্ট ২০২১, সোমবার
  • / 52

পুবের কলম ওয়েবডেস্কঃ ছবিটা পরিস্কার হয়ে গিয়েছিল আগেই। কবে তৃণমূলে যোগ দেন সেটাই ছিল জল্পনার মূল বিষয়। তবে সেই জল্পনার পর্দা উঠতে বেশি সময় লাগলোনা।

সোমবার দুপুরে তৃণমূলে যোগ দিলেন সর্ব ভারতীয় মহিলা কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সুস্মিতা দেব। তাঁকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানান দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

২০২৪ সালের লোকসভা নির্বাচনকে পাখির চোখ করেই এগোচ্ছে জোড়াফুল শিবির।তৃতীয় বা বিকল্প ফ্রন্ট গঠনের সম্ভাবনা উজ্জ্বল হওয়ার পাশাপাশি সর্ব ভারতীয় নেতৃত্বের মুখ হয়ে উঠেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই দিক থেকে দেখতে গেলে রাজনৈতিক ওয়াকিবহাল মহলের মতে সুস্মিতা দেবের দলে যোগদান নিঃসন্দেহে  একটি গুরুত্বপূর্ণ বিষয় বলেঈ মনে করা হচ্ছে।

রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে অসমে সংগঠন গড়ে তোলার ওপর জোর দেওয়ার পরিকল্পনা করছে জোড়াফুল শিবির। সেইজন্যই শিলচরের প্রাক্তন সাংসদকে সামনে রেখেই পরিকল্পনা করতে চায় তৃণমূল শীর্ষ নেতৃত্ব।

প্রয়াত কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সন্তোষ মোহন দেবের কন্যাকে ত্রিপুরাতেও সংগঠনের প্রশারের কাজে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

তৃণমূলে যোগ সুস্মিতা দেবের,পেতে পারেন ত্রিপুরা- অসমের গুরু দায়িত্ব

আপডেট : ১৬ অগাস্ট ২০২১, সোমবার

পুবের কলম ওয়েবডেস্কঃ ছবিটা পরিস্কার হয়ে গিয়েছিল আগেই। কবে তৃণমূলে যোগ দেন সেটাই ছিল জল্পনার মূল বিষয়। তবে সেই জল্পনার পর্দা উঠতে বেশি সময় লাগলোনা।

সোমবার দুপুরে তৃণমূলে যোগ দিলেন সর্ব ভারতীয় মহিলা কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সুস্মিতা দেব। তাঁকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানান দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

২০২৪ সালের লোকসভা নির্বাচনকে পাখির চোখ করেই এগোচ্ছে জোড়াফুল শিবির।তৃতীয় বা বিকল্প ফ্রন্ট গঠনের সম্ভাবনা উজ্জ্বল হওয়ার পাশাপাশি সর্ব ভারতীয় নেতৃত্বের মুখ হয়ে উঠেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই দিক থেকে দেখতে গেলে রাজনৈতিক ওয়াকিবহাল মহলের মতে সুস্মিতা দেবের দলে যোগদান নিঃসন্দেহে  একটি গুরুত্বপূর্ণ বিষয় বলেঈ মনে করা হচ্ছে।

রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে অসমে সংগঠন গড়ে তোলার ওপর জোর দেওয়ার পরিকল্পনা করছে জোড়াফুল শিবির। সেইজন্যই শিলচরের প্রাক্তন সাংসদকে সামনে রেখেই পরিকল্পনা করতে চায় তৃণমূল শীর্ষ নেতৃত্ব।

প্রয়াত কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সন্তোষ মোহন দেবের কন্যাকে ত্রিপুরাতেও সংগঠনের প্রশারের কাজে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে।