তৃণমূলের মৌসম নুরের প্রচার ঘিরে বিপুল সাড়া

- আপডেট : ২৩ জুন ২০২৩, শুক্রবার
- / 18
পুবের কলম প্রতিবেদক:-আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে বিপুল সাড়া তৃণমূলের। তার প্রমাণ পাওয়া গেল রাজ্যসভার সংসদ মৌসম নুরের প্রচারে। মানুষের উপস্থিতি প্রমাণ করে দিচ্ছে তাঁদের সমর্থনের বিষয়টি। তিনি শনিবার কালিয়াচক-৩ ব্লকের গোলাপগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকায় দলীয় প্রার্থীদের হয়ে প্রচারে যান। জনসভায় এলাকার মানুষদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। জনসভা থেকে বিরোধীদের তোপ দাগেন মৌসম নুর। শনিবার তিনি কালিয়াচক-৩ ব্লকের ৪২ নম্বর জেলা পরিষদের আসনের তৃণমূল প্রার্থী ফুলচাঁদ মণ্ডলের হয়ে প্রচার শুরু করেন।
গোলাপগঞ্জ হাই স্কুলের মাঠে বিশাল জনসভায় মৌসম ছাড়াও হাজির ছিলেন রাজ্য তৃণমূল নেতা তথা বিশিষ্ট সমাজসেবী মোয়াজ্জেম হোসেন, জেলা পরিষদের প্রার্থী ফুলচাঁদ মণ্ডল প্রমুখ।
এদিন জনসভা থেকে মৌসম বলেন, ‘আমি আপনাদের সামনে প্রার্থীদের নিয়ে ভোটভিক্ষার জন্য এসেছি। আমাদের লড়াকু নেত্রী মমতা ব্যানার্জি ও নেতা অভিষেক ব্যানার্জির নির্দেশ আপনাদের সামনে পৌঁছে দিতে এসেছি। আমাদের এতবড় দলে সুসংগঠিতভাবে প্রার্থী নির্বাচন করা হয়েছে। আর তা সম্ভব হয়েছে লড়াকু নেতা অভিষেক ব্যানার্জির জনজোয়ার কর্মসূচির মাধ্যমে। আপনারাদের ভোটেই প্রার্থী নির্বাচিত হয়েছে। আর সেই প্রার্থীরাই আজ ভোটপ্রার্থী।
সুতরাং আপনাদের পছন্দের প্রার্থীদের জন্য আমরা ভোট চাইতে এসেছি।’ তিনি বিজেপি-সহ বিরোধীদের একহাত নিয়ে বলেন, ‘বিজেপি কংগ্রেস, সিপিএম-এর সঙ্গে অশুভ আঁতাত করে তৃণমূলকে মানুষের হৃদয় থেকে সরাতে চাইছে। কিন্তু সেটা কিছুতেই হতে দেওয়া যাবে না। মানুষের মনে তৃণমূল যে জায়গা করে নিয়েছে, সেই জায়গা কিছুতেই নষ্ট করতে পারবে না। তৃণমূলকে অপদস্ত করতে রাজ্যের পাওনা টাকা আটকে রেখেছে কেন্দ্রের বিজেপি। তবুও দমাতে পারে নি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে।’ এদিন জনসভার পর বিকেলের দিকে জেপিএস হাই মাদ্রাসায় কর্মীদের নিয়ে বৈঠক করেন। তারপর পঞ্চায়েতের প্রার্থীদের নিয়ে গ্রামে গ্রামে প্রচার করেন। বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালান রাজ্যসভার সাংসদ মৌসম নুর।