Trump-Putin Alaska Summit: ইউক্রেন নিয়ে পুতিন- ট্রাম্প বৈঠক

- আপডেট : ১৫ অগাস্ট ২০২৫, শুক্রবার
- / 137
পুবের কলম ওয়েব ডেস্ক: ইউক্রেন নিয়ে আলোচনা করতে প্রস্তুত পুতিন (Trump-Putin Alaska Summit)। ভারতীয় সময় শনিবার সকাল ১০ টার দিকে আলাস্কায় বৈঠকে বসবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
বৈঠকে তিন বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধের বিরতি সংক্রান্ত বিষয় নিয়েই মূলত কথা বলবেন দুই রাষ্ট্রনেতা বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। যদিও শুক্রবার আলাস্কার উদ্দেশে রওনা হওয়ার আগে ট্রাম্প জানিয়েছেন, ইউক্রেনের পক্ষ নিয়ে যুদ্ধবিরতির শর্ত সম্পর্কে আলোচনা তাঁর লক্ষ্য নয়। আলাস্কার বৈঠক সফল হওয়ার ৭৫ ভাগ সম্ভাবনা রয়েছে বলেও ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প।
রাশিয়ার ওপর নতুন করে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকি যুদ্ধ বন্ধে পুতিনকে আরও আগ্রহী করে তুলে থাকতে পারে বলেও মনে করছেন তিনি।
ট্রাম্প এদিন সাংবাদিকদের বলেন, ট্রাম্প বলেন, ‘আমি প্রথম দুই মিনিট, তিন মিনিট, চার মিনিট বা পাঁচ মিনিটের মধ্যেই বুঝে যাব… আমাদের মধ্যে একটি ভালো বৈঠক হবে, নাকি একটি খারাপ বৈঠক হবে।’
তিনি বলেন, ‘যদি এটি একটি খারাপ বৈঠক হয়, তবে এটি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আর যদি এটি একটি ভালো বৈঠক হয়, তবে আমরা খুবই নিকট ভবিষ্যতে শান্তি অর্জন করতে যাচ্ছি।’ এছাড়া আমি প্রেসিডেন্ট; আর তিনি আমার সঙ্গে সময়ক্ষেপণ করতে যাচ্ছেন না।’
ট্রাম্প আরও বলেন, এই বৈঠক সফল হলে তিনি, পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে দ্বিতীয় আরেকটি বৈঠক হবে। সেটি হবে চূড়ান্ত বৈঠক, তবে সেই বৈঠকটি চূড়ান্ত হয়নি।
এর আগে সবশেষ ২০২১ সালের জুনে সুইজারল্যান্ডের জেনেভোয় পুতিন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেন। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর এই প্রথম রুশ প্রেসিডেন্ট মার্কিন প্রেসিডেন্টের মুখোমুখি হচ্ছেন। পুতিন হবেন আলাস্কা সফরকারী প্রথম রাশিয়ান নেতা।