গাজায় যুদ্ধ বিরতি হবে আগামী সপ্তাহে, ঘোষণা ট্রাম্পের

- আপডেট : ৫ জুলাই ২০২৫, শনিবার
- / 99
পুবের কলম ওয়েবডেস্ক: গাজায় দীর্ঘদিনের রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্যে আশার আলো দেখালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার তিনি সাংবাদিকদের জানান, যুক্তরাষ্ট্র-সমর্থিত যুদ্ধবিরতির প্রস্তাবে হামাস ইতিবাচক সাড়া দিয়েছে। আগামী সপ্তাহেই একটি যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হতে পারে বলে দাবি।
এয়ারফোর্স ওয়ন-এ বসে ট্রাম্প বলেন, “ইসরাইল ইতিমধ্যেই ৬০ দিনের যুদ্ধবিরতির শর্ত মেনে নিয়েছে। এই সময়ের মধ্যে সব পক্ষ যুদ্ধ অবসানের দিকে এগোবে।”
হামাস ও ইসলামিক জিহাদ জানিয়েছে, তারা আলোচনায় অংশ নিতে প্রস্তুত। আমেরিকা, কাতার ও মিশরের মধ্যস্থতায় চুক্তিটি বাস্তবায়নের দিকে একধাব এগিয়েছে বলে মনে করা হচ্ছে।
তবে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু একাধিকবার বলেছেন, “সব জিম্মি মুক্ত ও হামাসকে সামরিকভাবে ধ্বংস না করা পর্যন্ত যুদ্ধ চলবে।”
এদিকে আলোচনার মধ্যেই গাজায় নতুন করে ইসরাইলি হামলা চলছে। গত ২৪ ঘণ্টায় নিহত হয়েছেন অন্তত ১৩৮ জন ফিলিস্তিনি। গাজা স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৫৭,২৬৮ জনেরও বেশি মানুষ।