০৫ নভেম্বর ২০২৫, বুধবার, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
জোহরান মামদানিকে সমর্থনকারী ইহুদিদের ‘বোকা এবং নিজেদের জাতির শত্রু’ বললেন ট্রাম্প
কিবরিয়া আনসারি
- আপডেট : ৫ নভেম্বর ২০২৫, বুধবার
- / 63
পুবের কলম, ওয়েবডেস্ক: নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানিকে সমর্থনকারী ইহুদিদের ‘স্টুপিড’ বলে আখ্যা দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (৪ নভেম্বর) তাঁর নিজস্ব প্ল্যাটফর্ম ট্রুথ স্যোশাল–এ পোস্ট করে এ মন্তব্য করেন তিনি। খবরটি প্রকাশ করেছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।
ট্রাম্প লেখেন, “নিউইয়র্কের মেয়র নির্বাচনে যারা ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানিকে ভোট দিয়েছেন, তারা আসলে বোকা এবং নিজেদের জাতির শত্রু। তাদের এই ভোট আমেরিকান ইহুদিদের স্বার্থের বিরুদ্ধে যাবে।” এর আগে ট্রাম্প প্রকাশ্যে জোহরানের পরিবর্তে অন্য ডেমোক্র্যাট প্রার্থী অ্যান্ড্রু কুওমোকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। এমনকি জোহরান মামদানি নির্বাচিত হলে নিউইয়র্কের জন্য বরাদ্দ কেন্দ্রীয় অনুদান বন্ধ করে দেওয়ার হুমকিও দিয়েছিলেন তিনি।
উল্লেখ্য, মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে বেসরকারি ফলাফলে জোহরান মামদানি বিজয়ী হয়েছেন এবং তিনি নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র হতে যাচ্ছেন। গণতান্ত্রিক সমাজতান্ত্রিক ভাবধারার এই তরুণ রাজনীতিক স্বাধীন প্রার্থী কুওমোকে পরাজিত করে ইতিহাস গড়েছেন।
এবারের নির্বাচনে আগাম ভোট পড়েছে ৭ লাখ ৩৫ হাজারেরও বেশি, যা প্রেসিডেন্ট নির্বাচন ছাড়া নিউইয়র্কের ইতিহাসে সর্বাধিক। স্থানীয় সময় সকাল ৬টায় ভোটগ্রহণ শুরু হয়ে রাত ৯টায় শেষ হয়।
অ্যাস্টোরিয়া এলাকায় নিজের ভোট প্রদান শেষে জোহরান জানান, “নিউইয়র্ক এমন একটি শহর হবে যেখানে সবাই মর্যাদার সঙ্গে বাঁচবে।” জীবনযাত্রার ব্যয় কমানো, সাশ্রয়ী ভাড়া এবং সামাজিক ন্যায়বিচার তাঁর নির্বাচনী ইশতেহারের মূল প্রতিশ্রুতি ছিল।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই মন্তব্য মার্কিন রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। তাঁর কট্টরপন্থী বক্তব্যের বিপরীতে জোহরানের এই ঐতিহাসিক বিজয় বহুত্ববাদ ও অন্তর্ভুক্তিমূলক আমেরিকার প্রতীক হয়ে উঠেছে।
















































