নোবেল না পেয়ে ক্ষোভে ফুঁসছেন ট্রাম্প

- আপডেট : ১০ অক্টোবর ২০২৫, শুক্রবার
- / 242
পুবের কলম, ওয়েবডেস্ক: নোবেল শান্তি পুরস্কার না পেয়ে ক্ষোভ উগরে দিলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের সামনে তিনি বলেন, “ওবামা কিছুই করেনি, তবু নোবেল পেয়েছে। আমি আটটা যুদ্ধ থামিয়েছি, তবু কেন পাব না?” ট্রাম্প দাবি করেছেন, হামাস–ইসরায়েল সংঘাতসহ বিশ্বজুড়ে আটটি যুদ্ধ তিনি থামিয়েছেন।
তবে বাস্তবে ইসরায়েল গাজায় মার্কিন মদতেই হামলা চালিয়েছে, ধ্বংস করেছে হাসপাতাল, স্কুল ও বসতি। তখনও যুক্তরাষ্ট্র কোনো নিন্দা করেনি। যুদ্ধ শেষ পর্যায়ে পৌঁছালে শান্তির বার্তা দেন ট্রাম্প, কিন্তু তাতেও ইসরায়েল থামেনি।
ভারত–পাকিস্তান সংঘাত নিয়েও কৃতিত্ব দাবি করেছেন ট্রাম্প, যদিও ভারতের সংসদে জানানো হয়েছে, সে সংঘাতে মার্কিন যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করেনি। ইতিহাস বলছে, ইরান–ইসরায়েল সংঘাতসহ নানা আগ্রাসনে মার্কিন মদত স্পষ্ট। ২০০৯ সালে কিছু না করেই ওবামা নোবেল পেয়েছিলেন বলে মন্তব্য করেন ট্রাম্প।