১৭ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ইরান-ইসরায়েল উত্তেজনায় ‘আগুনে ঘি ঢালছেন’ ট্রাম্প: চিনের কড়া প্রতিক্রিয়া

চামেলি দাস
  • আপডেট : ১৭ জুন ২০২৫, মঙ্গলবার
  • / 165

পুবের কলম ওয়েবডেস্ক: ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ঘিরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের কড়া সমালোচনা করল চিন। চিনের অভিযোগ, এই ধরনের উস্কানিমূলক ভাষা পরিস্থিতি আরও ঘোলাটে করছে এবং শান্তি প্রতিষ্ঠার পথে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে।

সম্প্রতি ট্রাম্প তেহরানের সাধারণ মানুষকে ‘অবিলম্বে সরে যাওয়ার’ হুঁশিয়ারি দেন, যা আন্তর্জাতিক অঙ্গনে বিতর্কের জন্ম দিয়েছে। এই প্রসঙ্গে চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র গুয়ো জিয়াকুন এক সংবাদ সম্মেলনে বলেন, “আগুনে ঘি ঢালা, হুমকি দেওয়া এবং চাপ সৃষ্টি করা কোনোভাবেই উত্তেজনা কমাবে না, বরং সংঘাতকে আরও বিস্তৃত ও ভয়াবহ করে তুলবে।”

আরও পড়ুন: ইলন মাস্কের নতুন রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা ‘হাস্যকর’, তীব্র সমালোচনায় ট্রাম্প

চিন বরাবরই কূটনৈতিকভাবে উত্তেজনা প্রশমনের পক্ষে সওয়াল করে এসেছে। গুয়ো জিয়াকুন আরও বলেন, “আমরা সব পক্ষকে সংযত থাকার এবং আলোচনার মাধ্যমে সংকট নিরসনের আহ্বান জানাচ্ছি। হঠকারী ও উস্কানিমূলক পদক্ষেপ বন্ধ হওয়া জরুরি।” চিনের এই মন্তব্য বিশ্ব রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে, বিশেষ করে যখন মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি দিন দিন জটিল হয়ে উঠছে।

আরও পড়ুন: ট্রাম্প-পুতিন টেলিফোনিক কথোপকথনের পরই ইউক্রেনে ব্যাপক হামলা রাশিয়ার

আরও পড়ুন: মার্কিন কংগ্রেসে পাস হল ট্রাম্পের স্বপ্নের ‘বিগ বিউটিফুল ‘ বিল
Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইরান-ইসরায়েল উত্তেজনায় ‘আগুনে ঘি ঢালছেন’ ট্রাম্প: চিনের কড়া প্রতিক্রিয়া

আপডেট : ১৭ জুন ২০২৫, মঙ্গলবার

পুবের কলম ওয়েবডেস্ক: ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ঘিরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের কড়া সমালোচনা করল চিন। চিনের অভিযোগ, এই ধরনের উস্কানিমূলক ভাষা পরিস্থিতি আরও ঘোলাটে করছে এবং শান্তি প্রতিষ্ঠার পথে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে।

সম্প্রতি ট্রাম্প তেহরানের সাধারণ মানুষকে ‘অবিলম্বে সরে যাওয়ার’ হুঁশিয়ারি দেন, যা আন্তর্জাতিক অঙ্গনে বিতর্কের জন্ম দিয়েছে। এই প্রসঙ্গে চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র গুয়ো জিয়াকুন এক সংবাদ সম্মেলনে বলেন, “আগুনে ঘি ঢালা, হুমকি দেওয়া এবং চাপ সৃষ্টি করা কোনোভাবেই উত্তেজনা কমাবে না, বরং সংঘাতকে আরও বিস্তৃত ও ভয়াবহ করে তুলবে।”

আরও পড়ুন: ইলন মাস্কের নতুন রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা ‘হাস্যকর’, তীব্র সমালোচনায় ট্রাম্প

চিন বরাবরই কূটনৈতিকভাবে উত্তেজনা প্রশমনের পক্ষে সওয়াল করে এসেছে। গুয়ো জিয়াকুন আরও বলেন, “আমরা সব পক্ষকে সংযত থাকার এবং আলোচনার মাধ্যমে সংকট নিরসনের আহ্বান জানাচ্ছি। হঠকারী ও উস্কানিমূলক পদক্ষেপ বন্ধ হওয়া জরুরি।” চিনের এই মন্তব্য বিশ্ব রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে, বিশেষ করে যখন মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি দিন দিন জটিল হয়ে উঠছে।

আরও পড়ুন: ট্রাম্প-পুতিন টেলিফোনিক কথোপকথনের পরই ইউক্রেনে ব্যাপক হামলা রাশিয়ার

আরও পড়ুন: মার্কিন কংগ্রেসে পাস হল ট্রাম্পের স্বপ্নের ‘বিগ বিউটিফুল ‘ বিল