২৪ জুন ২০২৫, মঙ্গলবার, ৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

মধ্যপ্রাচ্য নিয়ে ভুল হিসাব করছেন ট্রাম্প: এরদোগান

সুস্মিতা
  • আপডেট : ১৫ ফেব্রুয়ারী ২০২৫, শনিবার
  • / 67

আঙ্কারা: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত গাজার জন্য অগ্রহণযোগ্য পরিকল্পনা প্রত্যাখ্যান করে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান বলেছেন, ‘মধ্যপ্রাচ্যে নিয়ে যুক্তরাষ্ট্র ভুল হিসাব করছে।’ তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, ‘ইহুদিবাদী মিথ্যাচারে কান দিলে সংঘাতই কেবল বেড়ে চলবে।
গাজা উপত্যাকার কমপক্ষে ২০ লাখ ফিলিস্তিনিকে সরিয়ে দিয়ে তা দখল করার হুমকি দিয়েছেন ট্রাম্প। একইসঙ্গে গাজাকে মধ্যপ্রাচ্যের ‘রিভেইরা’ বানানোর ঘোষণা দিয়েছেন। ট্রাম্পের এ পরিকল্পনা সরাসরি প্রত্যাখ্যান করে এরদোগান বলেছেন, ‘গাজায় ইসরাইল যা করছে তা গণহত্যা। দুর্ভাগ্যবশত, যুক্তরাষ্ট্র আমাদের অঞ্চল সম্পর্কে ভুল হিসাব করছে। তাদের এমন কোনও বিষয়ে জড়িত হওয়া উচিত নয়, যা এই অঞ্চলের ইতিহাস ও মূল্যবোধকে উপেক্ষা করে।’ মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও পাকিস্তান সফর শেষে ফেরার পথে সাংবাদিকদের এসব কথা বলেন তুরস্কের প্রেসিডেন্ট।
উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প প্রথমে প্রস্তাব দিয়েছিলেন, মিশর ও জর্ডন যেন গাজার ফিলিস্তিনিদের গ্রহণ করে। পরে তিনি আরও এগিয়ে গিয়ে গাজার ওপর মার্কিন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পরিকল্পনা ঘোষণা করেন, যেখানে ফিলিস্তিনিদের নিজ দেশে ফেরার কোনও অধিকার থাকবে না। ট্রাম্পের প্রস্তাবের প্রতি ইঙ্গিত করে তিনি ফিলিস্তিনিদের যেকোনও জোরপূর্বক স্থানচ্যুতির তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, এই জোরপূর্বক স্থানচ্যুতি অনুমোদন করা একেবারেই অগ্রহণযোগ্য। এটি হবে একটি সম্পূর্ণ নৃশংসতা। এরদোগান বলেন, তিনি আশা করেন ট্রাম্প নতুন সংঘাত সৃষ্টি না করে শান্তির জন্য পদক্ষেপ নেওয়ার বিষয়ে তার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন। তুরস্কের প্রেসিডেন্টের দাবি, ইসরায়েল এবং ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও গাজায় যুদ্ধবিরতির কোনও বাস্তব লক্ষণ তিনি দেখতে পাচ্ছেন না। মুসলিম বিশ্ব এখনও এ বিষয়ে সম্মিলিত পদক্ষেপ নিতে সক্ষম হয়নি।

আরও পড়ুন: লস অ্যাঞ্জেলেসে জারি কারফিউ, বিক্ষোভ থামাতে গণগ্রেফতার

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মধ্যপ্রাচ্য নিয়ে ভুল হিসাব করছেন ট্রাম্প: এরদোগান

আপডেট : ১৫ ফেব্রুয়ারী ২০২৫, শনিবার

আঙ্কারা: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত গাজার জন্য অগ্রহণযোগ্য পরিকল্পনা প্রত্যাখ্যান করে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান বলেছেন, ‘মধ্যপ্রাচ্যে নিয়ে যুক্তরাষ্ট্র ভুল হিসাব করছে।’ তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, ‘ইহুদিবাদী মিথ্যাচারে কান দিলে সংঘাতই কেবল বেড়ে চলবে।
গাজা উপত্যাকার কমপক্ষে ২০ লাখ ফিলিস্তিনিকে সরিয়ে দিয়ে তা দখল করার হুমকি দিয়েছেন ট্রাম্প। একইসঙ্গে গাজাকে মধ্যপ্রাচ্যের ‘রিভেইরা’ বানানোর ঘোষণা দিয়েছেন। ট্রাম্পের এ পরিকল্পনা সরাসরি প্রত্যাখ্যান করে এরদোগান বলেছেন, ‘গাজায় ইসরাইল যা করছে তা গণহত্যা। দুর্ভাগ্যবশত, যুক্তরাষ্ট্র আমাদের অঞ্চল সম্পর্কে ভুল হিসাব করছে। তাদের এমন কোনও বিষয়ে জড়িত হওয়া উচিত নয়, যা এই অঞ্চলের ইতিহাস ও মূল্যবোধকে উপেক্ষা করে।’ মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও পাকিস্তান সফর শেষে ফেরার পথে সাংবাদিকদের এসব কথা বলেন তুরস্কের প্রেসিডেন্ট।
উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প প্রথমে প্রস্তাব দিয়েছিলেন, মিশর ও জর্ডন যেন গাজার ফিলিস্তিনিদের গ্রহণ করে। পরে তিনি আরও এগিয়ে গিয়ে গাজার ওপর মার্কিন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পরিকল্পনা ঘোষণা করেন, যেখানে ফিলিস্তিনিদের নিজ দেশে ফেরার কোনও অধিকার থাকবে না। ট্রাম্পের প্রস্তাবের প্রতি ইঙ্গিত করে তিনি ফিলিস্তিনিদের যেকোনও জোরপূর্বক স্থানচ্যুতির তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, এই জোরপূর্বক স্থানচ্যুতি অনুমোদন করা একেবারেই অগ্রহণযোগ্য। এটি হবে একটি সম্পূর্ণ নৃশংসতা। এরদোগান বলেন, তিনি আশা করেন ট্রাম্প নতুন সংঘাত সৃষ্টি না করে শান্তির জন্য পদক্ষেপ নেওয়ার বিষয়ে তার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন। তুরস্কের প্রেসিডেন্টের দাবি, ইসরায়েল এবং ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও গাজায় যুদ্ধবিরতির কোনও বাস্তব লক্ষণ তিনি দেখতে পাচ্ছেন না। মুসলিম বিশ্ব এখনও এ বিষয়ে সম্মিলিত পদক্ষেপ নিতে সক্ষম হয়নি।

আরও পড়ুন: লস অ্যাঞ্জেলেসে জারি কারফিউ, বিক্ষোভ থামাতে গণগ্রেফতার