১৭ অক্টোবর ২০২৫, শুক্রবার, ৩০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
৩৫ শতাংশ! এবার কানাডার ওপর শুল্ক-বাণ ট্রাম্পের

ইমামা খাতুন
- আপডেট : ১১ জুলাই ২০২৫, শুক্রবার
- / 198
পুবের কলম ওয়েব ডেস্ক: এবার কানাডাকে শুল্ক বাণে বিদ্ধ করবে ট্রাম্প! আগামী ১ আগস্ট থেকে দেশটির ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপের কথা ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন এবং অন্যান্য বাণিজ্য অংশীদারদের ওপরও ১৫ শতাংশ বা ২০ শতাংশ হারে শুল্ক আরোপের হুমকি দিয়েছেন।
হোয়াইট হাউস সূত্রে খবর, ইতিমধ্যেই কানাডার প্রেসিডেন্ট মার্ক কার্নের উদ্দেশে একটি চিঠি লিখেছেন ট্রাম্প। শুক্রবারের মধ্যে সে চিঠি কানাডার রাজধানী অটোয়াতে পৌঁছে যাবে। তবে বৃহস্পতিবারই ৩৫ শতাংশ শুল্ক আরোপের কথা কানাডা প্রশাসনকে জানিয়ে দিয়েছেন তিনি।
সোমবার থেকে ট্রাম্প ২০টিরও বেশি দেশকে চিঠি দিয়ে শুল্ক চাপানোর সিদ্ধান্তের কথা জানিয়েছেন। ট্রাম্প অবশ্য এটিকে ‘পারস্পরিক শুল্ক’ বলে অভিহিত করেছেন।
এদিন কড়া শুরে ট্রাম্প হুশিয়ারি দিয়েছেন, কানাডা যদি মার্কিন পণ্যের ওপর শুল্ক বাড়ায় তাহলে যুক্তরাষ্ট্র তাদের ওপর সমপরিমাণ হারে শুল্ক বাড়িয়ে জবাব দেবে।