২৩ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার, ৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

দাবানলের গ্রাসে তুরস্ক, দাউ দাউ করে জ্বলছে আগুন, প্রাণহানি ৪ জনের

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৩১ জুলাই ২০২১, শনিবার
  • / 63

পুবের কলম, ওয়েবডেস্ক: তুরস্কে জ্বলতে থাকা দাবানলে প্রাণ হারিয়েছেন ৪ জন। সম্প্রতি গত তিনদিন ধরে দাবানলের কবলে তুরস্ক। আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলছে। স্থানীয় মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আশেপাশের হোটেলগুলি খালি করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: দাবানলের গ্রাসে তুরস্ক, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮

প্রশাসনিক কর্মকর্তা জানিয়েছেন, এই সপ্তাহে তুরস্কের এজিয়ান এবং ভূমধ্যসাগরীয় উপকূলে ১৭টি প্রদেশে ৬০টিরও বেশি দাবানল ছড়িয়ে পড়েছে। দাবানলের প্রভাবে তাপামাত্রা বেড়ে গেছে বিভিন্ন এলাকার।

বনমন্ত্রী বেকির পাকদেমিরলি জানিয়েছেন, ইতিমধ্যে ৬টি প্রদেশে আগুন ছড়িয়ে পড়েছে। তবে এই দাবানল প্রাকৃতিক বিপর্যয় না এর পিছনে যদি কোনও অভিসন্ধিমূলক কারণ আছে, তা খতিয়ে দেখছে পুলিশ। অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

গ্রাম ও আশেপাশের হোটেলগুলি খালি করে দেওয়া হয়েছে। ভয়ে অনেকেই তাদের বাড়ি ছেড়ে পালিয়েছে।

বনমন্ত্রী বেকির পাকদেমিরলি জানিয়েছেন, পর্যটন প্রিয় এন্টালিয়ার ভূমধ্যসাগরীয় রিসোর্ট অঞ্চল এবং মুগলার এজিয়ান রিসোর্ট প্রদেশে এখনও আগুন জ্বলছে। ওসমানিয়া, কায়সেরি, কোকাইলি, আদানা, মেরসিন এবং কুতাহইয়া এলাকা দাবানলের কবলে। আমরা আজ সকালে একটু আগুন নিয়ন্ত্রণের আশা করেছিলাম। কিন্তু এখনও আমরা আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে আশার কথা শোনাতে পারছি না। আগুন নেভাতে কাজ আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন দমকল বাহিনীর বিপুল সংখ্যক কর্মী।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দাবানলের গ্রাসে তুরস্ক, দাউ দাউ করে জ্বলছে আগুন, প্রাণহানি ৪ জনের

আপডেট : ৩১ জুলাই ২০২১, শনিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: তুরস্কে জ্বলতে থাকা দাবানলে প্রাণ হারিয়েছেন ৪ জন। সম্প্রতি গত তিনদিন ধরে দাবানলের কবলে তুরস্ক। আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলছে। স্থানীয় মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আশেপাশের হোটেলগুলি খালি করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: দাবানলের গ্রাসে তুরস্ক, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮

প্রশাসনিক কর্মকর্তা জানিয়েছেন, এই সপ্তাহে তুরস্কের এজিয়ান এবং ভূমধ্যসাগরীয় উপকূলে ১৭টি প্রদেশে ৬০টিরও বেশি দাবানল ছড়িয়ে পড়েছে। দাবানলের প্রভাবে তাপামাত্রা বেড়ে গেছে বিভিন্ন এলাকার।

বনমন্ত্রী বেকির পাকদেমিরলি জানিয়েছেন, ইতিমধ্যে ৬টি প্রদেশে আগুন ছড়িয়ে পড়েছে। তবে এই দাবানল প্রাকৃতিক বিপর্যয় না এর পিছনে যদি কোনও অভিসন্ধিমূলক কারণ আছে, তা খতিয়ে দেখছে পুলিশ। অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

গ্রাম ও আশেপাশের হোটেলগুলি খালি করে দেওয়া হয়েছে। ভয়ে অনেকেই তাদের বাড়ি ছেড়ে পালিয়েছে।

বনমন্ত্রী বেকির পাকদেমিরলি জানিয়েছেন, পর্যটন প্রিয় এন্টালিয়ার ভূমধ্যসাগরীয় রিসোর্ট অঞ্চল এবং মুগলার এজিয়ান রিসোর্ট প্রদেশে এখনও আগুন জ্বলছে। ওসমানিয়া, কায়সেরি, কোকাইলি, আদানা, মেরসিন এবং কুতাহইয়া এলাকা দাবানলের কবলে। আমরা আজ সকালে একটু আগুন নিয়ন্ত্রণের আশা করেছিলাম। কিন্তু এখনও আমরা আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে আশার কথা শোনাতে পারছি না। আগুন নেভাতে কাজ আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন দমকল বাহিনীর বিপুল সংখ্যক কর্মী।