২৪ নভেম্বর ২০২৫, সোমবার, ৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ভবন নির্মাণে ‘রিস্ক শিল্ড’ মডেল তুরস্কের

ইমামা খাতুন
  • আপডেট : ৬ মার্চ ২০২৩, সোমবার
  • / 88

পুবের কলম ওয়েবডেস্ক : ভবিষ্যতে ভূমিকম্পসহ যেকোনও প্রাকৃতিক দুর্যোগ ও তার ঝুঁকি প্রতিরোধে একটি নতুন মডেল তৈরির ঘোষণা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। তিনি জানিয়েছেন, বিধ্বংসী ভূমিকম্পের পর দেশে একটি নতুন ‘রিস্ক শিল্ড’ (ঝুঁকি প্রতিরোধক) মডেল চালু করা হয়েছে।

এ ক্ষেত্রে নতুন আবাসিক বাড়ি নির্মাণের জন্য তুরস্কে কিছু নিয়ম মানা হবে। ইস্তান্বুলে ভাইস প্রেসিডেন্ট ফুয়াত ওকতে, সংসদ স্পিকার মুস্তফা সেন্টপ, যোগাযোগ পরিচালক ফাহরেত্তিন আলতুনসহ উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এরদোগান বলেন, ‘আমরা দ্রুত নতুন ঘর ও থাকার জায়গা নির্মাণের কাজ শুরু করেছি। এর জন্য নানা সমীক্ষা সম্পন্ন হয়েছে।’ তুর্কি প্রেসিডেন্ট জানান, ‘আজকের বৈঠকের লক্ষ্য হল দুর্যোগ প্রতিরোধে তুরস্কের রিস্ক শিল্ড মডেলের ভিত্তি তৈরি করা।

তিনি বলেন, এই মডেল তৈরি করার সময় দেশের জন্য সমস্ত বিপদ এবং হুমকি বিবেচনা করা হবে। এরদোগান বলেন, ‘একবার ভূমিকম্পের ক্ষয়-ক্ষতির মূল্যায়ন সম্পূর্ণ হয়ে গেলে বিধ্বস্ত অঞ্চলে ঠিক কতগুলি নতুন ভবন নির্মাণ করা হবে তা স্পষ্ট হয়ে যাবে।’

তিনি জানান, ‘নতুন আবাসিক বাড়ি নির্মাণের জন্য কিছু নিয়ম মানা হবে। যাতে করে এসব বাড়ি ভূমিকম্প প্রতিরোধ করতে পারে। বিশেষ করে শক্তভিত্তির ওপর এসব বাড়ি নির্মাণ করা হবে। এছাড়া নতুন ভবনগুলো নিচতলা থেকে তিন বা চারতলার বেশি উঁচু হবে না।’

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ভবন নির্মাণে ‘রিস্ক শিল্ড’ মডেল তুরস্কের

আপডেট : ৬ মার্চ ২০২৩, সোমবার

পুবের কলম ওয়েবডেস্ক : ভবিষ্যতে ভূমিকম্পসহ যেকোনও প্রাকৃতিক দুর্যোগ ও তার ঝুঁকি প্রতিরোধে একটি নতুন মডেল তৈরির ঘোষণা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। তিনি জানিয়েছেন, বিধ্বংসী ভূমিকম্পের পর দেশে একটি নতুন ‘রিস্ক শিল্ড’ (ঝুঁকি প্রতিরোধক) মডেল চালু করা হয়েছে।

এ ক্ষেত্রে নতুন আবাসিক বাড়ি নির্মাণের জন্য তুরস্কে কিছু নিয়ম মানা হবে। ইস্তান্বুলে ভাইস প্রেসিডেন্ট ফুয়াত ওকতে, সংসদ স্পিকার মুস্তফা সেন্টপ, যোগাযোগ পরিচালক ফাহরেত্তিন আলতুনসহ উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এরদোগান বলেন, ‘আমরা দ্রুত নতুন ঘর ও থাকার জায়গা নির্মাণের কাজ শুরু করেছি। এর জন্য নানা সমীক্ষা সম্পন্ন হয়েছে।’ তুর্কি প্রেসিডেন্ট জানান, ‘আজকের বৈঠকের লক্ষ্য হল দুর্যোগ প্রতিরোধে তুরস্কের রিস্ক শিল্ড মডেলের ভিত্তি তৈরি করা।

তিনি বলেন, এই মডেল তৈরি করার সময় দেশের জন্য সমস্ত বিপদ এবং হুমকি বিবেচনা করা হবে। এরদোগান বলেন, ‘একবার ভূমিকম্পের ক্ষয়-ক্ষতির মূল্যায়ন সম্পূর্ণ হয়ে গেলে বিধ্বস্ত অঞ্চলে ঠিক কতগুলি নতুন ভবন নির্মাণ করা হবে তা স্পষ্ট হয়ে যাবে।’

তিনি জানান, ‘নতুন আবাসিক বাড়ি নির্মাণের জন্য কিছু নিয়ম মানা হবে। যাতে করে এসব বাড়ি ভূমিকম্প প্রতিরোধ করতে পারে। বিশেষ করে শক্তভিত্তির ওপর এসব বাড়ি নির্মাণ করা হবে। এছাড়া নতুন ভবনগুলো নিচতলা থেকে তিন বা চারতলার বেশি উঁচু হবে না।’