০২ জানুয়ারী ২০২৬, শুক্রবার, ১৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মুসলিমরা ধর্মীয় শিক্ষা চালিয়ে যেতে পারেন, রায় আদালতের

পুবের কলম, ওয়েবডেস্ক:  ২০২০ সালের ২৮ এপ্রিল। জার্মানির হেসেন রাজ্যের সংস্কৃতি বিষয়ক মন্ত্রক তুর্কি মুসলিম সংগঠন টার্কিস ইসলামিক ইউনিয়ন ফর রেলিজিয়স অ্যাফেয়ার্সকে দেশে ইসলামি শিক্ষার ক্লাস বন্ধ করার নির্দেশ দেয়। কিন্তু এদিন সেই সরকারি আদেশকে আইন বিরোধী বলে জানিয়ে দিল উইসবাদেনের প্রশাসনিক আদালত।

আদালতের বক্তব্য, যেকোনও ধর্মের শিক্ষা প্রদানে বাধা দেওয়া হল বেআইনি। তাই এখন থেকে জার্মানির প্রভাবশালী তুর্ক সংগঠনটির ইসলামি শিক্ষার ক্লাসে আর কোনও বাধা রইল না। আদালত জানিয়েছে, ২০১৩ থেকে ২০১৪ ও ২০১৯ থেকে ২০২০ সালে হেসেন রাজ্যে যেভাবে ইসলামি শিক্ষার ক্লাস দেওয়া হতো ঠিক সেভাবেই ক্লাস পরিচালনা করতে পারবে টার্কিস ইসলামিক ইউনিয়ন ফর রেলিজিয়স অ্যাফেয়ার্স। আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন তুর্ক সংগঠনের সদস্যরা। সংগঠনটির বিবৃতিতে বলা হয়, ‘হেসিয়ান মুসলিমদের আবারও ইসলামি শিক্ষার ক্লাস দেওয়া হবে।’

ট্যাগ :
সর্বধিক পাঠিত

ইউপি: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নার্সিং ছাত্রীকে ধর্ষণ, চিকিৎসকের বিরুদ্ধে মামলা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মুসলিমরা ধর্মীয় শিক্ষা চালিয়ে যেতে পারেন, রায় আদালতের

আপডেট : ৪ জুলাই ২০২১, রবিবার

পুবের কলম, ওয়েবডেস্ক:  ২০২০ সালের ২৮ এপ্রিল। জার্মানির হেসেন রাজ্যের সংস্কৃতি বিষয়ক মন্ত্রক তুর্কি মুসলিম সংগঠন টার্কিস ইসলামিক ইউনিয়ন ফর রেলিজিয়স অ্যাফেয়ার্সকে দেশে ইসলামি শিক্ষার ক্লাস বন্ধ করার নির্দেশ দেয়। কিন্তু এদিন সেই সরকারি আদেশকে আইন বিরোধী বলে জানিয়ে দিল উইসবাদেনের প্রশাসনিক আদালত।

আদালতের বক্তব্য, যেকোনও ধর্মের শিক্ষা প্রদানে বাধা দেওয়া হল বেআইনি। তাই এখন থেকে জার্মানির প্রভাবশালী তুর্ক সংগঠনটির ইসলামি শিক্ষার ক্লাসে আর কোনও বাধা রইল না। আদালত জানিয়েছে, ২০১৩ থেকে ২০১৪ ও ২০১৯ থেকে ২০২০ সালে হেসেন রাজ্যে যেভাবে ইসলামি শিক্ষার ক্লাস দেওয়া হতো ঠিক সেভাবেই ক্লাস পরিচালনা করতে পারবে টার্কিস ইসলামিক ইউনিয়ন ফর রেলিজিয়স অ্যাফেয়ার্স। আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন তুর্ক সংগঠনের সদস্যরা। সংগঠনটির বিবৃতিতে বলা হয়, ‘হেসিয়ান মুসলিমদের আবারও ইসলামি শিক্ষার ক্লাস দেওয়া হবে।’