১২ জুলাই ২০২৫, শনিবার, ২৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
BRAKING :
তুরস্ক: একদিকে তুষারপাত, অন্যদিকে দাবানল

আফিয়া নৌশিন
- আপডেট : ৬ জুলাই ২০২৫, রবিবার
- / 148
পুবের কলম ওয়েবডেস্ক: তুরস্কের উত্তর-পূর্বাঞ্চলে শুক্রবার বিরল এক আবহাওয়া দৃশ্য দেখা গেছে ; ভারি তুষারপাতে ঢেকে যায় পাহাড়ি অঞ্চলগুলো। রিজে শহর এবং আশপাশের পাহাড়ি এলাকায় তুষারপাত হয়েছে, যা সাধারণত এই সময়ের জন্য একেবারেই অস্বাভাবিক। রিজেতে মার্চ মাসে মাঝে মাঝে তুষারপাত হয়, কিন্তু জুলাই মাসে এতটা তুষারপাত বাসিন্দার কখনো দেখেননি ।
সোশ্যাল মিডিয়ায় দেখা গিয়েছে, ২ হাজার ৫০০ মিটার উচ্চতায় অবস্থিত ওভিত ইয়ায়লাসি মালভূমি বরফে ঢেকে গিয়েছে । এদিকে দেশের দক্ষিণ ও পশ্চিম অংশে চলছে ভয়াবহ দাবানল। তুরস্কের বন ও পরিবেশমন্ত্রী ইব্রাহিম ইয়ুমাকলি জানিয়েছেন, শুক্রবার অন্তত ১০টি গুরুতর দাবানলের বিরুদ্ধে লড়াই চালিয়েছেন জরুরি সেবা কর্মীরা।
ইজমির প্রদেশে বৃহস্পতিবারের আগুনে দুইজনের মৃত্যু হয়েছে। আগামী দিনে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়াতে পারে বলে পূর্বাভাস রয়েছে। যদিও এখন পর্যন্ত এই আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। তবে দক্ষিণ-পশ্চিমের মুগলা এবং দক্ষিণের হাতায় এলাকায় প্রবল বাতাসের কারণে আগুনের ভয়াবহতা আরো বেড়ে গেছে।