০২ জুলাই ২০২৫, বুধবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

দু’মাসে দুই বার, ফের ভাঙল বায়ুসেনার মিগ-২৯ যুদ্ধবিমান

আবুল খায়ের
  • আপডেট : ৪ নভেম্বর ২০২৪, সোমবার
  • / 65

পুবের কলম, ওয়েব ডেস্কঃ আগ্রার কাছে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার মিগ-২৯ যুদ্ধবিমান। সোমবার অনুশীলনের জন্য পাঞ্জাবের আদমপুর থেকে আগ্রা যাচ্ছিল যুদ্ধবিমানটি। মাঝপথে এই ঘটনা ঘটে। তবে, পাইলট অক্ষত আছেন বলে জানা গিয়েছে। গত দু’মাসে এই নিয়ে এটি দ্বিতীয় দুর্ঘটনা। সেপ্টেম্বরে রাজস্থানের পর এ বার দুর্ঘটনাস্থল উত্তরপ্রদেশ। দুর্ঘটনার আগেই বিমান থেকে নিরাপদে বেরিয়ে গিয়েছিলেন পাইলট।

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, যুদ্ধবিমানটি পাঞ্জাবের আদমপুরে বায়ুসেনা ঘাঁটি থেকে উড়েছিল। ওড়ার কিছু পরেও আগ্রার কাছে সোনগা গ্রামে ভেঙে পড়ে যুদ্ধবিমানটি। সোশ্যাল মিডিয়ায় ঘটনাস্থলের বেশ কয়েকটি ছবি ও ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। সেগুলিতে দেখা যাচ্ছে, মাঠের মধ্যে যুদ্ধবিমানটি ভেঙে পড়ে রয়েছে। সেটিতে আগুন ধরে গিয়েছে। দাউ দাউ করে আগুন জ্বলছে। কী কারণে দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। বায়ুসেনার প্রাথমিক অনুমান, যান্ত্রিক গোলযোগের কারণে দুর্ঘটনাটি ঘটতে পারে। বাহিনীর তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, রুটিন প্রশিক্ষণ চলার সময়েই এই গোলযোগ হয়। পাইলটের দক্ষতার কারণে ফাঁকা জায়গায় বিমানটি আছড়ে পড়ার বিষয়টিও উল্লেখ করেছে বায়ুসেনা।

 

 

 

 

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দু’মাসে দুই বার, ফের ভাঙল বায়ুসেনার মিগ-২৯ যুদ্ধবিমান

আপডেট : ৪ নভেম্বর ২০২৪, সোমবার

পুবের কলম, ওয়েব ডেস্কঃ আগ্রার কাছে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার মিগ-২৯ যুদ্ধবিমান। সোমবার অনুশীলনের জন্য পাঞ্জাবের আদমপুর থেকে আগ্রা যাচ্ছিল যুদ্ধবিমানটি। মাঝপথে এই ঘটনা ঘটে। তবে, পাইলট অক্ষত আছেন বলে জানা গিয়েছে। গত দু’মাসে এই নিয়ে এটি দ্বিতীয় দুর্ঘটনা। সেপ্টেম্বরে রাজস্থানের পর এ বার দুর্ঘটনাস্থল উত্তরপ্রদেশ। দুর্ঘটনার আগেই বিমান থেকে নিরাপদে বেরিয়ে গিয়েছিলেন পাইলট।

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, যুদ্ধবিমানটি পাঞ্জাবের আদমপুরে বায়ুসেনা ঘাঁটি থেকে উড়েছিল। ওড়ার কিছু পরেও আগ্রার কাছে সোনগা গ্রামে ভেঙে পড়ে যুদ্ধবিমানটি। সোশ্যাল মিডিয়ায় ঘটনাস্থলের বেশ কয়েকটি ছবি ও ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। সেগুলিতে দেখা যাচ্ছে, মাঠের মধ্যে যুদ্ধবিমানটি ভেঙে পড়ে রয়েছে। সেটিতে আগুন ধরে গিয়েছে। দাউ দাউ করে আগুন জ্বলছে। কী কারণে দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। বায়ুসেনার প্রাথমিক অনুমান, যান্ত্রিক গোলযোগের কারণে দুর্ঘটনাটি ঘটতে পারে। বাহিনীর তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, রুটিন প্রশিক্ষণ চলার সময়েই এই গোলযোগ হয়। পাইলটের দক্ষতার কারণে ফাঁকা জায়গায় বিমানটি আছড়ে পড়ার বিষয়টিও উল্লেখ করেছে বায়ুসেনা।