খড়গপুরে বজ্রপাতে জোড়া মৃত্যু

- আপডেট : ২৪ অগাস্ট ২০২২, বুধবার
- / 4
পুবের কলম প্রতিবেদক, খড়গপুরঃ খড়গপুর এলাকায় বজ্রপাতে দুই ব্যক্তির মৃত্যু হয় বুধবার দুপুরে। পশ্চিম মেদিনীপুরের খড়গপুর লোকাল থানার নরসিংহপুর এবং মাওয়া এলাকার ঘটনায় নেমে আসে শোকের ছায়া। পুলিশ সূত্রে জানা গিয়েছে, খড়গপুর লোকাল থানার বাসিন্দা হারু সিং বাড়ির সামনে মাঠে চাষের কাজ করছিলেন, সেই সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। অপরদিকে, খড়গপুর লোকাল থানার ২ নম্বর ব্লকের মাওয়াতে সুব্রত মণ্ডল নামে এক বছর ৩৬-এর ব্যক্তির মৃত্যু হয় বজ্রাঘাতে। তিনি এদিন বৃষ্টির সময় মাঠে চাষের কাজ করছিলেন, সেই সময় হঠাৎ বজ্রপাতে গুরুতর আহত হন। এরপর তাকে তড়িঘড়ি মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে সেখানেই মৃত্যু হয়। পুলিশ দু’টি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। রিপোর্ট পাওয়ার পরেই তাদের দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে।